ঢাকা শনিবার, ৩১ জানুয়ারী, ২০২৬

মিরপুরে অবৈধ লেগুনা পরিচালনাকারী কে এই অপু


মনিরুজ্জামান মনির photo মনিরুজ্জামান মনির
প্রকাশিত: ৩-৩-২০২৪ দুপুর ১১:১৯

মিরপুরে অবৈধ লেগুনা পরিবহন পরিচালনাকারী ও লেগুনা মালিক সমিতির সভাপতি, ইতিপূর্বে র‌্যাব এর হাতে গ্রেফতার-সহ, একাধিক মামলার আসামি’কে এই মনিরুল ইসলাম, ওরফে অপু। অবৈধ যানবাহন লেগুনা চলাচল সম্পর্কে ডিএমপির সুনির্দিষ্ট নীতিমালা থাকলেও ২০ বছর ধরে মিরপুরে লেগুনা থেকে চাঁদাবাজি করে কোটি টাকার মালিক অপু সম্পর্কে পাওয়া গেছে বিস্তর অভিযোগ।

বিগত ২০২২সালের ১০ অক্টোবর  উপ-পুলিশ কমিশনার ট্রাফিক মিরপুর বিভাগে অপু একটি লিখিত আবেদন করে, সেখানে দেখা যায় মিরপুর ১ থেকে দুয়ারীপাড়া পর্যন্ত লেগুনা চালু করন আবেদনে রুট নম্বর ২৬ উল্লেখ করে আবেদন করা হয়েছে, এতে তিন বছর যাবত নিয়মিতভাবে সরকারি আইন কানুন মেনে চলাচল করার কথা উল্লেখ করা হয়েছে, এ বিষয়ে মিরপুর বিআরটিএ অফিসে যোগাযোগ করা হলে, রুট নম্বর ২৬ বলে কোন কিছু নাই বলে জানানো হয়।

ডিএমপির সকল কর্মকর্তারা অবৈধ লেগুনার কোন বৈধতা নেই স্বীকার করলেও কোন এক অদৃশ্য শক্তির কারণে প্রশাসনের কিছু অসাধু কর্মকর্তার সহযোগিতায়, সে নিয়মিত চাঁদাবাজি করে যাচ্ছে।

স্থানীয় এলাকাবাসী ও  রাজনৈতিক নেতারা বলেন, কিছুদিন আগে অপু একটি ইউনিটের সাধারণ সম্পাদক হিসাবে দায়িত্ব পায়, কিন্তু সে বরাবরই স্থানীয় এমপিদের আত্মীয়-স্বজন এবং আপনজন পরিচয় দিয়ে চলে, সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা আগা খান মিন্টু এমপি থাকাকালীন বিভিন্ন জায়গায় তাকে চাচা পরিচয় দিয়ে চলতো, গত জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল ঢাকা-১৪ আসনের এমপি হওয়ার পরে এই অপু বিভিন্ন জায়গায় তার এপিএস টু পরিচয় দিয়ে চলে বলে জানা যায়। একাধিক সূত্র জানান, মিরপুর এক নম্বর থেকে ছয়টি ব্যানারে অবৈধ লেগুনা চলে, তিনজন ট্রাফিক ইন্সপেক্টর (এডমিন)সহ মোট ৬ থেকে ৭ জন, ব্যানার প্রতি ৫ থেকে ৩০ হাজার টাকা পর্যন্ত মাসিক চাঁদা নেয়। একই সাথে দারুস সালাম থানা এবং রূপনগর থানা কেও নিয়মিত মাসিক মোটা অংকের টাকা চাঁদা দিয়ে লেগুনাগুলো চলে বলেও তারা জানান। গ্রীন মিনি নামীয় ব্যানারের স্বত্বাধিকারী  মো. শফিউল আলম টিটু বলেন, অপু একজন চিহ্নিত চাঁদাবাজ, ও সন্ত্রাসী। আমার উপরে সে একাধিকবার হামলা চালিয়েছে, যার জন্য আমি থানায় সাধারণ ডায়েরি করেছিলাম, যেটা পরবর্তীতে কোর্ট পর্যন্ত গড়ায়, এবং সেটা এখনো কোর্টের বিচারাধীন আছে। মিরপুর মডেল থানায় যার জিডি নম্বর ২২৫৯ তারিখ ২৮/২/২১, নন-জিআর মামলা নম্বর ৩৮৬/২১।

এছাড়া গত ১৭/৮/২২ তারিখ রাত প্রায় ৯ ঘটিকায় মিরপুর মডেল থানার পাশে অবস্থিত পুলিশ ক্যাফের সামনে হুমকি প্রদর্শন করায় সাধারণ ডায়েরি করা হয়, যার (জিডি নম্বর-১৫৮১) তারিখ ১৮/৮/২০২২। অবৈধ লেগুনা সম্পর্কিত দুই’টি নিউজ ইতিপূর্বে প্রকাশিত হয়েছে, প্রথম নিউজে মিরপুর জোনের উপকমিশনার (ডিসি ট্রাফিক) এর সাক্ষাৎকার-সহ প্রকাশিত হয়েছিল, নিউজ প্রকাশিত হওয়ার পরে এদিন লোক দেখানো কিছু অভিযান পরিচালিত হতে দেখা যায়। পরবর্তীতে আবার একই অবস্থায় ফিরে যায়। এদিকে চাঁদাবাজ অপু মন্তব্য করেন সাংবাদিকরা তাকে কিছু করতে পারবেনা কারণ স্থানীয় পুলিশের সাথে তার সখ্যতা দৃঢ় ও গাঢ়। প্রশাসনের সহযোগিতা নিয়ে লেগুনা চালানো প্রসঙ্গে যুগ্ম-কমিশনার (মহানগর উত্তর) এর সরকারি নম্বরে একাধিকবার যোগাযোগ করা হলে তিনি ফোন না ধরায় তার বক্তব্য নেওয়ার সম্ভব হয়নি।

এমএসএম / এমএসএম

ড্রাইভার কনস্টেবল মো. সোহাগ হোসেনকে নিটোরে দেখতে গেলেন অতিরিক্ত আইজিপি মো. রেজাউল করিম

বিশ্ব রেকর্ড গড়ল বাংলাদেশের পোশাক কারখানা: LEED Platinum-এ ১১০-এর মধ্যে ১০৮ স্কোর অর্জন HAMS Garments Ltd.-এর

বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটের পরিচালনা পর্ষদের এক বছর পূর্তি উদযাপন

রাজধানীর সায়েদাবাদে সেনাবাহিনীর বিশেষ অভিযান: অস্ত্র, মাদক ও বিপুল অর্থসহ ৬ জন আটক

এলজিইডির প্রধান প্রকৌশলকে সকালের সময় পরিবারের পক্ষ থেকে অভিনন্দন

‎নকশার বহির্ভূত ব্যক্তিগত জমিতে অবৈধ সড়ক নির্মাণের অভিযোগে তুরাগে মানববন্ধন, আদালতে মামলা

শিশু রোগীদের খোঁজখবর নিলেন মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার

উত্তরায় চালু হলো আধুনিক ‘কাজী ড্রাইভিং ট্রেনিং স্কুল

লালবাগে মৃত্যুর মুখে শত শত মানুষ: হেলে পড়া ভবনেও 'নিস্পৃহ' রাজউক!

গেন্ডারিয়ায় রাজউকের উচ্ছেদ অভিযান: নকশাবহির্ভূত অংশ ভাঙা, জরিমানা ও মিটার জব্দ

‎তুরাগে অবৈধ সড়ক নির্মাণের অভিযোগ, ন্যায়বিচারের দাবিতে আদালতে মামলা

বাংলাদেশ কমার্স ব্যাংকের দৃশ্যমান নিয়ন্ত্রণ নিয়েছেন চেয়ারম্যান মোহাম্মদ আতাউর রহমান

৮০০ কোটি টাকার জমি ৪০০ কোটিতে বিক্রির ছক : স্বার্থান্বেষী চক্রের বিরুদ্ধে গুরুতর অভিযোগ