হরিণাকুন্ডুতে কেনার নাম করে অর্ধশত কৃষকের কোটি টাকার গরু নিয়ে উধাও ইউপি সদস্য
ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে কেনার নাম করে অর্ধশত কৃষকের গরু নিয়ে উধাও হয়ে গেছেন এক ইউপি সদস্য। এ ঘটনায় দিশেহারা হয়ে টাকা পেতে দ্বারে দ্বারে ঘুরছেন ভুক্তভোগীরা। ইতোমধ্যে বিচার চেয়ে অভিযোগ দেওয়া হয়েছে থানা পুলিশ ও ইউপি চেয়ারম্যানের কাছে। ভুক্তভোগী কৃষকদের দাবি, সারাবছর কষ্ট করে খেয়ে না খেয়ে বাড়িতে গরু পালন করেন তারা। বছর শেষে সেটি বিক্রি করে স্বাবলম্বী হওয়ার স্বপ্ন এখন তাদের পথে বসিয়ে দিয়েছে। ধারদেনা করে সারাবছর বিচালি, খড়, ভুসি কিনে এখন মহাজনদের টাকাও দিতে পারছেন না। বাধ্য হয়ে অনেকে সহায় সম্বল বিক্রি করে ধারদেনা পরিশোধ করছেন।
জানা গেছে, গত দুই মাস আগে থেকে উপজেলার হরিশপুর, গোবিন্দপুর, ভবিতপুর, কুলবাড়িয়াসহ বিভিন্ন গ্রামের অন্তত অর্ধশত কৃষকের গরু ও নগদ টাকা নেন উপজেলার ২নং জোড়াদহ ইউনিয়নের ৭নং ওয়ার্ডের ইউপি সদস্য মিজানুর রহমান। গত ১৫ দিন ধরে তিনি লাপাত্তা। ভুক্তভোগী ওইসব কৃষকদের বাড়ি বাড়ি গিয়ে কেনার নাম করে দাম ধরিয়ে বাকিতে গরু নিয়ে যান তিনি। এক সপ্তাহ পর টাকা পরিশোধ করবেন বলে গরু নিয়ে গেলেও এখনও পরিশোধ করা হয়নি কৃষকদের টাকা। ফলে দিশেহারা হয়ে পাওনা টাকা আদায়ের আশায় ঘুরছেন ওইসব কৃষকরা। অভিযুক্ত ইউপি সদস্য মিজানুর রহমান হরিশপুর গ্রামের মোয়াজ্জেম মন্ডলের ছেলে।
হরিশপুর গ্রামের বাখের আলী মুন্সীর ছেলে কৃষক তারিফ মুন্সী দাবি করেন, গত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে তার একটি ষাড় গরু ১ লাখ ৫০ হাজার টাকা দাম ধরিয়ে বাকিতে কিনে নেন ইউপি সদস্য মিজান। এক সপ্তাহ পর টাকা দেওয়ার কথা ছিল। কিন্তু এখন আর তার কোনো খোঁজ পাচ্ছি না। তিনি বাড়িতেও নেই তার মোবাইল ফোন নাম্বারটিও বন্ধ। এখন কী করবো বুঝতে পারছি না। সারাবছর ধারদেনা করে গরুর বিচালি, খড় ও ভুসি নিয়েছিলাম। এখন সেই মহাজনরাও টাকার জন্য চাপ দিচ্ছে।
ওই গ্রামের খালপাড়া এলাকার কামিরুল ইসলাম নামে আরও এক কৃষকের দাবি, গত দুই মাস আগে ইউপি সদস্য মিজান তার একজোড়া মহিষ ৩ লাখ ৪০ হাজার টাকা দাম ধরিয়ে কিনে নেন। তখন তিনি ৪০ হাজার টাকা দিয়েছিলেন। এক সপ্তাহ পর বাকি ৩ লাখ টাকা পরিশোধ করবেন বলে জানিয়েছিলেন। কিন্তু আজও সেই টাকা পরিশোধ করেননি। প্রথমে আজ দিই কাল দিই বলে ঘুরিয়েছেন। এখন আর তার দেখা নেই। তিনি এখন বাড়ি ছেড়ে পালিয়েছেন। সিদ্দিক নামে একই গ্রামের আরও এক কৃষক দাবি করেন, প্রায় ২০—২৫দিন আগে তার কাছ থেকে ১ লাখ টাকা দাম ধরিয়ে একটি ষাড় গরু নেন মিজান। এক সপ্তাহ পরে টাকা দেওয়ার কথা থাকলেও এখনও তিনি টাকা দেননি। তাকে খুঁজেও পাচ্ছি না।
এলাকাবাসীদের ভাষ্য, ইউপি সদস্য মিজানুর রহমান দীর্ঘদিন ধরে গরু কেনাবেচার ব্যবসা করেন। এলাকার কৃষকদের কাছ থেকে বাকিতে গরু কিনে দেশের বড় বড় পশুহাটগুলোতে বিক্রি করেন। কিন্তু গত দুইমাস ধরে বিভিন্ন এলাকার প্রায় অর্ধশত গরু নিয়ে তিনি উধাও হয়ে গেছেন। ওইসব গরুগুলোর বাজার মূল্য কোটি টাকার ওপরে বলেও তারা দাবি করেন।
এনামুল ইসলাম নামে ইউপি সদস্য মিজানুর রহমানের এক প্রতিবেশীর ভাষ্য, মিজান গত ১৫দিন ধরে এলাকাছাড়া রয়েছেন। তিনি কোথায় আছেন তা কেও জানেন না। তার পরিবারের লোকজনও তার খবর বলতে পারছেন না। প্রায় অর্ধশত কৃষকের গরু কেনার নামে প্রতারণা ছাড়াও তার নামে অসামাজিক কার্যকলাপের অভিযোগও রয়েছে।
পাশ^র্র্বতী কুলবাড়িয়া গ্রামের রাজু আহম্মেদ নামে আরও এওক কৃষক বলেন, তার দুটি ষাড় গরু ২ লাখ টাকা দাম ধরিয়ে নিয়ে গেছেন ওই ইউপি সদস্য।১৫ দিন পর টাকা দেওয়ার কথা থাকলেও এখন তার কোনো খোঁজ নেই। এভাবে প্রতারণা করে প্রায় অর্ধশত কৃষকের গরু নিয়ে গেছেন বলেও তিনি দাবি করেন।
এ বিষয়ে কথা বলতে মঙ্গলবার সকালে ওই ইউপি সদস্যের বাড়িতে গিয়েও তাকে পাওয়া যায়নি। তার ব্যবহৃত মোবাইল ফোন নাম্বারটিও বন্ধ। তার স্ত্রী সাবানা খাতুন বলেন, প্রায় ১৫ দিন আগে তিনি আমার সাথে ঝগড়া করে বাড়ি থেকে চলে গেছেন। কোথায় আছে সেটি আমি জানি না। জোড়াদহ ইউপি চেয়ারম্যান জাহিদুল ইসলাম বাবু মিয়া বলেন, শুনেছি ওই ইউপি সদস্য অনেক মানুষের গরু—মহিষ কেনার নাম করে নিয়ে গেছে। এ বিষয়ে আমার কাছে কয়েকজন ভুক্তভোগী পরিষদে লিখিত অভিযোগ দিয়েছেন। ওই ইউপি সদস্যের মোবাইল ফোনে কল দিয়েও সেটি বন্ধ পাওয়া যাচ্ছে। বাড়িতেও লোক পাঠিয়েও তাকে পাওয়া যায়নি।
হরিণাকুণ্ডু থানার ওসি মো. জিয়াউর রহমান বলেন, এ বিষয়ে লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এমএসএম / এমএসএম
বালাগঞ্জে প্রাণিসম্পদ সপ্তাহ পালিত
বরিশাল ৩নং আসনে তৃণমুলের পছন্দের প্রার্থী আঃ ছত্তার খান
বাঁশখালীর সেই ভেঙে পড়া কালভার্ট নিজস্ব অর্থায়নে মেরামত করে দিলেন গণ্ডামারা ইউপি চেয়ারম্যান
কাউনিয়ায় আমন মৌসুমের ধান ও চাল ক্রয় কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু
রাজশাহী-১ আসনে ভোটের মাঠে জনপ্রিয়তার শীর্ষে অধ্যাপক ড. আব্দুর রহমান মুহসেনী
ফ্যাসিস্ট,চাঁদাবাজ,জুলুমবাজদের আর ছাড় দেয়া হবেনাঃ ডাকসু ভিপি সাদিক কায়েম
আদমদীঘিতে জাতীয় প্রানি সপ্তাহ উপলক্ষ্যে প্রানি সম্পদ প্রদর্শনী
হাটহাজারীতে প্রাণী সম্পদ সপ্তাহ ও প্রদর্শনীর উদ্বোধন
নড়াইলে সর্বোচ্চ ওয়ারেন্ট তামিলকারী অফিসার এসআই আমির হোসেন ও এএসআই রুহুল আমিন
পাবিপ্রবির শিক্ষার্থীদের জন্য ‘উচ্চ শিক্ষায় মানসিক চাপ নিয়ন্ত্রণ কৌশল’ শীর্ষক কর্মসূচি ও রিসার্চ মেথোডলোজি বিষয়ে প্রশিক্ষণ
ধামইরহাটে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহে উদ্বোধনী প্রদর্শনী মেলায় দুম্বা প্রদর্শন
হোসেনপুরে গণ্যমান্য ব্যক্তি ও সাংবাদিকদের সাথে নবাগত ডিসি মোহাম্মদ আসলাম মোল্লার মতবিনিময়