মহাকবি মাইকেল মধুসূদন দত্ত বাংলা সাহিত্যের উজ্জ্বল নক্ষত্রঃ জনপ্রশাসন মন্ত্রণালয়ের মন্ত্রী
'মহাকবি মাইকেল মধুসূদন দত্তের কবিতা পড়লে মাতৃভূমির প্রতি একটা টান অনুভব করা যায়।মহাকবি মাইকেল মধুসূদন দত্ত বাংলা সাহিত্যের উজ্জ্বল নক্ষত্র। তাঁর জন্মভূমির প্রতি যেভাবে সম্মান দিয়েছেন, আমার মনে হয় খুব কম সংখ্যক কবিই আছেন যারা এভাবে তাঁর জন্মভূমির প্রতি আকর্ষণ ও মমত্ববোধ তুলে ধরতে পেরেছেন। যতো বাংলা ভাষাভাষী মানুষ আছে, সকলের কাছে অত্যন্ত শ্রদ্ধা ও সম্মানের জনপদ হচ্ছে সাগরদাঁড়ি।
তিনি আরও বলেন, "আমি খুলনাতে লেখাপড়া করেছি, সাগরদাঁড়ির প্রতি আমার আকর্ষণ আছে এবং থাকবে। এই স্মৃতিকে জাগিয়ে রাখার জন্য এখানে ভাল একটা কিছু হোক আমিও চাই। আপনাদের নবনির্বাচিত মাননীয় সংসদ সদস্য আছেন, তিনি সংসদে আপনাদের দাবী উত্থাপন করবেন। আমি আপনাদের দাবীর বিষয় যথাসাধ্য চেষ্ঠা করবো।"
কেশবপুরের সাগরদাঁড়িতে মহাকবি মাইকেল মধুসূদন দত্তের ২০০তম জন্মবার্ষিকী উপলক্ষে গত শনিবার সান্ধায় ৯দিন ব্যাপি মধুমেলার সমাপনী দিনে মধুমঞ্চে আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতাকালে গণপ্রজাতন্ত্রী বাংলাদশ সরকারের মাননীয় জনপ্রশাসন মন্ত্রণালয়ের মন্ত্রী ফরহাদ হোসেন এসব কথা বলেন।
যশোর জেলা প্রশাসক, মোহাম্মদ আবরাউল হাছান মজুমদার-এর সভাপতিত্ব এবং যশোর জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার সৈয়দা তামান্না হোরায়রা ও যশোর জেলা শিশু বিষয়ক কর্মকর্তা সাধন কুমার দাস-এর উপস্থাপনায় বিশেষ অতিথির বক্তৃতা করেন , যশোর-৬ মাননীয় জাতীয় সংসদ সদস্য মোঃ আজিজুল ইসলাম, যশোর বিপিএম (বার), পিপিএম পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার, যশোর জেলা পরিষদের চেয়ারম্যান সাইফুজ্জামান পিকুল, কেশবপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা কাজী রফিকুল ইসলাম, ডিসেমিনেশন অফ নিউ কারিকুলাম স্কিম, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের উপপরিচালক ড.কুদরত-ই-হুদা ও কেশবপুর আবু শারাফ সাদেক কারিগরি কলেজের প্রভাষক কানাইলাল ভট্টাচার্য। পাঁজিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) উজ্জ্বল ব্যানার্জী ও কেশবপুর উপজেলা শিশু বিষয়ক কর্মকর্তা বিমল কুমার কুণ্ডু-এর উপস্থাপনায় প্রথম পর্বের সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয় এবং তৃতীয় পর্বেের সাংস্কৃতিক অনুষ্ঠানে বিশেষ আকর্ষণ ছিল মাগুরা মিলন নাট্যগোষ্ঠীর কতৃক যাত্রাপালা 'আমি জেল থেকে বলছি'। মধুমেলার সমাপনী দিনে মানুষের ঢল অন্যদিনের চেয়ে একটু কম থাকলেও সাংস্কৃতি অনুষ্ঠান ছিল উৎসবের আমেজ। আনন্দে মুখরিত হয়ে ওঠে স্রোতা-দর্শকেরা। ইউ,এস,এ থেকে এসেছিলেন 'প্যাম' মধুমেলার আনন্দ উপভোগ করতে। আইন-শৃঙ্খলা বাহিনী ছিল অত্যন্ত তৎপর। ।
৩য় পর্বে যশোর জেলার অংশগ্রহণকারী সাংস্কৃতিক সংগঠনসমূহ অংশগ্রহণ করে। বিশেষ আকর্ষণ ছিল, যশোর যাত্রা ইউনিট কতৃক আয়োজিত যাত্রাপালা "মমতাময়ী মা"।
এমএসএম / এমএসএম
রৌমারীতে বন্ধ হয়নি শুল্ক স্থলবন্দরে চাঁদা আদায়
টাইফয়েড টিকাদান ক্যাম্পেইনে জেলায় প্রথম স্থান অর্জন রাণীনগর উপজেলা
ভূরুঙ্গামারীতে হানাদার মুক্ত দিবস পালিত
রায়গঞ্জে বন্ধু রক্ত দান সংগঠনের ২য় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
তানোরে সার ডিলার নিয়োগ ও বিতরণ নীতিমালা অনুমোদন
মেহেরপুর-১ আসনে এনসিপির মনোনয়ন জমা দিলেন ইঞ্জিনিয়ার সোহেল রানা
অবশেষে স্বস্তি—চলাচলযোগ্য হলো ঘাঘর-বাঁশবাড়ীয়া সড়ক
কোনাবাড়ীতে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো সিএনজি যাত্রীর
কুতুবদিয়ায়র কৈয়ারবিলে পুকুরে ডুবে দুই শিশুর করুণ মৃত্যু
শেরপুরের গারো পাহাড়ে অনুষ্ঠিত হলো ২১ কিলোমিটার হাফ ম্যারাথন
নেত্রকোনা-৪ বিএনপি'র মনোনীত প্রার্থী লুৎফুরজ্জামান বাবরকে গণসংবর্ধনা
চাহিদা বেড়েছে লেপ-তোশকের,ব্যস্ততায় কারিগররা