রায়গঞ্জে এক টাকায় পাওয়া যাচ্ছে পঞ্চাশ টাকার ইফতার
সিরাজগঞ্জের রায়গঞ্জে শুরু হয়েছে এক টাকায় ইফতার কার্যক্রম। পবিত্র মাহে রমজান মাস উপলক্ষে এই ব্যতিক্রমী ইফতারের আয়োজন করেছে ‘স্বপ্ন নিয়ে পথ চলা’ নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন। রোজার পঞ্চম দিন শনিবার বিকাল ৫ টায় উপজেলার ভূঁইয়াগাতি বাজার বাসস্ট্যান্ডে এ ইফতারের কার্যক্রম চলতে দেখা গেছে। এতে কাজ করছে বেশ কয়েজন স্বেচ্ছাসেবী। এরা বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থী। এদের থেকে খেটে খাওয়া ও ছিন্নমূল রোজাদাররা এক টাকা দিয়ে কিনে নিয়ে যাচ্ছেন ইফতার প্যাকেট। প্রতিটি প্যাকেটের মধ্যে রয়েছে ছোলা বুট, বেগুনি, মুড়ি, কলা, পেঁয়ারা, জেলাপি, বুন্দিয়াসহ মোট ৭ প্রকার ইফতার সামগ্রী। যার বর্তমান বাজার মূল্য ৫০ টাকা। সহযোগিতা পেলে এই ‘এক টাকায় ইফতার’ কার্যক্রম ৩০ রমজান পর্যন্ত চলবে বলে জানিয়েছেন আয়োজকরা। এদিকে এক টাকার ইফতার পেয়ে খুশি দরিদ্র পথশিশু, যানবাহন চালক ও দরিদ্ররা। তারা আয়োজকদের দোয়া করেন এমন মহৎ উদ্যোগ নেয়ার জন্য। দিনমজুর আবু তাহের জানান, রোজার পঞ্চম দিন সারাদিন কাজ করার পর বাজারে এক টাকায় ইফতার পেয়েছি এজন্য খুবই খুশি। ইফতার সামগ্রী কিনতে আসা আল আমিন বলেন, এখনকার বাজারে ১ টাকায় ইফতারের প্যাকেট পাওয়া এটা আসলেই অকল্পনীয় ব্যাপার। তাই খুশিতে আজ এখান থেকে কেনাকাটা করছি। আসলেই উদ্যোগটা দারুণ। যারা অল্প পয়সায় ইফতার কিনতে চায় তারা এখন থেকে অনায়াসে কিনতে পারে। রিকশাচালক মুনজুর আলম বলেন, এ দোকানটা না থাকলে ইফতার কিনে খাওয়ার সাহস পাইতাম না। এ ভাইদের অনেক ধন্যবাদ। সংগঠনটির সদস্যরা জানান, রমজান মাস এলেই দেশের অসাধু ব্যবসায়ীরা সবকিছুর দাম বাড়িয়ে দেন। এ সময় গরিব-মধ্যবিত্তদের কেনাকাটা করা অনেক কষ্ট হয়। তাই আমরা চিন্তা করেছি কীভাবে সমাজের গরিব দুঃখী মানুষের পাশে দাঁড়ানো যায়। সেই চিন্তা থেকে রমজান মাসে আমরা ১ টাকায় ইফতারের পদ বিক্রি করার চিন্তা করি। প্রতিদিন ১’শ জন আমাদের এই কার্যক্রম থেকে ইফতার ক্রয় করতে পারবেন। সংগঠনের প্রতিষ্ঠাতা এস.এম বাহাদুর আলী বলেন, কে.আর ফ্যামেলী উল্লাপাড়া সিরাজগঞ্জের অর্থায়নে এ ইফতার বিক্রির উদ্যোগ নেয়া হয়। এ ছাড়া বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে স্বপ্ন নিয়ে পথ চলা সংগঠনের সদস্যরা মানুষের পাশে দাঁড়াচ্ছে।‘এক টাকায় পঞ্চাশ টাকার ইফতার’ কার্যক্রম নিয়ে রায়গঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নাহিদ হাসান খান বলেন, রমজান এলেই কিছু অসাধু ব্যবসায়ীরা চড়া দামে পণ্য সামগ্রী বিক্রয় করে । এ ধরনের অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে উপজেলা প্রশাসন প্রতিনিয়ত বাজার মনিটরিং করে আসছে। সামাজিক উন্নয়ন মূলক স্বেচ্ছাসেবী সংগঠন স্বপ্ন নিয়ে পথ চলা যে এক টাকায় পঞ্চাশ টাকার ইফতার সামগ্রী বিক্রি করছে এটা নি:স্বন্ধে একটি মহতি উদ্যোগ বলে মনে করি।
এমএসএম / এমএসএম
বিশ্বম্ভরপুর থানা পুলিশের অভিযানে ৩৭০ পিস ইয়াবাসহ ওয়ারেন্টভূক্ত আসামী দেলোয়ার আটক
চিতলমারীতে তারুণ্যের উৎসব ঘিরে ‘কাগুজে আয়োজন’, শুরু হওয়ার আগেই গুটিয়ে নিল প্রশাসন
আদমদীঘিতে তারেক রহমানের জন্মদিন উপলক্ষ্যে স্বেচ্ছাসেবক দলের শীতবস্ত্র বিতরণ
কালকিনিতে অবৈধভাবে বালু উত্তোলনে ১ লক্ষ টাকা জরিমানা
কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় নিহত–আহত পরিবারের মাঝে বিআরটিএর ২ কোটি ৪৬ লাখ টাকার চেক বিতরণ
রাজস্থলীতে ছাত্রদলের উদ্যােগে ক্রীড়াপ্রেমিক মাঝে জার্সি বিতরণ
আত্রাইয়ে গভীর রাতে জোরপূর্বক বেঁড়া ও প্রাচীর নির্মাণের অভিযোগ
বেনাপোল বন্দর দিয়ে সাড়ে ১৩ হাজার মেট্রিক টন চাল আমদানি
পটুয়াখালী জহির মেহেরুন নার্সিং কলেজের নবীনবরন ও বিদায় সম্বর্ধনা অনুষ্ঠিত
নরসিংদী কোর্ট প্রাঙ্গণে ছাত্রদল নেতার ওপর হামলা
তাড়াশে বাল্যবিবাহ প্রতিরোধ সভা
খালেদা জিয়া ও তারেক রহমানের মত কেউ নির্যাতনের শিকার হয়নি: খন্দকার নাসিরুল ইসলাম