ঢাকা বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫

মোহাম্মদপুরে চড়া দামে বিক্রি হচ্ছে তরমুজ


নিজাম উদ্দিন photo নিজাম উদ্দিন
প্রকাশিত: ১৯-৩-২০২৪ দুপুর ৩:৩২

মোহাম্মদপুরে তরমুজ ৮০ থেকে ৯০ টাকা প্রতি কেজি বিক্রি হচ্ছে। বিভিন্ন স্থানে ম্যাজিস্ট্রেটের উপস্থিতি টের পেয়ে তরমুজের দাম কমলেও মোহাম্মদপুর এলাকায় তার ব্যাতিক্রম নাই। ভোক্তাদের ঠকিয়ে যাচ্ছে তরমুজের খুচরা ব্যবসায়ীরা । 

যেসব স্থানে তরমুজ চড়া দামে বিক্রি হচ্ছে, এর মধ্যে টাউন হল, কৃষি মার্কেট, আল্লাহ করিম মসজিদ সংলগ্ন, বসিলা রোড জনতা বাজারের সামনে,কাদেরাবাদ হাউজিং, রায়েরবাজার, নামার বাজার, শিয়া মসজিদ সংলগ্ন, মোহাম্মদিয়া কাজাবাজার,ঢাকা উদ্যান শ্যামলী ক্লাব মাঠের সামনে, লালমাটিয়া আড়ংয়ের সামনে ও ধানমন্ডি ২৭ নম্বর এলাকায়। 

একটি তরমুজের ওজন হয়ে থাকে ৪ কেজি থেকে ৩ কেজি পাঁচশ গ্রাম, এতে প্রতি পিস তরমুজের দাম পরে ৩৬০ থেকে ৪০০ টাকা। এই তরমুজ কৃষকের কাজ থেকে কেনা হয় সর্বোচ্চ ১৪০ থেকে ১২০ টাকায়। পটুয়াখালীর মহিপুর ও ভোলায় সব থেকে বেশি তরমুজ উৎপদন হয়। ঢাকা এতো চড়া দামে তরমুজ বিক্রি হলেও কৃষক তার ন্যায্য মূল্য পাচ্ছে না। অন্য দিকে ভোক্তাদের ঠকানো হচ্ছে বলে জানান ভোক্তারা। 

রাজধানীর বিভিন্ন স্থানে ভোক্তার অভিযান থাকলেও মোহাম্মদপুর এলাকায় নেই কোনো অভিযান এ সুযোগ কাজে লাগিয়ে তরমুজের দাম বেশি নেওয়া হচ্ছে বলে অভিযোগ ভোক্তাদের।  

এক তথ্যে দেখা যায় ৭ থেকে ১০ কেজি ওজনের এক পিস তরমুজের দাম কৃষক পায় ২৬০ থেকে ১০০ টাকা, ঢাকায় আনতে খরচ হয় ৩০ টাকা। শ হিসেবে তরমুজ কেনা হলেও তা ঢাকার রাজধানীতে এসেই বিক্রি হয় কেজি হিসেবে।  বরিশালের ভোলা ও পটুয়াখালীতে তরমুজের ফলন ভালো হয়েছে। রোজার চাহিদাকে, মাথায় রেখে আগাম এই তরমুজ ফলিয়েছ কৃষকরা, সেই তরমুজ ঢাকায় বিক্রি হয় কেজি দরে যা কৃষকরা জানেনই না। অন্য এক তথ্যে দেখা যায় ঢাকায় আড়ৎগুলোতেও তরমুজ বিক্রি হয় কেজি দরে। সেখানে প্রতি কেজি তরমুজ বিক্রি হয় ৪০ থেকে ৫০ টাকায় আর খুচরা বাজারে সেই তরমুজ বিক্রি করে ৮০ থেকে ৯০ টাকা কেজি দরে এতে প্রতি কেজিতে খুচরা দোকানীরা লাভ করে ৩০ থেকে ৪০ টাকা এতো লাভ করাকেই কারসাজি বলা হয়। রোজার সময় তরমুজসহ যেকোনো খাদ্যদ্রব্য এর দাম বাড়িয়ে দেন খুচরা ব্যাবসায়ীরা এতে করেই ক্ষতির মুখে পরতে হয় নিম্ন আয়ের মানুষের। 

এর থেকে উপায় একটাই ভোক্তা অধিকারের মাঝে মধ্যেই খুচরা বাজারে নজর দেওয়া উচিৎ বলে অনেকেই মনে করেন। তাহলে হয়তো দেশীয় ফলমূল ও দ্রব্যমূল্য লাগাম টেনে ধরা যাবে।

এমএসএম / এমএসএম

তিতাস গ্যাস জাতীয়তাবাদী শ্রমিক কর্মচারী ইউনিয়ন সিবিএ এর অভিষেক ও শপথ অনুষ্ঠান

জাইকার সহায়তায় রাজউক কর্তৃক বাস্তবায়নাধীন TOD প্রকল্পের ৪র্থ সেমিনার আয়োজিত

ব্রিক ম্যানুফ্যাকচারিং ওনার্স অ্যাসোসিয়েশনের ছয় দফা দাবি

জাইকার সহায়তায় রাজউক কর্তৃক বাস্তবায়নাধীন TOD প্রকল্পের ৪র্থ সেমিনার অনুষ্ঠিত

কামরাঙ্গীরচর থানার মোঃ আমিরুল ডিএমপি লালবাগ বিভাগে শ্রেষ্ঠ অফিসার হিসেবে নির্বাচিত

পেশাদারিত্ব ও মানবিকতায় উজ্জ্বল দৃষ্টান্ত রাখায় বিশেষ সম্মাননা পেলেন ডিসি মহিদুল ইসলাম

ঝিনাইদহ অফিসার্স ফোরামের নতুন কমিটি গঠন

প্রকাশিত সংবাদের প্রতিবাদ

বিনামূল্যে ড্রাইভিং প্রশিক্ষণ শিখাচ্ছে পাথওয়ে

উত্তরায় SEDA ফাউন্ডেশনের ১৭তম মেধা যাচাইয়ে প্রায় ২ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণ

ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত ভবন পরিদর্শনে রাজউক চেয়ারম্যান, ঝুঁকিপূর্ণ স্থাপনায় নকশা দাখিল ও অপসারণের নির্দেশ

হাতপাখা নির্বাচিত হলে ঢাকা-১৮ কে একটি মডেল সিটি হিসেবে গড়ে তুলা হবেঃ আলহাজ্ব আনোয়ার

ডেমরায় সাংবাদিকদের সাথে জামায়াতে ইসলামী প্রার্থীর মত মতবিনিময় সভা