রাজউক দর্শকের ভূমিকায়
বৈশাখী ভিলা ভবন তৈরীতে করছে আইনের লঙ্ঘন

বৈশাখী ভিলা নামে দশ জন শেয়ার মিলে আড়াই কাঠা জমির উপর একটি আট তলা ভবন তৈরী করে। রাজউকের প্লান অনুমোদন বিহীন এই ভবনটি নকশা বহির্ভূত ভবন নির্মান করছে রাজউকের কোন পদক্ষেপ। ভবন নির্মান আইন অনুযায়ী ভবনটির চার পাশে ছাড় দেওয়ার কথা থাকলে ও কর্তৃপক্ষ তাতে ছাড় দেননি এতে করে ভবনের পাশে দিয়ে যে রাস্তার জায়গা রযেছে তা
স্থানীয় লোকজনদের বিপত্তির কারণ হিসেবে দাড়িয়েছে।
ঢাকা জেলার কেরানীগঞ্জ মডেল থানাধীন তিন নং তারা নগর ইউনিয়ন এর ঘাটার চর এলাকার শান্তি নগর রোডের ৩৭৪/৩ নং বাড়ির সংলগ্ন সাড়ে আটতলা ভবটি বৈশাখী ভিলা। ভবনটি শান্তি নগর মেইন রোড সংলগ্ন তাই ভবনটির পাশ ধরে প্রায় ত্রিশটি পরিবারের যাতায়াতের রাস্তা রয়েছে। কিন্তু ভবন কর্তৃপক্ষ ভবন নির্মান আইন অনুযায়ী পার্শে ও সাইডে তিন ফিট করে জায়গা ছাড়ার কথা থাকলে-ও যাতায়াতের জন্য রাস্তার জায়গা ছাড় দেন নি।ভবনটি নির্মানের সময় এ বিষয়ে একাধিক বার বিবাদের সৃষ্টি হয়।
বিষয়টি পরে স্থানীয় মামুন মেম্বার নিষ্পত্তি করবেন বলে এলাকা বাসিকে আশ্বস্ত করেন।কিন্তু ভবনটি নিয়মিত নির্মান কাজ চালিয়ে গেলে ও নির্মান কাজ শেষ পর্যায়ে চলে আসছে। কিন্তু ভুক্তভোগী পরিবার মেম্বারের কাছে বিচার পায়নি।
এ বিষয়ে বৈশাখী ভিলার পিছনের বাড়ির স্থানীয় বাড়ি ওয়ালা আশ্রাফ মোল্লা বলেন আমি বৈশাখী ভিলাটির পিছনের বাড়ি ওয়ালা।আমার জমি থেকে তিন ফুট রাস্তার জায়গা রেখে আমি সাইডে বাউন্ডারি করেছি। কিন্তু বৈশাখী ভবন মালিক কর্তৃপক্ষ রাস্তার জমি ছাড় দেয়নি। ভবিষ্যতে আমার ভবন নির্মান করতে গেলে আমি আমার অধিকার থেকে বঞ্চিত হবো।
তাই ইতি পূর্বে আমি স্হানীয় এলাকার লোকজন সহ মেম্বারের কাছে একাধিক বার অভিযোগ করে মিমাংশা পাইনি।পরে কোন উপায়ান্তর না পেয়ে আমি একটি মানবাধিকার সংগঠন বাংলাদেশ আইন সহায়তা কেন্দ্র বাসক এর মাধ্যমে রাজউক বরাবর একটি অভিযোগ করি কিন্তু কর্তৃপক্ষের গাফিলতি রয়েই গেছে।
আশ্রাফ উদ্দিন গনমাধ্যমে অভিযোগ করেন আমি ও এলাকা বাসি বৈশাখি ভিলার কারনে আমি আমার ন্যয় হিস্যা থেকে বঞ্চিত এলাকাবাসী (প্রায় ত্রিশটি পরিবার) রাস্ত যায়গা থেকে বঞ্চিত হবো। অভিযোগ এর ভিত্তিতে মুঠোফোনে সাহাবউদ্দীন কে রাজউকের বৈধতা নিয়ে ও জায়গা ছাড়ার বিষয়ে প্রশ্ন করলল তিনি বলেন আমরা উপজেলা থেকে অনুমতি নিয়ে বাড়ি করেছি, তাদের অভিযোগ সংশ্লিষ্ট বাড়ির কর্তৃপক্ষকে নিয়ে মামুন মেম্বার নিষ্পত্তি করবেন এ বিষয়ে ডাঃ লুৎফর রহমান এর মুঠোফোনে যোগাযোগ করলে তিনি বলেন রাউজকতো ভবন পরিদর্শনে আসেন তারতো কোন আপত্তি করেনি। এ বিষয়টি নিয়ে স্থানীয় লোকজন বেশি বাড়াবাড়ি করছে। আপনি কে আপনাকে এতো কথার জবাব দিতে পারবোনা। মামুন মেম্বারের মোঠফোনে ডাকলে তিনি কাল ক্ষেপন করে। বাড়ির দুই মালিক গনের কথা মতো আমরা উপজেলা নির্বাহী অফিসারের সাথে বিষয়টি নিয়ে অভিযোগ করলে তিনি বলেন, এখন এটা রাজউকের আওতাধীন অনিয়মের সত্যতা পেলে অবশ্যই রাজউক বিল্ডিং ভাঙ্গবে।
এমএসএম / এমএসএম

রেজিস্ট্রি অফিসের প্রভাবশালী নকলনবিশের কাণ্ডঃ মন্ত্রীদের প্রভাবে চাঁদাবাজি ও নিয়োগ বাণিজ্যের অভিযোগ

বিসিক এর নীরিক্ষা কর্মকর্তা সাবধান আলী হতে সাবধান!

কেরানীগঞ্জ উপজেলার রাজাবাড়ী রোডে অবৈধ এলপিজি বটলিং প্লান্ট এর সন্ধান

গডফাদার মুরাদ জং-এর বোন পরিচয়ে দলিল দাতা-গ্রহীতাদের জিম্মি করার অভিযোগ

গাজীপুরের কাশিমপুরে সরকারি খাস জমি ভূমিদস্যুদের দখলে

বগুড়ায় সাবেক অফিস সহকারীর বিরুদ্ধে 'ফ্যাসিস্ট সিন্ডিকেটের' মাধ্যমে অর্থ আত্মসাতের অভিযোগ

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের আইন যেন শুধু খাতা কলমে

প্রকৌশলী কামরুজ্জামানের বিরুদ্ধে নানা অভিযোগ

গোয়েন্দা প্রধানসহ লুটপাটের অভিযোগে চার কর্মকর্তা ক্লোজড

নির্বাহী প্রকৌশলী জহির রায়হানের বিরুদ্ধে ঠিকাদারদের মানববন্ধনে শাস্তি ও অপসারণ দাবী

সীমাহীন দুর্নীতি,অর্থ আত্মসাত ও সরকারি চাকুরির শৃংখলা ভংগের অভিযোগে এলজিইডির নির্বাহী প্রকৌশলী রনজিত দে সাময়িক বরখাস্ত

সরকার বিরোধী কর্মকান্ডে শ্রমিকদের উস্কানি দেওয়ার অভিযোগ
