ঢাকা বৃহষ্পতিবার, ১৩ মার্চ, ২০২৫

আমন ধান রোপণে ব্যস্ত সময় পার করছেন শান্তিগঞ্জের কৃষকরা


শান্তিগঞ্জ প্রতিনিধি photo শান্তিগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৬-৮-২০২১ দুপুর ৪:৫৬
বোরোর বাম্পার ফলনের পর বিপুল উৎসাহে শান্তিগঞ্জ উপজেলার কৃষকরা এখন আমন ধানের চারা রোপণে ব্যস্ত সময় পার করছেন।  ইতোমধ্যে শান্তিগঞ্জের বিভিন্ন এলাকায় চারা রোপণের জন্য পুরোদমে কাজ শুরু হয়ে গেছে। এবার আবহাওয়া অনুকূলে থাকায় কৃষকরা আমন ধান চাষে অধিক আগ্রহী। 
 
মৌসুমের শুরুতে বীজতলা তৈরি থেকে শুরু করে চারা রোপণ করা পর্যন্ত ব্যস্ততার মধ্যে সময় কাটছে কৃষকদের। করোনা মহামারীতে নানা সমস্যার মধ্যেও আমন ধানের চারা রোপণের জন্য কোমরবেঁধে মাঠে নেমে পড়েছেন কৃষকরা। শান্তিগঞ্জে প্রচুর বৃষ্টি হওয়ায় ধানের চারা রোপণের কাজ সহজ হয়েছে। কোনো কোনো জমিতে চলছে চাষ, বীজতলা থেকে তোলা হচ্ছে চারা।
 
শান্তিগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্র জানা যায়, শান্তিগঞ্জ উপজেলায় চলতি মৌসুমে আমন চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে উফশী ১ হাজার ৫শত ৫০ হেক্টর, স্থানীয় ৩শত ৫০ হেক্টর। এর মধ্যে আবাদ হয়েছে  উফশী ১শত ১০হেক্টর। এছাড়াও মাঠে দন্ডায়মান আউশ কর্তন  চলছে। ইতিমধ্যেই ৪০ হেক্টরের মধ্যে প্রায় ১০ হেক্টর আউশ কর্তন সম্পন্ন হয়েছে। এর ফলন সন্তষজনক। এছাড়াও বীজ সহায়তা কৃষি প্রণোদনার আওতায় উপজেলার ৬টি ইউনিয়নে ৭শত কেজি বীজ বিতরণ করা হয়েছে বলেও জানিয়েছে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। 
 
গনিগঞ্জ এলাকার কৃষক রন্টু দাস বলেন, বোরো ফসল ভালো হওয়ায় উৎসাহ নিয়ে আমন রোপণ করছি। আমি ৫ কেদার জমিতে আমন রোপণ করেছি৷ আশা করছি এবার ফলন ভালো হবে। রন্টু দাসের মত কৃষক চপল দাসও আশাবাদী আবহাওয়া অনুকুলে থাকলে লাভবান হবেন।
 
আরেক কৃষক আশিক মিয়া বলেন, কৃষি অফিসের বিভিন্ন দিকনির্দেশনা নিয়ে আমন রোপণ করেছি। সবকিছু ঠিকঠাক থাকলে লাভবান হব। 
 
উপজেলায় কর্মরত উপসহকারী কৃষি কর্মকর্তা আবুল কালাম আজাদ বলেন, আউশ আবাদ বৃদ্ধিতে শান্তিগঞ্জ উপজেলার কৃষি বিভাগ নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এছাড়াও লাগসই নতুন নতুন প্রযুক্তি বিস্তারে আমরা সর্বদা কাজ করে যাচ্ছি।
 
এ ব্যাপারে উপজেলা ভারপ্রাপ্ত কৃষি অফিসার আতিকুর রহমান বলেন, কৃষি প্রণোদনার আওতায় আমরা কৃষি বীজ বিতরণ করেছি৷ কৃষকদের সবসময় পরামর্শ দিয়ে পাশে রয়েছে কৃষি বিভাগ। চলমান বৃষ্টিতে কোথায় আমনের ক্ষতি হয়েছে আমাদের কাছে এমন খবর আসেনি। আমরা আশাবাদী সবকিছু ঠিকঠাক থাকলে ভালোভাবেই ফসল ঘরে উঠবে।

এমএসএম / জামান

উলিপুরে উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ রানা গ্রেপ্তার

বিএনপির নাম ভাঙ্গিয়ে ৬টি চোরাই পয়েন্ট নিয়ন্ত্রণ করেন সামিদুল "হাটিকুমরুল টু নলকা ডাকাতের আস্তানা

নাগরপুরে দপ্তিয়র বাজারে ট্রেড লাইসেন্স ছাড়াই চলছে দোকান নজর দ্বারী নেই প্রশাসনের

আইনশৃঙ্খলা অবনতির জন্য একটি স্বার্থান্বেষী মহল জড়িত: আইজিপি

সাভার ইউনিয়নের একাংশ পৌরসভার অন্তর্ভুক্তির প্রস্তাবের বিরুদ্ধে আবেদন

চৌগাছায় দুই মাদকসেবিকে জেল জরিমানা দিলেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট

সেতুর কাজ ফেলে লাপাত্তা ঠিকাদার; ভোগান্তিতে অর্ধলক্ষ মানুষ

কলাপাড়ায় আন্তর্জাতিক নদীকৃত্য দিবস উপলক্ষে মানববন্ধন

পিরোজপুরে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো উপলক্ষে প্রেস ব্রিফিং

তিস্তা নদীর সমন্বিত ব্যবস্থাপনা ও পুনরুদ্ধার শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত

চন্দ্রঘোনায় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে নারী নিহত

পটুয়াখালীতে অবস্থিত সেনানিবাসের নাম 'পটুয়াখালী সেনানিবাস' করার দাবীতে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি

নওগাঁয় বাইপাস সড়ক প্রশ্বস্তকরণ কাজ আটকে আছে টেন্ডারের মারপ্যাঁচে