ঢাকা বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫

নিউমার্কেটে দক্ষিণ সিটি কর্পোরেশনের অভিযান, জরিমানা এক লক্ষ বিশ হাজার টাকা


আনাস বিন আব্দুল জলিল, ঢাকা নিউ মার্কেট   photo আনাস বিন আব্দুল জলিল, ঢাকা নিউ মার্কেট
প্রকাশিত: ২০-৩-২০২৪ রাত ১০:৩৩

রাজধানীর নিউমার্কেট থানাধীন নূর ম্যানশন,ধানমন্ডি হকার্স মার্কেট,বনলতা নিউ সুপার মার্কেটে অভিযান চালিয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ও ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স। 

বুধবার (২০শে মার্চ) দুপুর ২ টার দিকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জাহাঙ্গীর আলমের নেতৃত্বে  এ অভিযান পরিচালনা করা হয়। 

তিনি জানান,ফায়ার সার্ভিস কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে মার্কেটের অগ্নি নিরাপত্তা ব্যবস্থায় মার্কেট গুলি কতটা  ঝুঁকিপূর্ণ তা সরাসরি পর্যবেক্ষণ করে বিভিন্ন অসঙ্গতি সমাধানের নির্দেশনা দেওয়া হয়।

সরেজমিনে গিয়ে দেখা যায়, বিধিমালা ভঙ্গ করে এসির  উপর শাড়ি থ্রি- পিস এর বাক্স স্তুুপ করে রাখা হয়েছে। যার দায়ে ধানমন্ডি হকার্স মার্কেটের ১৭ নং দোকান মোহনা সিল্ক কে পাঁচ হাজার টাকা জরিমানা এবং ধানমন্ডি হকার্স মার্কেট সমিতিকে এক লক্ষ টাকা জরিমানা করা হয়।

এছাড়াও  অবৈধভাবে রাস্তা দখল করার দায়ে ভ্রাম্যমান দোকানকে পাঁচ  হাজার টাকা জরিমানা,এবং ফুটপাতে গ্যাস সিলিন্ডার রাখার দায়ে  মাদানী চায়ের বাড়ি রেস্টুরেন্ট কে দশ হাজার  টাকা  জরিমানা করা হয়েছে।

ধানমন্ডি হকার্স মার্কেট মালিক সমিতির পক্ষ থেকে  আশ্বস্ত করা হয়,  আগামী রোজার ঈদের পরবর্তী সাত দিনের মধ্যে অগ্নি নিরোধক ব্যবস্থা বাস্তবায়নে তারা যথাযথ পদক্ষেপ  গ্রহণ করবেন। 

এছাড়া ও রাস্তা দখল করে ভাসমান দোকান করার কারণে এরোপ্লেন মসজিদের সামনে থেকে অবৈধ দোকান উচ্ছেদ করে জব্দ করা হয়। 
 
ম্যাজিস্ট্রেট জাহাঙ্গীর আলম  বলেন, নূর ম্যানশন মার্কেটটি ঘুরে এসে এটিকে ঝুঁকিপূর্ণ ভবন হিসেবে চিহ্নিত  করা হয়েছে। মার্কেট কমিটিকে অগ্নি নিরাপত্তা প্রদানে অতিসত্বর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার নির্দেশনা দেওয়া হয়েছে। 

এছাড়া ধানমন্ডি হকার্স মার্কেট কে অতি ঝুঁকিপূর্ণ ভবন হিসেবে চিহ্নিত করা হয়েছে, এ মার্কেট কমিটিকে আগামী ঈদ পরবর্তী সাত দিনের মধ্যে 
মার্কেটের অগ্নি প্রতিরোধ ব্যবস্থার যাবতীয় সরঞ্জামাদি নিশ্চিত করতে বলা হয়েছে। তিনি আরও বলেন, মার্কেট কমিটিকে ইতিপূর্বে ফায়ার সার্ভিস হতে নোটিশ দেওয়া শর্তেও কোনরুপ ব্যবস্থা গ্রহণ না করাই এক লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। 

নিউমার্কেট থানার অফিসার ইনচার্জ জনাব আমিনুল ইসলামের নির্দেশনায় এ অভিযান পরিচালনায় সাথে ছিলেন নিউ মার্কেট থানার চৌকস পুলিশ অফিসার এস আই মোঃ সজিব মিয়া, এস আই রায়হান, এস আই হালিম সহ প্রমুখ।

এমএসএম / এমএসএম

তিতাস গ্যাস জাতীয়তাবাদী শ্রমিক কর্মচারী ইউনিয়ন সিবিএ এর অভিষেক ও শপথ অনুষ্ঠান

জাইকার সহায়তায় রাজউক কর্তৃক বাস্তবায়নাধীন TOD প্রকল্পের ৪র্থ সেমিনার আয়োজিত

ব্রিক ম্যানুফ্যাকচারিং ওনার্স অ্যাসোসিয়েশনের ছয় দফা দাবি

জাইকার সহায়তায় রাজউক কর্তৃক বাস্তবায়নাধীন TOD প্রকল্পের ৪র্থ সেমিনার অনুষ্ঠিত

কামরাঙ্গীরচর থানার মোঃ আমিরুল ডিএমপি লালবাগ বিভাগে শ্রেষ্ঠ অফিসার হিসেবে নির্বাচিত

পেশাদারিত্ব ও মানবিকতায় উজ্জ্বল দৃষ্টান্ত রাখায় বিশেষ সম্মাননা পেলেন ডিসি মহিদুল ইসলাম

ঝিনাইদহ অফিসার্স ফোরামের নতুন কমিটি গঠন

প্রকাশিত সংবাদের প্রতিবাদ

বিনামূল্যে ড্রাইভিং প্রশিক্ষণ শিখাচ্ছে পাথওয়ে

উত্তরায় SEDA ফাউন্ডেশনের ১৭তম মেধা যাচাইয়ে প্রায় ২ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণ

ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত ভবন পরিদর্শনে রাজউক চেয়ারম্যান, ঝুঁকিপূর্ণ স্থাপনায় নকশা দাখিল ও অপসারণের নির্দেশ

হাতপাখা নির্বাচিত হলে ঢাকা-১৮ কে একটি মডেল সিটি হিসেবে গড়ে তুলা হবেঃ আলহাজ্ব আনোয়ার

ডেমরায় সাংবাদিকদের সাথে জামায়াতে ইসলামী প্রার্থীর মত মতবিনিময় সভা