নিউমার্কেটে দক্ষিণ সিটি কর্পোরেশনের অভিযান, জরিমানা এক লক্ষ বিশ হাজার টাকা

রাজধানীর নিউমার্কেট থানাধীন নূর ম্যানশন,ধানমন্ডি হকার্স মার্কেট,বনলতা নিউ সুপার মার্কেটে অভিযান চালিয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ও ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স।
বুধবার (২০শে মার্চ) দুপুর ২ টার দিকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জাহাঙ্গীর আলমের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
তিনি জানান,ফায়ার সার্ভিস কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে মার্কেটের অগ্নি নিরাপত্তা ব্যবস্থায় মার্কেট গুলি কতটা ঝুঁকিপূর্ণ তা সরাসরি পর্যবেক্ষণ করে বিভিন্ন অসঙ্গতি সমাধানের নির্দেশনা দেওয়া হয়।
সরেজমিনে গিয়ে দেখা যায়, বিধিমালা ভঙ্গ করে এসির উপর শাড়ি থ্রি- পিস এর বাক্স স্তুুপ করে রাখা হয়েছে। যার দায়ে ধানমন্ডি হকার্স মার্কেটের ১৭ নং দোকান মোহনা সিল্ক কে পাঁচ হাজার টাকা জরিমানা এবং ধানমন্ডি হকার্স মার্কেট সমিতিকে এক লক্ষ টাকা জরিমানা করা হয়।
এছাড়াও অবৈধভাবে রাস্তা দখল করার দায়ে ভ্রাম্যমান দোকানকে পাঁচ হাজার টাকা জরিমানা,এবং ফুটপাতে গ্যাস সিলিন্ডার রাখার দায়ে মাদানী চায়ের বাড়ি রেস্টুরেন্ট কে দশ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
ধানমন্ডি হকার্স মার্কেট মালিক সমিতির পক্ষ থেকে আশ্বস্ত করা হয়, আগামী রোজার ঈদের পরবর্তী সাত দিনের মধ্যে অগ্নি নিরোধক ব্যবস্থা বাস্তবায়নে তারা যথাযথ পদক্ষেপ গ্রহণ করবেন।
এছাড়া ও রাস্তা দখল করে ভাসমান দোকান করার কারণে এরোপ্লেন মসজিদের সামনে থেকে অবৈধ দোকান উচ্ছেদ করে জব্দ করা হয়।
ম্যাজিস্ট্রেট জাহাঙ্গীর আলম বলেন, নূর ম্যানশন মার্কেটটি ঘুরে এসে এটিকে ঝুঁকিপূর্ণ ভবন হিসেবে চিহ্নিত করা হয়েছে। মার্কেট কমিটিকে অগ্নি নিরাপত্তা প্রদানে অতিসত্বর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার নির্দেশনা দেওয়া হয়েছে।
এছাড়া ধানমন্ডি হকার্স মার্কেট কে অতি ঝুঁকিপূর্ণ ভবন হিসেবে চিহ্নিত করা হয়েছে, এ মার্কেট কমিটিকে আগামী ঈদ পরবর্তী সাত দিনের মধ্যে
মার্কেটের অগ্নি প্রতিরোধ ব্যবস্থার যাবতীয় সরঞ্জামাদি নিশ্চিত করতে বলা হয়েছে। তিনি আরও বলেন, মার্কেট কমিটিকে ইতিপূর্বে ফায়ার সার্ভিস হতে নোটিশ দেওয়া শর্তেও কোনরুপ ব্যবস্থা গ্রহণ না করাই এক লক্ষ টাকা জরিমানা করা হয়েছে।
নিউমার্কেট থানার অফিসার ইনচার্জ জনাব আমিনুল ইসলামের নির্দেশনায় এ অভিযান পরিচালনায় সাথে ছিলেন নিউ মার্কেট থানার চৌকস পুলিশ অফিসার এস আই মোঃ সজিব মিয়া, এস আই রায়হান, এস আই হালিম সহ প্রমুখ।
এমএসএম / এমএসএম

ওয়ারিতে রাজউকের উচ্ছেদ অভিযান, অবৈধ নির্মাণাধীন ভবনে উচ্ছেদ ও মিটার জব্দ

ইসলামী আন্দোলনের এমপি প্রার্থী ঢাকা-১১ আসনে ফজলে বারী মাসউদ ও ঢাকা-১৮ আসনে আনোয়ার হোসেন

জাতীয় সাংবাদিক সংস্থার আয়োজনে “সাংবাদিক সুরক্ষা আইন” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

মামলায় নাম জড়িয়ে ব্যবসায়ী আকবর’কে হয়রানি,প্রশাসনীক চার দপ্তরে লিখিত অভিযোগ

গুলশান-বনানীতে মার্ডারের পরও থেমে নেই স্পা ও বিভিন্ন লাউঞ্জের নামে অবাধ অপরাধচক্র

ব্যবসায়ী রাজু’কে উদ্দ্যোশ্য প্রণোদিত মামলা, ডিএমপি কমিশনার কার্যালয়ে অভিযোগ

তরুণ সাংবাদিক ইসমাইল হোসেন: সংবাদ পেশা থেকে মানবসেবার অগ্রদূত

জনগণ যেদিকে চায় বিএনপি সেদিকে থাকবে: মোস্তফা জামান

শ্রমিকের অধিকার পূরণ না করে নতুন বাংলাদেশের যাত্রা হবে না-জোনায়েদ সাকি

ডেমরা রাজস্ব সার্কেল সহকারী কমিশনার (ভুমি) জাকির হোসেনের দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে ভুমি মন্ত্রণালয়ে অভিযোগ

শূন্য থেকে শুরু করা শাকিব এখন সফল মার্কেটিং উদ্যোক্তা

ইউনুস সরকারকে উৎখাতে কাফনের কাপড় পরে আন্দোলকারীদের অবৈধ সম্পদের সন্ধানে গোয়েন্দারা
