মোহাম্মদপুরে চড়া দামে বিক্রি হচ্ছে তরমুজ

মোহাম্মদপুরে তরমুজ ৮০ থেকে ৯০ টাকা প্রতি কেজি বিক্রি হচ্ছে। বিভিন্ন স্থানে ম্যাজিস্ট্রেটের উপস্থিতি টের পেয়ে তরমুজের দাম কমলেও মোহাম্মদপুর এলাকায় তার ব্যাতিক্রম নাই। ভোক্তাদের ঠকিয়ে যাচ্ছে তরমুজের খুচরা ব্যবসায়ীরা ।
যেসব স্থানে তরমুজ চড়া দামে বিক্রি হচ্ছে, এর মধ্যে টাউন হল, কৃষি মার্কেট, আল্লাহ করিম মসজিদ সংলগ্ন, বসিলা রোড জনতা বাজারের সামনে,কাদেরাবাদ হাউজিং, রায়েরবাজার, নামার বাজার, শিয়া মসজিদ সংলগ্ন, মোহাম্মদিয়া কাজাবাজার,ঢাকা উদ্যান শ্যামলী ক্লাব মাঠের সামনে, লালমাটিয়া আড়ংয়ের সামনে ও ধানমন্ডি ২৭ নম্বর এলাকায়।
একটি তরমুজের ওজন হয়ে থাকে ৪ কেজি থেকে ৩ কেজি পাঁচশ গ্রাম, এতে প্রতি পিস তরমুজের দাম পরে ৩৬০ থেকে ৪০০ টাকা। এই তরমুজ কৃষকের কাজ থেকে কেনা হয় সর্বোচ্চ ১৪০ থেকে ১২০ টাকায়। পটুয়াখালীর মহিপুর ও ভোলায় সব থেকে বেশি তরমুজ উৎপদন হয়। ঢাকা এতো চড়া দামে তরমুজ বিক্রি হলেও কৃষক তার ন্যায্য মূল্য পাচ্ছে না। অন্য দিকে ভোক্তাদের ঠকানো হচ্ছে বলে জানান ভোক্তারা।
রাজধানীর বিভিন্ন স্থানে ভোক্তার অভিযান থাকলেও মোহাম্মদপুর এলাকায় নেই কোনো অভিযান এ সুযোগ কাজে লাগিয়ে তরমুজের দাম বেশি নেওয়া হচ্ছে বলে অভিযোগ ভোক্তাদের।
এক তথ্যে দেখা যায় ৭ থেকে ১০ কেজি ওজনের এক পিস তরমুজের দাম কৃষক পায় ২৬০ থেকে ১০০ টাকা, ঢাকায় আনতে খরচ হয় ৩০ টাকা। শ হিসেবে তরমুজ কেনা হলেও তা ঢাকার রাজধানীতে এসেই বিক্রি হয় কেজি হিসেবে। বরিশালের ভোলা ও পটুয়াখালীতে তরমুজের ফলন ভালো হয়েছে। রোজার চাহিদাকে, মাথায় রেখে আগাম এই তরমুজ ফলিয়েছ কৃষকরা, সেই তরমুজ ঢাকায় বিক্রি হয় কেজি দরে যা কৃষকরা জানেনই না। অন্য এক তথ্যে দেখা যায় ঢাকায় আড়ৎগুলোতেও তরমুজ বিক্রি হয় কেজি দরে। সেখানে প্রতি কেজি তরমুজ বিক্রি হয় ৪০ থেকে ৫০ টাকায় আর খুচরা বাজারে সেই তরমুজ বিক্রি করে ৮০ থেকে ৯০ টাকা কেজি দরে এতে প্রতি কেজিতে খুচরা দোকানীরা লাভ করে ৩০ থেকে ৪০ টাকা এতো লাভ করাকেই কারসাজি বলা হয়। রোজার সময় তরমুজসহ যেকোনো খাদ্যদ্রব্য এর দাম বাড়িয়ে দেন খুচরা ব্যাবসায়ীরা এতে করেই ক্ষতির মুখে পরতে হয় নিম্ন আয়ের মানুষের।
এর থেকে উপায় একটাই ভোক্তা অধিকারের মাঝে মধ্যেই খুচরা বাজারে নজর দেওয়া উচিৎ বলে অনেকেই মনে করেন। তাহলে হয়তো দেশীয় ফলমূল ও দ্রব্যমূল্য লাগাম টেনে ধরা যাবে।
এমএসএম / এমএসএম

৪৮তম (বিশেষ) বিসিএস-এ উত্তীর্ণ সব চিকিৎসকদের নিয়োগের দাবিতে সংবাদ সম্মেলন

“বিএনপি মানুষের প্রত্যাশা পূরণে পরিকল্পিতভাবে কাজ করবে” : ব্যারিস্টার অমি

ভক্ত-দর্শনার্থীদের আবেগে মুখরিত উত্তরা সার্বজনীন মন্দির প্রাঙ্গণ

কৃষক লীগ নেতা মোজাজ্জেল ঢালী এখন স্বেচ্ছাসেবক দলে পদ পেতে মরিয়া

আশুলিয়াকে "উচ্চ শিক্ষা নগরী" গড়তে পাঁচ বিশ্ববিদ্যালয়ের একসাথে পথচলা

কোতোয়ালী থানা প্রেসক্লাবের জাঁকজমকপূর্ণ উদ্বোধন: সাংবাদিক সমাজে আনন্দ ও উচ্ছ্বাস

মেহনতী ও শ্রমজীবী মানুষের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

রাজপথের নির্ভীক সৈনিক আব্বাস আলী: জয়পুরহাট-২ এ পরিবর্তনের প্রত্যাশা

ইসলামী ক্যাটাগরিতে সেরা অভিনেতার সম্মাননা পেলেন শিশু শিল্পী নাহিদুল ইসলাম

গঠনতন্ত্র ও আরপিও অনুযায়ী কাউন্সিলে নির্বাচিত বৈধ নেতৃত্ব লাঙ্গল প্রতীকের মালিক

মাদকবিরোধী অভিযান, ব্যাপক পরিবর্তন গেন্ডারিয়া এলাকায়

জেএসএস এর নবনির্বাচিত যুগ্ম মহাসচিব শোয়েব রহমান
