নিউমার্কেটে দক্ষিণ সিটি কর্পোরেশনের অভিযান, জরিমানা এক লক্ষ বিশ হাজার টাকা

রাজধানীর নিউমার্কেট থানাধীন নূর ম্যানশন,ধানমন্ডি হকার্স মার্কেট,বনলতা নিউ সুপার মার্কেটে অভিযান চালিয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ও ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স।
বুধবার (২০শে মার্চ) দুপুর ২ টার দিকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জাহাঙ্গীর আলমের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
তিনি জানান,ফায়ার সার্ভিস কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে মার্কেটের অগ্নি নিরাপত্তা ব্যবস্থায় মার্কেট গুলি কতটা ঝুঁকিপূর্ণ তা সরাসরি পর্যবেক্ষণ করে বিভিন্ন অসঙ্গতি সমাধানের নির্দেশনা দেওয়া হয়।
সরেজমিনে গিয়ে দেখা যায়, বিধিমালা ভঙ্গ করে এসির উপর শাড়ি থ্রি- পিস এর বাক্স স্তুুপ করে রাখা হয়েছে। যার দায়ে ধানমন্ডি হকার্স মার্কেটের ১৭ নং দোকান মোহনা সিল্ক কে পাঁচ হাজার টাকা জরিমানা এবং ধানমন্ডি হকার্স মার্কেট সমিতিকে এক লক্ষ টাকা জরিমানা করা হয়।
এছাড়াও অবৈধভাবে রাস্তা দখল করার দায়ে ভ্রাম্যমান দোকানকে পাঁচ হাজার টাকা জরিমানা,এবং ফুটপাতে গ্যাস সিলিন্ডার রাখার দায়ে মাদানী চায়ের বাড়ি রেস্টুরেন্ট কে দশ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
ধানমন্ডি হকার্স মার্কেট মালিক সমিতির পক্ষ থেকে আশ্বস্ত করা হয়, আগামী রোজার ঈদের পরবর্তী সাত দিনের মধ্যে অগ্নি নিরোধক ব্যবস্থা বাস্তবায়নে তারা যথাযথ পদক্ষেপ গ্রহণ করবেন।
এছাড়া ও রাস্তা দখল করে ভাসমান দোকান করার কারণে এরোপ্লেন মসজিদের সামনে থেকে অবৈধ দোকান উচ্ছেদ করে জব্দ করা হয়।
ম্যাজিস্ট্রেট জাহাঙ্গীর আলম বলেন, নূর ম্যানশন মার্কেটটি ঘুরে এসে এটিকে ঝুঁকিপূর্ণ ভবন হিসেবে চিহ্নিত করা হয়েছে। মার্কেট কমিটিকে অগ্নি নিরাপত্তা প্রদানে অতিসত্বর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার নির্দেশনা দেওয়া হয়েছে।
এছাড়া ধানমন্ডি হকার্স মার্কেট কে অতি ঝুঁকিপূর্ণ ভবন হিসেবে চিহ্নিত করা হয়েছে, এ মার্কেট কমিটিকে আগামী ঈদ পরবর্তী সাত দিনের মধ্যে
মার্কেটের অগ্নি প্রতিরোধ ব্যবস্থার যাবতীয় সরঞ্জামাদি নিশ্চিত করতে বলা হয়েছে। তিনি আরও বলেন, মার্কেট কমিটিকে ইতিপূর্বে ফায়ার সার্ভিস হতে নোটিশ দেওয়া শর্তেও কোনরুপ ব্যবস্থা গ্রহণ না করাই এক লক্ষ টাকা জরিমানা করা হয়েছে।
নিউমার্কেট থানার অফিসার ইনচার্জ জনাব আমিনুল ইসলামের নির্দেশনায় এ অভিযান পরিচালনায় সাথে ছিলেন নিউ মার্কেট থানার চৌকস পুলিশ অফিসার এস আই মোঃ সজিব মিয়া, এস আই রায়হান, এস আই হালিম সহ প্রমুখ।
এমএসএম / এমএসএম

শ্রদ্ধামিশ্রিত ভালোবাসা ও সম্মান প্রদর্শনের মাধ্যমে প্রবীণদের পাশে থাকতে হবে

যাত্রাবাড়ীর অন্বেষা কর্পোরেশন (প্রদীপ ব্রান্ড) নিয়ে বিতর্ক

কোটিপতি হয়েও সরকারি খাস জমি দখল করে দোকান ভাড়া দিচ্ছেন আব্দুল হাই গং

মালিবাগে সোনার দোকানে দুর্ধর্ষ চুরি, ৫০০ ভরি স্বর্ণালঙ্কার চুরির অভিযোগ

গুলশান থানা এলাকা হবে অপরাধ মুক্ত: ওসি হাফিজুর রহমান

বিএসটিআই মহাপরিচালকের সাথে কসোভোর রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

অখণ্ডতার বিরুদ্ধে ভারতের ষড়যন্ত্রের অভিযোগ ইন্তিফাদা বাংলাদেশের

সদরঘাট পাইকারি বাজারে আগুন

ঢাকা ওএমএস ডিলার নিয়োগে অনিয়মের প্রতিবাদ সভা

সঠিক প্রক্রিয়ায় টেন্ডার না হওয়ায়, কাজ সম্পূর্ণে ব্যর্থ হচ্ছে ঠিকাদারি প্রতিষ্ঠান

রাজধানীর গুলশান-বনানী মণ্ডপে প্রতিমা বিসর্জন শেষে মা দূর্গার শান্তির জল প্রদান

‘সমন্বয়ক’পরিচয়ে উত্তরায় বেপরোয়া আকাশ
