উত্তর শাহজাহানপুরের ফারুক ভাই: মানবতার কল্যাণকামী প্রচার-বিমুখ মানব

রাজধানীর উত্তর শাহজাহানপুরের আমতলা জামে মসজিদ কমিটির ৮ বছরের চলমান সফল সভাপতি, আবার ষাটের দশকের শেখ কামালের সহপাঠী-বন্ধু- এক বাক্যে এই হল এ. কে. এম. আব্দুর রহিম (ফারুক) এর পরিচয়। ১৯৫০ সালে পয়লা ফেব্রুয়ারী জন্মলাভ করেন তিনি। তার পৈত্রিক নিবাস নোয়াখালী, বাবা ছিলেন সনামধন্য পুলিশ সুপার। শৈশব থেকে বেড়ে ওঠা তাই কঠিন আদর্শের মধ্যে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মনোবিদ্যা বিভাগে পড়াকালে বংগবন্ধু তনয় শেখ কামালের সাথে তার সখ্যতা গড়ে ওঠে সহপাঠী হওয়ার কারণে। একত্রে মানব হিতকর কাজে দেখা যায় তাদের৷ কবি সুফিয়া কামালের টিমে রেড ক্রিসেন্ট এর সেবা মূলক কাজেও ব্যতিব্যস্ত থাকতেন জনাব ফারুক।
৭১ এর জলোচ্ছাস কালীন সাইক্লোন শেল্টারে সেচ্ছাসেবী ভূমিকায় জনাব ফারুক উল্লেখযোগ্য অবদান রেখেছিলেন। মুক্তিযুদ্ধে পরোক্ষভাবে ভীষণ কার্যকর সহযোগিতা করেছেন তিনি। এসবের রেশ পড়েছে গোটা জীবনে। ঢাকা স্টক এক্সচেঞ্জের সদস্য এ. কে. এম. আব্দুর রহিম (ফারুক)। আপাদমস্তক ব্যবসায়ী পেশায় থেকেও দান-দক্ষিণা ও জনকল্যাণমূলক কাজে অনন্য তিনি৷
উত্তর শাহজাহানপুর আমতলা জামে মসজিদের আধুনিকায়নে তার অবদান চির-সীকার্য। সুদৃশ্য সুউচ্চ মিনার নির্মাণ থেকে আরম্ভ করে ওযু খানার আধুনিকায়ন, নসজিদের ৩য় তলা পর্যন্ত শীতাতপ নিয়ন্ত্রিত করা, লাশঘরে লাশের সংরক্ষণের জন্য এসি স্থাপন, জানাজা ঘরের পরিবেশ উন্নয়ন, গীজার লাগানো, নিরাপত্তায় সিসি ক্যামেরা প্রতি তলায় স্থাপন সহ অসংখ্য উল্লেখযোগ্য কাজের উদ্যোক্তা এই কমিটির সভাপতি জনাব ফারুক৷ ফান্ড, টাকা উত্তোলন ও হাদিয়া সংক্রান্ত জবাবদিহিতা ও সচ্ছতা নিশ্চিত করণে তার লৌহমানবীয় ভূমিকা অতুলনীয়। উক্ত নসজিদের সৌন্দর্য বর্ধনে নয়নাভিরাম টাইলস, মনোরম ঝাড়বাতি লাগানো সহ ব্যক্তিগতভাবে সুদূরপ্রসারী সব পদক্ষেপ নিয়েছিলেন তিনি৷
এর বাইরেও নোয়াখালী, চট্টগ্রাম, কিশোরগঞ্জ এবং উত্তর বংগে কয়েকটি মসজিদের প্রতিষ্ঠাতা এই মহানুভব ব্যক্তি। হজ্জ সফর করার সৌভাগ্যও হয়েছে তার। যতদিন জীবিত আছেন, ততদিন এহেন কল্যাণকর কাজের সাথে নিজেকে সদা সম্পৃক্ত রাখতে চান উঁচু মনের অধিকারী এ. কে. এম. আব্দুর রহিম ফারুক।
এমএসএম / এমএসএম

রাজধানীর গুলশান-বনানী মণ্ডপে প্রতিমা বিসর্জন শেষে মা দূর্গার শান্তির জল প্রদান

‘সমন্বয়ক’পরিচয়ে উত্তরায় বেপরোয়া আকাশ

উপকূলীয় নারীদের কথা তুলে ধরলেন অধ্যাপক ড. জুলফিকার

পূর্বাচল ৩০০ ফিট সড়কে ফুটওভার ব্রিজের দাবিতে বিক্ষোভ

ডিএমপির মুগদায় মাদক কারবারিদের হামলায় এসআই গুরুতর আহত

৪৮তম (বিশেষ) বিসিএস-এ উত্তীর্ণ সব চিকিৎসকদের নিয়োগের দাবিতে সংবাদ সম্মেলন

“বিএনপি মানুষের প্রত্যাশা পূরণে পরিকল্পিতভাবে কাজ করবে” : ব্যারিস্টার অমি

ভক্ত-দর্শনার্থীদের আবেগে মুখরিত উত্তরা সার্বজনীন মন্দির প্রাঙ্গণ

কৃষক লীগ নেতা মোজাজ্জেল ঢালী এখন স্বেচ্ছাসেবক দলে পদ পেতে মরিয়া

আশুলিয়াকে "উচ্চ শিক্ষা নগরী" গড়তে পাঁচ বিশ্ববিদ্যালয়ের একসাথে পথচলা

কোতোয়ালী থানা প্রেসক্লাবের জাঁকজমকপূর্ণ উদ্বোধন: সাংবাদিক সমাজে আনন্দ ও উচ্ছ্বাস

মেহনতী ও শ্রমজীবী মানুষের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত
