ঢাকা বৃহষ্পতিবার, ১১ সেপ্টেম্বর, ২০২৫

দেশীয় চোলাই মদ পাচারের ট্রানজিট পয়েন্ট কেরানিহাট-বান্দরবান মহাসড়ক


সৈয়দ আককাস উদদীন, সাতকানিয়া  photo সৈয়দ আককাস উদদীন, সাতকানিয়া
প্রকাশিত: ৮-৪-২০২৪ দুপুর ২:৫১

বান্দরবান পার্বত্য জেলা হতে চট্টগ্রামের বিভিন্ন উপজেলা এবং শহরে যাতায়াতের একমাত্র ব্যস্ততম মাধ্যম কেরানিহাট-বান্দরবান মহাসড়ক। চট্টগ্রামের সাতকানিয়ার উপর দিয়ে নির্মিত সড়কটি বান্দরবানে গিয়ে শেষ হয়েছে। সে সুবাধে এই সহজ যোগাযোগের মাধ্যমকে কাজে লাগিয়ে প্রতিদিন পাচার হচ্ছে সহস্রাধিক লিটার দেশীয় চোলাই মদ।

বান্দরবান পার্বত্য জেলার বিভিন্ন এলাকা থেকে কেরানিহাট-বান্দরবান মহাসড়ক হয়ে প্রতিদিন চট্টগ্রামের বিভিন্ন উপজেলা ও শহরে অবাধে প্রবেশ করছে হাজার লিটার দেশীয় চোলাই মদ। স্থানীয় প্রশাসন এসব চোরাচালানকারীদের বিরুদ্ধে শক্ত অবস্থান নিলেও কোনো ভাবেই যেন থামছে না তাদের দৌরাত্ম্য।

বিগত এক মাসে সাতকানিয়া থানা এবং ২ এপিবিএন মেঘলা বান্দরবানের বিশেষ অভিযানে কয়েক শতাধিক লিটার দেশীয় চোলাই মদ সহ আটক হয়েছে বেশ কয়েকজন চোরাচালানকারী এবং তাদের ব্যবহৃত গাড়ি। তবে আদালত থেকে জামিনে বের হয়ে আবারো একই কাজে লিপ্ত হচ্ছেন অনেকে।

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক সূত্র জানায়, বান্দরবান হতে চট্টগ্রামের বিভিন্ন উপজেলা ও শহরে যাতায়াতের একমাত্র মাধ্যম হলো কেরানিহাট-বান্দরবান মহাসড়ক। এই মহাসড়কের বান্দরবান অংশের রেইচা, থলিপাড়া, মাঝেরপাড়া এবং সুয়ালকের বিভিন্ন এলাকা থেকে দেশীয় চোলাই মদ সংগ্রহ করে চোরাচালানকারীরা। সংগ্রহকৃত মদের চালান বিভিন্ন যানবাহনের সাহায্যে এই মহাসড়কের সাতকানিয়া অংশ হয়ে চট্টগ্রামের বিভিন্ন উপজেলা এবং শহরে পাচার করে তাঁরা। বেশিরভাগ ক্ষেত্রে চোরাচালানে ব্যবহৃত যানবাহন হিসেবে সিএনজিচালিত অটোরিক্সাকে বেঁচে নেওয়া হয়। তবে অধিকাংশ সময় সাতকানিয়া থানা পুলিশের হাতে কিছু চোরাচালানকারী মদ সহ আটক হলেও বেশিরভাগ মদের চালান প্রবেশ করছে চট্টগ্রাম শহর সহ জেলার বিভিন্ন অঞ্চলে।

সাতকানিয়া থানার সেকেন্ড অফিসার মোস্তাক আহমেদ বলেন, সাতকানিয়া থানা পুলিশ দেশীয় চোলাই মদ চোরাচালানকারীদের বিরুদ্ধে বিভিন্ন সময় অভিযান পরিচালনা করলেও প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে মাদক কারবারিরা মদের চালান পাচার করে আসছে। ইতিমধ্যে সোর্সের তথ্য এবং গোপন সংবাদের ভিত্তিতে কেরানিহাট-বান্দরবান মহাসড়কের সাতকানিয়া অংশের হলুদিয়া, বড়দুয়ারা, বাজালিয়া, বুড়ির দোকান ও কেরানিহাট এলাকায় বিভিন্ন সময় অস্থায়ী চেকপোস্টের মাধ্যমে দেশীয় চোলাই মদ সহ বেশ কয়েকজন মাদক চোরাচালানকারীকে আটক করে আদালতের নিকট সোপর্দ করা হয়েছে। পাশাপাশি মাদক কারবারিদের বিরুদ্ধে থানা প্রশাসনের তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে।

এই রুটে নিয়মিত অভিযান এবং তদারকির মাধ্যমে মাদক চোরাচালানকারীদের নির্মূলে প্রশাসন কার্যকরী পদক্ষেপ গ্রহণ না করলে চট্টগ্রাম ও আশেপাশের এলাকাগুলো দেশীয় চোলাই মদের আতুড়ঘরে পরিনত হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

এমএসএম / এমএসএম

বালু খে‌কোরা যত বড় হোক কাউকে ছাড় দেয়া হ‌বে নাঃ ইউএনও ত‌রিকুল ইসলাম

‎বন্দরবান জেলা পরিষদের প্রকল্প বাতিল, পিছিয়ে পরার ভয় ১৩ জনগোষ্ঠীর

পারিবারিক কলহের জেরে পিতার হাতে পুত্র খুন

চিলমারীতে বর্ণাঢ্য আয়োজনে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

কুড়িগ্রামে বাল্য বিবাহ প্রতিরোধ বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত

জয়পুরহাটে জেলা পরিষদের শিক্ষাবৃত্তির চেক প্রদান

ডায়াগণস্টিকে স্বাক্ষর জালিয়াতি : খাবারে নেই মেয়াদ, দুই প্রতিষ্ঠানকে জরিমানা

সাতক্ষীরা বাইপাস সড়কে প্রতিনিয়ত সড়ক দুর্ঘটনা, অভিযোগের তীর কর্তৃপক্ষের বিরুদ্ধে

‎সাঘাটা খাদ্য বান্ধব ডিলার এসোসিয়েশনের কার্য্যনির্বাহী কমিটি গঠন

পঞ্চগড়ে প্রাঃ শিক্ষা অফিসারের অর্থ কেলেঙ্কারি ব্যবস্থা নিতে গড়িমসি কতৃপক্ষের

সাতক্ষীরা শহরের ৯নং ওয়ার্ডের ওএমএস ডিলারের বিরুদ্ধে কারচুপির অভিযোগ

গোদাগাড়ীতে উন্নত জাতের মাসকলাই বীজ ও সার বিতরণ

কাজ শেষে না করেই লাশ হলো দুই বন্ধু, ট্রাকের ধাক্কায় দুই তরুণের মৃত্যুতে চলছে শোক