সাতকানিয়ায় ঈদ উদযাপনে কোন বিশৃঙ্খলা বরদাস্ত করা হবেনা

চট্টগ্রাম সাতকানিয়া উপজেলা পবিত্র ঈদ-উল-ফিতর নির্বিঘ্নে উদযাপনের লক্ষ্যে এবং সাতকানিয়া থানা এলাকায় সার্বিক আইনশৃঙ্খলা অবনতি রোধকল্পে সাতকানিয়া থানা ওসির উদ্যোগে ব্যতিক্রমী কার্যক্রম গ্রহন করেন।উক্ত উপজেলার এলাকার চাকরিজীবী বিভিন্ন ব্যবসায়ী যাতে নির্বিঘ্নে বাড়ি আসতে পারে বিপদজনক গুরুত্বপূর্ণ সকল পয়েন্টে সাতকানিয়া পুলিশ কাজ শুরু করে দিয়েছে। ক্ষেত্র বিশেষে যেসব এলাকায় আইন শৃঙ্খলা অবনতি ঘটছে এবং আইন শৃঙ্খলা অবনতির পেছনে যাদেও সংশ্লিষ্ট পাওয়া যাচ্ছে দ্রুতগতিতে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছেন।যেকোনো সহিংসতা এড়াতে সার্বক্ষণিক সাতকানিয়া থানার পুলিশ টিম মাঠে কাজ করছে৷
সাতকানিয়া থানার সার্কেল ও অতিরিক্ত পুলিশ সুপার শিবলী নোমান বলেন, আসন্ন পবিত্র ঈদ-উল-ফিতর যেন নির্বিঘ্নে সম্পন্ন করা যায় সে লক্ষ্যে সাতকানিয়া থানা পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে৷ বাসস্টান্ড, মার্কেট এবং হাট বাজার ঈদের জামাত সহ বিভিন্ন জনবহুল স্থানে সাতকানিয়া থানা পুলিশের নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সকে বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে মহড়া দেয়ার ব্যপারেও পরামর্শ প্রদান করা হয়েছে।
ঈদুল ফিতর উপলক্ষে সাতকানিয়া উপজেলার সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সাতকানিয়া থানা অফিসার ইনচার্জ প্রিটন সরকার (৪ এপ্রিল ২০২৪ বৃহস্পতিবার) একান্ত সাক্ষাৎকারে বলেন, ঈদযাত্রা নির্বিঘ্ন ও গণমানুষের যাতায়াতে ভোগান্তি এড়াতে উপজেলার বিভিন্ন বাজারে যানজট নিরসনে থানা ও ট্রাফিক পুলিশ সদস্যরা যানজট নিয়ন্ত্রণে কাজ করছে ৷এবং আমাদের পুলিশ বাহিনী দায়িত্বের পাশাপাশি পথচারীদের রাস্তা পারাপারেও তাঁরা সহায়তা করছেন।
তিনি আরো বলেন, চট্টগ্রাম জেলার সুযোগ্য মান্যবর পুলিশ সুপার মহোদয়ের নির্দেশক্রমে এবং অতিরিক্ত পুলিশ সুপার সাতকানিয়া সার্কেল শিবলী নোমান মহোদয়ের দিক-নির্দেশনায় সাতকানিয়া থানা এলাকার বিভিন্ন বিটে কর্মরত অফিসার, সহকারি বিট অফিসার ও থানা অন্যান্য অফিসারদেও নিয়ে আমি কার্যক্রম শুরু করেছি।আমাদের এ কর্মসূচি জঙ্গিবাদ, মাদক, ইভটিজিং প্রতিরোধ, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য স্থিতিশীল রাখা, গরু চুরি বিষয়ে সর্তক থাকা, ছিনতাই সহ সকল প্রকার অপরাধ সংঘটন হতে বিরত থাকা ঈদ উপলক্ষে মানুষের জানমাল রক্ষার বিষয়ে সাতকানিয়া থানা পুলিশ তৎপর রয়েছে ৷
বিভিন্ন অপরাধ প্রতিরোধ করার লক্ষ্যে সাতকানিয়া থানা পুলিশকে সহায়তা করা ও যেকোনো সমস্যায় থানা পুলিশের সহায়তা নেয়াসহ সকল প্রকার অপরাধ সম্পর্কিত অগ্রিম তথ্য প্রদান করে সাতকানিয়া থানা পুলিশ কর্তৃক সুষ্ঠু ও সুন্দর সেবা গ্রহন নিশ্চিত করার জন্য এবং থানা এলাকার সার্বিক আইন-শৃঙ্খলা রক্ষার্থে সহযোগিতা করার জন্য জনগণকে বিশেষ ভাবে অনুরোধ জানানো হয়।
এমএসএম / এমএসএম

বালু খেকোরা যত বড় হোক কাউকে ছাড় দেয়া হবে নাঃ ইউএনও তরিকুল ইসলাম

বন্দরবান জেলা পরিষদের প্রকল্প বাতিল, পিছিয়ে পরার ভয় ১৩ জনগোষ্ঠীর

পারিবারিক কলহের জেরে পিতার হাতে পুত্র খুন

চিলমারীতে বর্ণাঢ্য আয়োজনে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

কুড়িগ্রামে বাল্য বিবাহ প্রতিরোধ বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত

জয়পুরহাটে জেলা পরিষদের শিক্ষাবৃত্তির চেক প্রদান

ডায়াগণস্টিকে স্বাক্ষর জালিয়াতি : খাবারে নেই মেয়াদ, দুই প্রতিষ্ঠানকে জরিমানা

সাতক্ষীরা বাইপাস সড়কে প্রতিনিয়ত সড়ক দুর্ঘটনা, অভিযোগের তীর কর্তৃপক্ষের বিরুদ্ধে

সাঘাটা খাদ্য বান্ধব ডিলার এসোসিয়েশনের কার্য্যনির্বাহী কমিটি গঠন

পঞ্চগড়ে প্রাঃ শিক্ষা অফিসারের অর্থ কেলেঙ্কারি ব্যবস্থা নিতে গড়িমসি কতৃপক্ষের

সাতক্ষীরা শহরের ৯নং ওয়ার্ডের ওএমএস ডিলারের বিরুদ্ধে কারচুপির অভিযোগ

গোদাগাড়ীতে উন্নত জাতের মাসকলাই বীজ ও সার বিতরণ

কাজ শেষে না করেই লাশ হলো দুই বন্ধু, ট্রাকের ধাক্কায় দুই তরুণের মৃত্যুতে চলছে শোক
Link Copied