আগামী দু-একদিনের মধ্যে ভারত থেকে পেঁয়াজ চলে আসবে: বানিজ্য প্রতিমন্ত্রী

আগামী দু-একদিনের মধ্যে ভারত থেকে আমাদের দেশে পেঁয়াজ চলে আসবে। তখন বাজারে পেঁয়াজের দাম অনেক নিয়ন্ত্রণে চলে আসবে বলে মন্তব্য করেছেন বানিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু। রবিবার (১০ মার্চ) মোহাম্মদপুরের টাউন হল কাঁচা বাজার ব্যবসায়ীদের সাথে মতবিনিময়কালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ব্যবসায়ীদের সাথে মতবিনিময়ের আগে তিনি টাউন হল কাঁচা বাজার ঘুরে গরুর মাংস,মুরগী,মাছ ও মুদি দোকানগুলোতে দাম মনিটরিং করেন।
বানিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু বলেন, রমজান উপলক্ষে শসা,লেবু এগুলোর দাম নিয়ন্ত্রণে রাখতে আমরা বিভিন্ন বাজারে বাজারে মনিটরিং বাড়াবো। পণ্যের দাম নিয়ন্ত্রণে রাখার জন্য কারওয়ান বাজারে আজকে থেকে আমাদের স্পেশাল টিম কাজ করবে। কোনভাবেই যেন কোন ব্যবসায়ী বাজার অস্থিতিশীল করতে না পারে সেদিক আমরা প্রতিনিয়ত মনিটরিং করে যাবো। আমি দায়িত্ব নেওয়ার পর বলেছি, বাজারগুলো নিয়ন্ত্রনে রাখতে পুলিশ প্রতিদিন বাজারগুলোতে মনিটরিং করার ব্যবস্থা করা হবে। আজকে মোহাম্মদপুর টাউন হল কাঁচা বাজার পরিদর্শন করে দেখলাম। এখানে কয়েকটি দোকান সুপার শপের চেয়ে বেশি দাম রাখছে। রমজান মাসে যারা ব্যবসা করেন, তারা যদি এক মাসে একটু কম লাভে ব্যবসা করেন। তাহলে আপনারা রোজাদারকে সহায়তা করলেন। কোনভাবেই যেন বাজারে নিত্যপণ্যের দাম বেশি না রাখে সে দিকে আমরা নজর দিচ্ছি। বিশেষ করে, রমজানের আগে দেখলাম মাত্র ১'শ কিলোমিটার দূরে বস্তা ধরে লেবু কিনে আনা হয়। এরপর ঢাকায় বাজারগুলোতে এসে লেবুগুলো প্রতি হালি ৪০-৫০ টাকা দরে বিক্রী করাহয়। যা পাইকারী দামের চেয়ে কয়েকগুন বেশি রাখা হয়। এছাড়াও, চিনির মিলে আগুন লাগার পর একটা চক্র চিনির দাম বাড়াতে ওঠে পরে লেগেছিলো। কিন্তু আমরা সচেতন থাকার কারণ তা সম্ভব হয়নি।
এ সময় তিনি ব্যবসায়ীদের উদ্দেশ্যে বলেন, কোন মিল যদি আপনাদের কাছে বেশি দামে মাল বিক্রীর চেস্টা করে। আপনারা অবশ্যই ভোক্তা অধিদপ্তরকে বিষয়টি জানাবেন। আমরা ওইসব মিলের বিরুদ্ধে ব্যবস্থা নিবো। এছাড়াও, আমাদের কাছে তথ্য আছে, পাইকারী এলাকাগুলো থেকে কাঁচা মালামাল ঢাকার বাজারগুলোতে নিয়ে আসতে নানা বিড়ম্বনায় পড়তে হয় ব্যবসায়ীদের। এতে পণ্যের দাম কয়েকগুন বেড়ে যায়। যার ফলে, ভোক্তাদের ওপর এ দামের প্রভাব পরে। কিভাবে পাইকারী বাজার থেকে কাঁচা মালামালগুলো সরাসরি বাজারে নিয়ে আসা যায় সেই বিষয় নিয়ে আমরা কাজ করছি। সামনে থেকে কোন আড়তে সবজিসহ কাঁচা মালামাল না গিয়ো সরাসরি কাঁচা বাজারগুলোতে পন্য চলে আসবে। এছাড়াও, সাধারণ মানুষের কথা চিন্তা করে মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন টিসিবির দোকানগুলো স্থায়ী করার জন্য। যে দোকানগুলোতে সব সময় টিসিবির পণ্য বিক্রী হনে। খুব শীঘ্রই আমরা টিসিবির দোকানগুলো স্থায়ী করতে ব্যবস্থা নিচ্ছি।
মতবিনিময় সভায় জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক এ. এইচ. এম. সফিকুজ্জামান ও ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ উপস্থিত ছিলেন। এছাড়াও, টাউন হল কাঁচা বাজার বণিক সমিতির সভাপতি লুৎফুর রহমান বাবুল,সাধারণ সম্পাদক শাহজাহান খান ও ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ৩১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর সফিকুল ইসলাম সেন্টু উপস্থিত ছিলেন।
এমএসএম / এমএসএম

৪৮তম (বিশেষ) বিসিএস-এ উত্তীর্ণ সব চিকিৎসকদের নিয়োগের দাবিতে সংবাদ সম্মেলন

“বিএনপি মানুষের প্রত্যাশা পূরণে পরিকল্পিতভাবে কাজ করবে” : ব্যারিস্টার অমি

ভক্ত-দর্শনার্থীদের আবেগে মুখরিত উত্তরা সার্বজনীন মন্দির প্রাঙ্গণ

কৃষক লীগ নেতা মোজাজ্জেল ঢালী এখন স্বেচ্ছাসেবক দলে পদ পেতে মরিয়া

আশুলিয়াকে "উচ্চ শিক্ষা নগরী" গড়তে পাঁচ বিশ্ববিদ্যালয়ের একসাথে পথচলা

কোতোয়ালী থানা প্রেসক্লাবের জাঁকজমকপূর্ণ উদ্বোধন: সাংবাদিক সমাজে আনন্দ ও উচ্ছ্বাস

মেহনতী ও শ্রমজীবী মানুষের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

রাজপথের নির্ভীক সৈনিক আব্বাস আলী: জয়পুরহাট-২ এ পরিবর্তনের প্রত্যাশা

ইসলামী ক্যাটাগরিতে সেরা অভিনেতার সম্মাননা পেলেন শিশু শিল্পী নাহিদুল ইসলাম

গঠনতন্ত্র ও আরপিও অনুযায়ী কাউন্সিলে নির্বাচিত বৈধ নেতৃত্ব লাঙ্গল প্রতীকের মালিক

মাদকবিরোধী অভিযান, ব্যাপক পরিবর্তন গেন্ডারিয়া এলাকায়

জেএসএস এর নবনির্বাচিত যুগ্ম মহাসচিব শোয়েব রহমান
