ঢাকা বৃহষ্পতিবার, ২২ জানুয়ারী, ২০২৬

জগন্নাথপুরে শাহ আব্দুল হান্নান স্মৃতি ফাউন্ডেশনের উদ্যোগে ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা সম্পন্ন


আমিনুর রহমান জিলু photo আমিনুর রহমান জিলু
প্রকাশিত: ৯-২-২০২৪ দুপুর ২:৩৫

জগন্নাথপুরে শাহ আব্দুল হান্নান স্মৃতি ফাউন্ডেশন-এর উদ্যোগে ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। জগন্নাথপুর পৌর শহরের হবিবপুর শাহ বাড়ীর  বাসিন্দা যুক্তরাজ্য প্রবাসী শিক্ষানুরাগী মো: রুয়েলুল হক রুয়েল এবং তার ভাইদের অর্থায়নে তাদের পিতা মরহুম শাহ আব্দুল হান্নানের নামে ২০২২ সালে প্রতিষ্টা করেন শাহ আব্দুল হান্নান স্মৃতি ফাউন্ডেশন। প্রতিষ্টার পর থেকে ফাউন্ডেশনটি এলাকার শিক্ষা, স্বাস্থ্য ও সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ন অবদান রাখছে। এরই ধারাবাহিকতায় গত বৃহস্পতিবার হবিবপুর কেশবপুর ফাযিল মাদ্রাসা প্রাঙ্গনে ফাউন্ডেশনের উদ্যোগে ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান কেরাত, হামদ ও নাত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠানে কেরাত, হামদ ও নাত প্রতিযোগিতায় জগন্নাথপুর উপজেলার বিভিন্ন মাদ্রাসার ১২০ জন শিক্ষার্থী অংশ গ্রহণ নেয়। পুরস্কার বিতরণ পূর্ব আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ধর্ম মন্ত্রণালয় এর ধর্ম বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আল্লামা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলী এমপি।
হবিবপুর এলাকার বিশিষ্ট মুরব্বী শিক্ষাবিদ আলহাজ্ব নজরুল ইসলাম হীরার সভাপতিত্বে ও হবিবপুর কেশবপুর ফাযিল মাদ্রাসার শিক্ষক মাওলানা এটিএম সাকের-এর পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন হবিবপুর কেশবপুর ফাযিল মাদ্রাসার অধ্যক্ষ ও শাহ আব্দুল হান্নান স্মৃতি ফাউন্ডেশন”র সদস্য সচিব মাওলানা মোঃ আব্দুল হাকীম। সভায় বক্তারা শাহ আব্দুল হান্নান স্মৃতি ফাউন্ডেশন কর্তৃক ২য় বারের মতো ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করায় এর প্রতিষ্ঠাতা যুক্তরাজ্য প্রবাসী মো: রুয়েলুল হক রুয়েল সহ সংশ্লিষ্ট সবাইকে অভিনন্দন জানান।
এসময় হবিবপুর কেশবপুর ফাযিল মাদ্রাসা গভর্নিং বডির সভাপতি আবিবুল বারী আয়হান, সহ- সভাপতি মোহাম্মদ শিহাব উদ্দিন চৌধুরী রেহান, সদস্য রাসেল রহমান, সদস্য জিল্লুর রহমান, সদস্য মাশ্বাদুল হক চৌধুরী, শাহ আব্দুল হান্নান স্মৃতি ফাউন্ডেশনের যুগ্ম আহবায়ক হাজি শাহ মুক্তার আলী, মুফতি মাওলানা গিয়াস উদ্দিন, প্রভাষক আব্দুল করিম ফারুকী,  যুক্তরাজ্য প্রবাসী  আকিকুর রহমান, এম এ কাদির, অধ্যক্ষ তাজুল ইসলাম আলফাজ, মো: ফিরোজ মিয়া, মো: দিলু মিয়া সহ মাদরাসার শিক্ষক, শিক্ষার্থী ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
প্রতিযোগিতায় বিজয়ী ১৮ জন শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ ও সনদ প্রদান করেন আল্লামা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলী এমপি। এছাড়াও প্রতিযোগিতায় দায়িত্ব পালনকারী বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষকদের সম্মানী প্রদান করা হয়।
অনুষ্টানে শাহ আব্দুল হান্নান স্মৃতি ফাউন্ডেশনের পক্ষ থেকে প্রধান অতিথিসহ আমন্ত্রিত অতিথিদের সম্মাননা স্মারক ক্রেষ্ঠ প্রদান করা হয়।
এদিকে হবিবপুর কেশবপুর ফাজিল মাদরাসার উন্নয়নে শাহ আব্দুল হান্নান স্মৃতি ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা শাহ মো: রুয়েলুল হক ৬ লক্ষ টাকা, যুক্তরাজ্য প্রবাসী আকিকুর রহমান আকমান ৬ লক্ষ টাকা ও এম এ কাদির এমএসসি, পিজিসি ইউকে ১ লক্ষ টাকা অনুদান প্রদান করেন।  ইসলামী সাংস্কৃতিক সন্ধ্যায় রিসালাহ শিল্পীরা ইসলামী গজল পরিবেশন করেন। মাদরাসার ডিজিটাল হাজিরার উদ্বোধন করেন ধর্ম মন্ত্রণালয় এর ধর্ম বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হযরত আল্লামা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলী এমপি। পরে মরহুম শাহ আব্দুল হান্নানের রুহের মাগফেরাত ও বিশ্ববাসীর মঙ্গল কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করেন আল্লামা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলী এমপি। 

এমএসএম / এমএসএম

বোরো আবাদে স্বপ্ন বুনছেন বারহাট্টার কৃষকরা

তারাগঞ্জে রাসায়নিক সারের কৃত্রিম সংকট সৃষ্টির দায়ে ৩০ হাজার টাকা জরিমানা

রামুতে ডাকাতির প্রস্তুতিকালে বিপুল অস্ত্রসহ ২ ডাকাত গ্রেফতার

সাভা‌রে গার্মেন্টস শ্রমিক‌দের ৬ দফা দাবী‌তে শ্রমিক নেতা‌দের সংবাদ স‌ম্মেলন

আত্রাইয়ে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

শিবচরে প্রস্তুত হচ্ছে বর্জ্য ব্যবস্থপনা ইউনিট, তৈরি হবে জৈব সার

কুমিল্লায় তারেক রহমান আগমন উপলক্ষে সমাবেশ মাঠ পরিদর্শন

রাজস্থলীতে জলবায়ুজনিত স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় প্রতিরোধ সচেতনতামূলক সভা

চাঁদপুরের পাঁচটি আসনের প্রার্থীদের মাঝে প্রতিক বরাদ্দ

রাজশাহী-১ আসনে লড়াই হবে বিএনপি জামায়াতের

টাঙ্গাইলে ৮ আসনে এমপি প্রার্থী ৪৬ জন

শান্তিগঞ্জে ইরা’র উদ্যোগে স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ক প্রকল্প অবহিত করণ কর্মশালা

এনডাব্লিউইউতে কর্মচারীদের দক্ষতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত