ঢাকা বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫

ফলোআপ

মোহাম্মদপুর চাঞ্চল্যকর চুরির ঘটনায় স্বর্ণালংকার উদ্ধার, গ্রেফতার ২


নিজাম উদ্দিন photo নিজাম উদ্দিন
প্রকাশিত: ১০-৩-২০২৪ দুপুর ১:৫

বৃদ্ধ বাবার সেবা করার জন্য কাজে লোক রেখে ছিল সেই লোকেই চুরি করে নিলো বিপুল পরিমাণ স্বর্ণালংকার ও নগদ দেশি-বিদেশি মুদ্রা। ঘটনাটি ঘটে ছিলো মোহাম্মদপুর খিলজী রোডে এক চাকুরিজীবীর বাসায়। গতমাসে ৭ ফেব্রুয়ারী চুরির ঘটনা ঘটলে ১১ ফেব্রুয়ারী মোহাম্মদপুর থানায় একটি  চুরির মামলা হলে ১৪ ফেব্রুয়ারী চুরি হওয়া নগদ অর্থ ও স্বর্ণালংকার উদ্ধার করে মোহাম্মদপুর থানা পুলিশ। 

চুরির ঘটনায় মোহাম্মদপুর থানার (ওসি তদন্ত) তোফাজ্জল হোসেনের নেতৃত্বে একটি চৌকস টিম তদন্তে নামেন এবং কয়েকদিনের মধ্যেই উদ্ধার করা হয় স্বর্ণালংকার ও চুরি হওয়া নগদ দেশি-বিদেশি অর্থ। গ্রেফতার করা হয় মামলার আসামি রাকিবুল ওরফে গাজী রাকিবকে ওই চুরির স্বর্ণালংকার ও টাকা রেখেছিল তার স্ত্রীর কাছে । এই ঘটনায় রাকিবুলের স্ত্রীকে মামলার আসামি করা হয় এবং তাঁকেও গ্রেফতার করে মোহাম্মদপুর পুলিশ। 

এই মামলাটি পরিচালনা করেন  উপ পরিদর্শন (এসআই) চয়ন সাহা। তিনি বলেন, চুরি হওয়ার ঘটনাটি (ওসি তদন্ত) স্যার আমাকে দায়িত্ব দেয় পরবর্তীতে তথ্যপ্রযুক্তীর সহয়তায় ঘটনার কয়েকদিনের মধ্যে রহস্য উদ্ঘাটন করে রাজধানীর ভাটারা থানার ১০০ ফিট এলকায় মামলার বাদীকে সঙ্গে নিয়ে অভিযান চালিয়ে খোয়া যাওয়া স্বর্ণালংকার ও নগদ অর্থ উদ্ধার করি।

এর আগে মামলার আসামি রাকিবুল ওরফে গাজী রাকিব তার বান্ধবীকে ভাটারা এলাকায় একটি বিউটিপার্লারে সাজগোছ করাবে বলে জানতে পারে তদন্ত কর্মকর্তা। সেদিন ছিল ভালবাসা দিবস, এই সুযোগটা কাজে লাগিয়ে তদন্ত কর্মকর্তা আগেই বিউটিপার্লারে অবস্থান নেন এবং আসামির বান্ধবীকে আটক করলে কৌশলে আসামিকেও আটক করা হয়। উদ্ধার করা হয় স্বর্ণালংকার ও নগদ অর্থ। 

মামলায় যা উল্লেখ করেছিলেন ভুক্তভোগী তাসনিমুর রাহমান। তিনি বলেন,আমি এবং আমার স্ত্রী দুজনেই চাকুরি করি। আমার বাবা মো: আব্দুল বাতেন খান (৮৪) গত তিন বছর যাবৎ অসুস্থ্য হয়ে বিছানায় পড়ে থাকায় তাকে দেখাশুনা করার জন্য ফ্রেন্ডস ইন্ট্যারন্যাশনাল নামক কেয়ার গিভার এজেন্সি থেকে লোক ভাড়া নিয়ে বাবার সেবা করাতে চাইলে গত মাসের ফেব্রুয়ারীতে বাবাকে সেবা করার জন্য ফ্রেন্ডস ইন্ট্যারন্যাশনাল নামক কেয়ার গিভার এজেন্সি থেকে মোঃ রাকিবুল গাজী ওরফে  রাকিব (২৮) নামে ওই ব্যক্তিকে আমার বাসায় দেয়। আমার বাসায় আসার পর অন্য কাজের লোকদের থেকে বেশি মনোযোগ দিয়ে কাজ করতে থাকে। আমি এবং আমার স্ত্রী অফিসে গেলে উক্ত অভিযুক্ত ব্যক্তি এবং আমার অসুস্থ্য বাবা বাসায় থাকে।

এমতাবস্থায় ৭ ফেব্রুয়ারী আমি এবং আমার স্ত্রী সকাল অনুমান ০৭:৩০ মিনিটে অফিসে গেলে বেলা ১২ টায় বাবার খোঁজ নিতে রাকিবকে ফোন দিলে ফোন রিসিভ করছেনা পরবর্তীতে বাসার মোবাইল নাম্বারে ফোন দিলে,বাসার অন্য গৃহকর্মী জানায় অভিযুক্ত ব্যক্তি (রাকিব) বাসায় নাই। এমন কথা শুনে অফিস থেকে বাসায় এসে দেখি রাকিবের ব্যবহারিক সব কিছু থাকলেও তিনি নাই এবং ফোনও রিসিভ করছেনা।পরবর্তীতে বিষয়টি বিষয়টি ফ্রেন্ডস ইন্ট্যারন্যাশনাল নামক কেয়ার গিভার এজেন্সি কর্তৃপক্ষকে জানাই। তারাও তেমন কোনো ব্যবস্থা নিতে পারছিলেন না।এরপর মোহাম্মদপুর থানা মামলা করি।

ভুক্তভোগীর বাসার লকারে থাকা যেসব জিনিস চুরি হয় এর মধ্যে স্বর্ণের তৈরী গলার হার ০৮টি, ওজন ২৮ ভরি, ০৪টি চেইন, ওজন ০২ ভরি, কানের দুল ১১ জোড়া, ওজন ১৮। ভরি, আংটি ০৫টি, ওজন ০১ ভরি, মানতাশা ০৩টি, ওজন ৫ ভরি, চুড়ি ১২টি, ওজন ১০ ভরি, টিকলি ০২টি, ওজন ৩১ ভরি, ব্রেসলেট ০১টি, ওজন ০১ ভরি, টানা সহ নাকের নখ ০১টি, ওজন ০১ ভরি, মোট ৬৬ ভরি স্বর্ণালংকার, মূল্য ৫০,০০,০০০/-(পঞ্চাশ লক্ষ) টাকা, ডায়মন্ডের রিং ০১টি, মূল্য ৫০,০০০/-টাকা, আমেরিকান ডলার ১৯০০, খাইবাথ ২২৫০, বাংলাদেশী নগদ ৬৫,০০০/- টাকা নাই। বিবাদী ইং ০৭/০২/২০২৪ তারিখ সকাল অনুমান ০৭:৩০ ঘটিকার পর হতে বেলা অনুমান ১২:৩০ ঘটিকার মধ্যে যেকোন সময় কৌশলে আমার বাসার বেড রুমের কেবিনের দরজা খুলে ভিরতে থাকা লকারের চাবি দিয়ে। লকার খুলে উল্লেখিত স্বর্ণালংকার, ডায়মন্ডের আংটি, আমেরিকান ডলার, খাইবাথ এবং বাংলাদেশী, নগদ টাকা। চুরি করে নিয়ে পালিয়ে যায়। থানায় মামলা হলে খোয়া যাওয়া স্বর্ণালংকার ও দেশি-বিদেশি নগদ অর্থ উদ্ধার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ। 

মোহাম্মদপুর থানার (ওসি তদন্ত) তোফাজ্জল হোসেন বলেন, এই চুরির মামলাটি একটি চাঞ্চল্যকর ঘটনা ছিল, কারণ বিপুল পরিমাণ স্বর্ণালংকার ও বিদেশি মুদ্রা খোয়া যায় ভুক্তভোগী পরিবারটির। আমরাও কয়েকটি চৌকস পুলিশ সদস্য কে ঘটনা উদঘাটন করতে দায়িত্ব দিলে মামলার তদন্ত কর্মকর্তা এসআই চয়ন সাহা অল্প সময়ের মধ্যে চোরকে, সনাক্ত করে আইনের আওতায় আনতে পেরেছে। একটি ভুক্তভোগী পরিবারের পাশে থেকে সহযোগিতা করাই হচ্ছে পুলিশের দায়িত্ব।
তাই আমরা সবসময় চেষ্টা করি কেউ ভুক্তভোগী হলে তার পাসে থেকে সহযোগিতা করা।

এমএসএম / এমএসএম

তিতাস গ্যাস জাতীয়তাবাদী শ্রমিক কর্মচারী ইউনিয়ন সিবিএ এর অভিষেক ও শপথ অনুষ্ঠান

জাইকার সহায়তায় রাজউক কর্তৃক বাস্তবায়নাধীন TOD প্রকল্পের ৪র্থ সেমিনার আয়োজিত

ব্রিক ম্যানুফ্যাকচারিং ওনার্স অ্যাসোসিয়েশনের ছয় দফা দাবি

জাইকার সহায়তায় রাজউক কর্তৃক বাস্তবায়নাধীন TOD প্রকল্পের ৪র্থ সেমিনার অনুষ্ঠিত

কামরাঙ্গীরচর থানার মোঃ আমিরুল ডিএমপি লালবাগ বিভাগে শ্রেষ্ঠ অফিসার হিসেবে নির্বাচিত

পেশাদারিত্ব ও মানবিকতায় উজ্জ্বল দৃষ্টান্ত রাখায় বিশেষ সম্মাননা পেলেন ডিসি মহিদুল ইসলাম

ঝিনাইদহ অফিসার্স ফোরামের নতুন কমিটি গঠন

প্রকাশিত সংবাদের প্রতিবাদ

বিনামূল্যে ড্রাইভিং প্রশিক্ষণ শিখাচ্ছে পাথওয়ে

উত্তরায় SEDA ফাউন্ডেশনের ১৭তম মেধা যাচাইয়ে প্রায় ২ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণ

ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত ভবন পরিদর্শনে রাজউক চেয়ারম্যান, ঝুঁকিপূর্ণ স্থাপনায় নকশা দাখিল ও অপসারণের নির্দেশ

হাতপাখা নির্বাচিত হলে ঢাকা-১৮ কে একটি মডেল সিটি হিসেবে গড়ে তুলা হবেঃ আলহাজ্ব আনোয়ার

ডেমরায় সাংবাদিকদের সাথে জামায়াতে ইসলামী প্রার্থীর মত মতবিনিময় সভা