রাজধানীর নিউমার্কেটে বেদখল ফুটপাত অপসারণ করতে গিয়ে ২৯ টি গ্যাস সিলিন্ডার অপসারণ, আটক ১৫

সম্প্রতি রাজধানীর বেইলি রোডের গ্রিন কোজি কটেজ নামের ভবনটির রেস্টুরেন্টে আগুন লেগে ৪৬ জন মারা যাওয়ার পর রোববার থেকে রাজধানীজুড়ে রেস্তোরাঁ গুলোতে অভিযান শুরু করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) ।
এরই ধারাবাহিকতায় রাজধানীর নিউমার্কেট এলাকার ফুটপাতের ভাসমান দোকান নিয়ন্ত্রণ অভিযানে নামেন নিউ
মার্কেট থানার ওসির নেতৃত্বে এক বিশেষ টিম। যেখানেই অনিয়ম, অব্যবস্থাপনার দেখা সেখানেই সতর্ক করা বা আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
বিশেষ এই অভিযানে নিউমার্কেট
এলাকা হতে প্রায় অর্ধশতাধিক ভাসমান দোকান উচ্ছেদ করা হয়, অপসারণ করা হয় রাস্তায় রেখে দেয়া মালামাল এবং একইসাথে অনিয়ম ও অব্যবস্থাপনার অভিযোগে ১৫ জনকে আটক করেছে নিউমার্কেট থানা পুলিশ।
সরেজমিনে গিয়ে দেখা যায়, ফুটপাত সহ চলাচলের রাস্তা দখল করে বসানো হয়েছে সারি সারি হাজারো দোকান। এরই মাঝেই একটু পরপর উন্মুক্তভাবে জ্বলছে সিলিন্ডার গ্যাস চালিত চুলা। পাশেই রাখা রয়েছে গ্যাস সিলিন্ডারটি। আবার সড়কের পাশের বিভিন্ন রেস্টুরেন্টের গ্যাস সিলিন্ডারগুলোও বসানো হয়েছে ফুটপাতের ওপরে। সবমিলিয়ে এ যেন এক ভয়ংকর মৃত্যুকূপ
রাজধানীর নিউমার্কেট এরিয়া ও এলিফ্যান্ট রোড ঘুরে এমনই সব চিত্র উঠে আসে দৈনিক সকালের সময়ের ক্যামেরায়। যেখানে প্রতিদিন আসে হাজারো মানুষ যার একটু অসাবধানতায় ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা।
এই বিষয়টি বিবেচনায় নিয়ে রোববার (৩ মার্চ) সন্ধ্যা থেকেই নিউমার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার নেতৃত্বে সেখানে শুরু হয় এক বিশেষ উচ্ছেদ অভিযান।এ সময় সরিয়ে দেওয়া হয় ফুটপাতের ওপর থাকা অবৈধ সব দোকান-পাট। অপসারণ করা হয় ২৯টি গ্যাস সিলিন্ডার, আটক করা হয় ১৫ জনকে যাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
নিউমার্কেট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম দৈনিক সকালের সময়কে বলেন, ফুটপাত, মার্কেটের রাস্তা কিংবা সরুপথে অবৈধভাবে দোকান বসিয়ে যারা বিভিন্ন ভাজাপোড়া তৈরি করছে তাদের বিরুদ্ধে আমরা অভিযান পরিচালনা করছি। কেননা এই এলাকাটি অত্যন্ত জনবহুল এবং জনগুরুত্বপূর্ণ এরিয়া যেখানে প্রতিদিন অসংখ্য মানুষ বিভিন্ন কাজে আসেন। তাদের নিরাপত্তার স্বার্থে এই অভিযান পরিচালনা করা হচ্ছে।
এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে জানিয়ে তিনি বলেন, আইন মোতাবেক আমরা এখানে কাজ করছি। অভিযানে মানুষের চলাচলের রাস্তায় প্রতিবন্ধকতা তৈরি করছে এমন ১৫ জনকে আমরা আটক করেছি এবং সড়কের মালামাল অপসারণ করেছি। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। একইসঙ্গে সাধারণ মানুষের নিরাপত্তার স্বার্থে ঝুঁকিমুক্ত পরিবেশ বজায় রাখতে সতর্কতামূলক স্বরুপ জনসাধারণকে সচেতন হতে অনুরোধ জানানো হচ্ছে।
উক্ত অভিযানে অংশ নেন নিউমার্কেট থানার পরিদর্শক (তদন্ত) খন্দকার জালাল উদ্দীন মাহমুদ, উপপরিদর্শক মো. সাজিব মিয়া, মো. সবুজ মিয়া, মো. রায়হান উদ্দিন, ছবির উদ্দিন শিকদার, তারেক হাসান, মফিজুল ইসলাম, আরব আলী এবং কামাল উদ্দীন মুন্সি সহ প্রমুখ।
এমএসএম / এমএসএম

ওয়ারিতে রাজউকের উচ্ছেদ অভিযান, অবৈধ নির্মাণাধীন ভবনে উচ্ছেদ ও মিটার জব্দ

ইসলামী আন্দোলনের এমপি প্রার্থী ঢাকা-১১ আসনে ফজলে বারী মাসউদ ও ঢাকা-১৮ আসনে আনোয়ার হোসেন

জাতীয় সাংবাদিক সংস্থার আয়োজনে “সাংবাদিক সুরক্ষা আইন” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

মামলায় নাম জড়িয়ে ব্যবসায়ী আকবর’কে হয়রানি,প্রশাসনীক চার দপ্তরে লিখিত অভিযোগ

গুলশান-বনানীতে মার্ডারের পরও থেমে নেই স্পা ও বিভিন্ন লাউঞ্জের নামে অবাধ অপরাধচক্র

ব্যবসায়ী রাজু’কে উদ্দ্যোশ্য প্রণোদিত মামলা, ডিএমপি কমিশনার কার্যালয়ে অভিযোগ

তরুণ সাংবাদিক ইসমাইল হোসেন: সংবাদ পেশা থেকে মানবসেবার অগ্রদূত

জনগণ যেদিকে চায় বিএনপি সেদিকে থাকবে: মোস্তফা জামান

শ্রমিকের অধিকার পূরণ না করে নতুন বাংলাদেশের যাত্রা হবে না-জোনায়েদ সাকি

ডেমরা রাজস্ব সার্কেল সহকারী কমিশনার (ভুমি) জাকির হোসেনের দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে ভুমি মন্ত্রণালয়ে অভিযোগ

শূন্য থেকে শুরু করা শাকিব এখন সফল মার্কেটিং উদ্যোক্তা

ইউনুস সরকারকে উৎখাতে কাফনের কাপড় পরে আন্দোলকারীদের অবৈধ সম্পদের সন্ধানে গোয়েন্দারা
