ঢাকা শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫

চাহিদা বেড়েছে লেপ-তোশকের,ব্যস্ততায় কারিগররা


মোহনগঞ্জ (নেত্রকোণা) প্রতিনিধি photo মোহনগঞ্জ (নেত্রকোণা) প্রতিনিধি
প্রকাশিত: ১৫-১১-২০২৫ দুপুর ১:২৮

প্রকৃতিতে এখন শীতের হিমেল বাতাস বইতে শুরু করেছে। শীতের আগমনী বার্তা প্রকৃতিতে আসার  শুরুতেই বুননকারীদের তুলা ছাঁটাই ও লেপ-তোশক,জাজিম তৈরির কাজে বেড়েছে কর্মচাঞ্চল্য।

 নেত্রকোণার মোহনগঞ্জে দিন-রাত সুঁই সুতা আর ফিটিংয়ে লেপ-তোশক তৈরিতে ব্যস্ত সময় পার করছেন কারিগররা। শীত যতই ঘনিয়ে আসছে ততই বেড়েছে লেপ-তোশকের কদর। সেই সঙ্গে বেড়েছে কারিগরদের কদরও। আগাম প্রস্তুতি নিতে লেপ-তোশক বানাতে ক্রেতারাও ভিড় করছেন দোকানগুলোতে। অনেকে পুরোনো লেপ ভেঙে তৈরি করে নিচ্ছে লেপ-তোশক জাজিম বালিশ।

পৌরশহরের তুলাপট্টির ও শহীদ এফএম রহমান রোড এলাকায় দেখা যায়, লেপ-তোশকের সব দোকানে কারিগরদের ব্যস্ততা। দোকানিরাও পর্যায়ক্রমে অর্ডার নিচ্ছেন।

গভীর রাত ও ভোরে কিছুটা শীত অনুভূত হচ্ছে, ফলে সবাই যার যার সাধ্যমতো শীত মোকাবেলার প্রস্তুতি নিচ্ছেন। শীতে কাতর লোকজন রাতের বিছানায় কাঁথা বা কম্বল টেনে নিচ্ছেন।

শনিবার (১৫ নভেম্বর) সকালে  সরেজমিনে জানা গেছে, বাজারে প্রতি কেজি শিমুল তুলা ৫০০ টাকা ও বিচি ছাড়া শিমুল তুলার কেজি ৭০০ টাকা, বিক্রি হচ্ছে। এসব তুলায় বালিশ তৈরি করেন সমাজের ধনী লোকেরা। আর গার্মেন্টস তুলায় বালিশ, লেপ ও তোমক বানিয়ে নেন মধ্যবিত্ত ও গ্রামের গরিব মানুষেরা। তবুও বর্তমানে ৪ হাত প্রস্থ ও ৫ হাত দৈর্ঘ্যের লেপ তৈরি করতে ১,০০০ থেকে ২৪০০ টাকা খরচ হচ্ছে, যা গত শীত মৌসুমের চেয়ে ১৫০-২০০ টাকা বেশি।

বাজারে কার্পাস তুলা প্রতি কেজি ৩০০ টাকা, কালো হুল ৫০ থেকে ৬০ টাকা, কালো রাবিশ তুলা (বাংলা) ৩০ থেকে ৪০ টাকা, সাদা সুপার তুলা ৮০ থেকে ১০০ টাকা দরে বিক্রি হচ্ছে। মাইলোড়া এলকার বাসিন্দা আলতু মিয়া জানান, বাজারে প্রতিটি জিনিসের দাম বাড়ার সঙ্গে সঙ্গে এবার লেপ-তোশক তৈরির খরচও বেড়েছে। তাই পুরোনো লেপ খুলে নতুন করে তৈরি করার জন্য দোকানে নিয়ে এসেছি। তুলার খরচ বাদ দিয়ে কাপড় ও মজুরি বাবদ ১১০০ টাকায় বানাতে হচ্ছে দোকানীদের।

 মোহনগঞ্জ শহরের রিকশাচালক মাহাবুবুর রহমান জানান, বর্তমান মৌসুমে বেশি শীত হতে পারে, তাই আগে থেকেই তৈরি লেপ দোকানে এসে কিনে নিলাম।

লেপ-তোশক কিনতে আসা মো. সুরুজ আলী জানান, শীতের শুরুতেই ক্রেতাদের ভিড় বেড়েছে। গতবারের তুলনায় এবারে ক্রেতা তুলনামূলক বেশি।

তিনি আরও বলেন, "আকার অনুযায়ী লেপ-তোশক তৈরিতে ১২০০ টাকা থেকে ১৩০০ টাকা পর্যন্ত খরচ হচ্ছে। একটি লেপ তৈরি করতে মজুরি ২০০ টাকা, তোশক ২৫০ টাকা, বালিশ প্রতিটি ১০০ টাকা এবং জাজিম তৈরিতে ১০০ টাকা হারে মজুরি নেওয়া হচ্ছে। এই মজুরির হার অন্য সময়ের তুলনায় কিছুটা বেশি।"

লেপ-তোশক ব্যবসায়ী মো. রাজন মিয়া বলেন, পুরানো লেপ-তোশক মেরামতের পাশাপাশি নতুন বেশকিছু লেপ-তোশকের অর্ডার পেয়েছি। এখন তুলা পিটিয়ে তা রং-বেরঙের কাপড় দিয়ে লেপ-তোশকের কাভারে মুড়িয়ে সুই-সুতার ফোঁড় তুলতেই ব্যস্ত সময় পার করছি। এক একটি লেপ-তোশক তৈরি করে আমাদের সর্বোচ্চ ১৫০ থেকে ২০০ টাকা লাভ হয়। চাইলে ১-২ দিনেই অর্ডার অনুযায়ী লেপ-তোশক ডেলিভারি দিতে পারি। তবে চাহিদা সামাল দিতে আমরা আগে থেকেই লেপ-তোশক বানিয়ে মজুদ রাখি।

দোকানদার ও কারিগর মো. সোহেল মিয়া জানান,শীত বাড়ার সঙ্গে সঙ্গে লেপের চাহিদা কিছুটা বেড়েছে। তবে আগের মতো বেচাকেনা নাই। তবে আমি আশাবাদী সামনের দিনগুলোতে বেচাকেনা বাড়বে।

মোহনগঞ্জ উপজেলার হাতনী গ্রামের মাজদারের স্ত্রী রেহেনা খাতুন বলেন, "আমরা গরিব মানুষ, কম্বলের যে দাম সেটা কিনার সামর্থ্য নাই। এজন্য অল্প টাকা দিয়ে লেপ বানিয়ে নিচ্ছি।"

এমএসএম / এমএসএম

শার্শায় ১৫ বাঁওড় দখল কর্মহীন ১ লাখ জেলে

ঠাকুরগাঁওয়ে বিশ্ব ডায়াবেটিক দিবস

কাউনিয়ায় চলন্ত বাসে ওঠার চেষ্টা, পড়ে গিয়ে প্রাণ গেল তাজেলের

পিরোজপুরে চলাচলের পথ বন্ধ: চার গ্রামের হাজারো মানুষের চরম ভোগান্তি

মৌলভীবাজারের একাধিক আসনে মনোনয়ন নিয়ে টানাপোড়েন: বিপাকে পড়তে পারেন বিএনপি প্রার্থীরা

বর্ণাঢ্য বিদায় সংবর্ধনায় সিক্ত মোল্লা আজাদ মেমোরিয়াল সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাহবুবুল হক দুলু

নেত্রকোণার কেন্দুয়ায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

পাঁচবিবির আওলাই ইউনিয়ন বিএনপি নেতাদের সাথে রানা প্রধানের মতবিনিময় সভা

পিরোজপুরে জুলাই স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ

হাতিয়ায় প্রকৌশলী দিদারুল ইসলাম ট্রাস্ট বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

তারেক রহমানের ‘রাষ্ট্র মেরামতের ৩১ দফা’ বার্তা ঘরে ঘরে পৌঁছে দিচ্ছেন চন্দনাইশের এডভোকেট নাজিম উদ্দিন চৌধুরী

বারহাট্টায় ফ্রি আই ও মেডিক্যাল ক্যাম্প উদ্বোধন অনুষ্ঠানে ফেব্রুয়ারীর ভোটে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান

সারা দেশের প্রাথমিকে চালু হলো মিড ডে মিল