ক্লুলেস হত্যা মামলার মূল আসামি গ্রেফতার

ক্লুলেস হত্যা মামলার রহস্য উদঘাটন সহ মূল আসামি মো: হোসেন (৫৩)কে গ্রেফতার করেছে নিউ মার্কেট থানা। মঙ্গলবার (১২ ই মার্চ ২০২৪) রাতে আসামিকে মগবাজারস্থ ইস্কাটন এলাকা থেকে গ্রেফতার করছে বলে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানা যায়।
তথ্যে আছে, গত ১০ই মার্চ রবিবার ভোরে নিউ মার্কেট থানাধীন ২২৯/১ নিউ এলিফ্যান্ট রোডস্থ রহমান এ্যান্ড কোং ফিলিং স্টেশনের বিপরীত পাশে রক্তাক্ত মৃতদেহ পড়ে আছে এমন সংবাদের ভিত্তিতে নিউ মার্কেট থানার এস আই মো:আশরাফুল ওমর উপস্থিত হয়ে মৃতদেহের নাম ঠিকানা সনাক্তের চেষ্টা করে এবং খোঁজ খবরে জানতে পারে মৃত ব্যক্তির নাম মামুন ওরফে কাটা মামুন ওরফে ব্লেড মামুন (৪৫)। এছাড়া মৃতের পরিচয় না পাওয়ায় এস আই মো: আশরাফুল ওমর বাদী হয়ে নিউ মার্কেট থানায় অভিযোগ দায়ের করেন। উক্ত মামলা নং- ০৬, তারিখ-১০/৩/২০২৪ খ্রি:, ধারা ৩০২/৩৪ পেনাল কোড রজু হয়।
জানা যায়, গত তিন বছর যাবত উক্ত মামুন এলিফ্যান্ট রোড এলাকায় ভাসমান হিসেবে বসবাস করছে তবে তার পূর্ণাঙ্গ নাম ঠিকানা কেউ জানেনা। উপায়ন্তর না পেয়ে সিআইডির ক্রাইম সিন টিমকে সংবাদ দেয়। ক্রাইম সিনের সদস্যরা উপস্থিত হয়ে ফিঙ্গার প্রিন্টের মাধ্যমে তার সঠিক নাম ও ঠিকানা বের করার চেষ্টা করেন কিন্তু সঠিক নাম ঠিকানা পাওয়া যায় নাই। এরই প্রেক্ষিতে নিউ মার্কেট থানার অফিসার ইনচার্জ উক্ত মামলা তদন্তের দায়িত্বভার দেয় নিউ মার্কেট থানায় কর্মরত আরেক চৌকস অফিসার নিরস্ত পাভেল আহমেদ'কে।
তদন্তকারী অফিসার এসআই (নিঃ)/পাভেল আহমেদ দৈনিক সকালের সময়কে বলেন, মামলার দায়িত্বভার গ্রহণ করে ঘটনাস্থল হতে ঘটনা সংশ্লিষ্ট তথ্য সংগ্রহ করেন। ঘটনাস্থলে সিসিটিভি ক্যামেরা না থাকলেও ঘটনাস্থলের আশেপাশের এলাকা হতে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে পর্যালোচনা করেন। ঘটনাস্থলের বিপরীতে পেট্রোল পাম্পের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে পর্যালোচনা করে দেখা যায়, ভোরে একজন ব্যক্তি বাটা সিগনাল ক্রসিং হতে কাটাবন ক্রসিং এর দিকে পায়ে হেঁটে গিয়ে (যার চেহারা স্পষ্ট নয়) ভিকটিমকে কোন একটা ভারী বস্তু দিয়ে একাধিক বার আঘাত করে পুনরায় বাটা সিগনাল ক্রসিং এর দিকে দ্রুত হেঁটে যায় এবং রিকশাযোগে হাতিরপুলের দিকে চলে যায়।
বিভিন্ন সিসিটিভি ফুটেজে পাওয়া ঘাতকের চেহারা এবং গোপন সূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে প্রায় ৩৬ ঘন্টা নিরবিচ্ছিন্ন অভিযান পরিচালনা করে ১২ ই মার্চ রাতে হত্যাকাণ্ডের মূল ঘাতক মো: হোসেন (৫৩) কে মগবাজারস্থ ইস্কাটন এলাকা হতে গ্রেফতার করতে সক্ষম হন। এ বিষয়ে নিউ মার্কেট থানার অফিসার ইনচার্জ আমিনুল ইসলাম বলেন,উক্ত আসামিকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে এবং তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
এমএসএম / এমএসএম

ওয়ারিতে রাজউকের উচ্ছেদ অভিযান, অবৈধ নির্মাণাধীন ভবনে উচ্ছেদ ও মিটার জব্দ

ইসলামী আন্দোলনের এমপি প্রার্থী ঢাকা-১১ আসনে ফজলে বারী মাসউদ ও ঢাকা-১৮ আসনে আনোয়ার হোসেন

জাতীয় সাংবাদিক সংস্থার আয়োজনে “সাংবাদিক সুরক্ষা আইন” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

মামলায় নাম জড়িয়ে ব্যবসায়ী আকবর’কে হয়রানি,প্রশাসনীক চার দপ্তরে লিখিত অভিযোগ

গুলশান-বনানীতে মার্ডারের পরও থেমে নেই স্পা ও বিভিন্ন লাউঞ্জের নামে অবাধ অপরাধচক্র

ব্যবসায়ী রাজু’কে উদ্দ্যোশ্য প্রণোদিত মামলা, ডিএমপি কমিশনার কার্যালয়ে অভিযোগ

তরুণ সাংবাদিক ইসমাইল হোসেন: সংবাদ পেশা থেকে মানবসেবার অগ্রদূত

জনগণ যেদিকে চায় বিএনপি সেদিকে থাকবে: মোস্তফা জামান

শ্রমিকের অধিকার পূরণ না করে নতুন বাংলাদেশের যাত্রা হবে না-জোনায়েদ সাকি

ডেমরা রাজস্ব সার্কেল সহকারী কমিশনার (ভুমি) জাকির হোসেনের দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে ভুমি মন্ত্রণালয়ে অভিযোগ

শূন্য থেকে শুরু করা শাকিব এখন সফল মার্কেটিং উদ্যোক্তা

ইউনুস সরকারকে উৎখাতে কাফনের কাপড় পরে আন্দোলকারীদের অবৈধ সম্পদের সন্ধানে গোয়েন্দারা
