দেশীয় চোলাই মদ পাচারের ট্রানজিট পয়েন্ট কেরানিহাট-বান্দরবান মহাসড়ক
বান্দরবান পার্বত্য জেলা হতে চট্টগ্রামের বিভিন্ন উপজেলা এবং শহরে যাতায়াতের একমাত্র ব্যস্ততম মাধ্যম কেরানিহাট-বান্দরবান মহাসড়ক। চট্টগ্রামের সাতকানিয়ার উপর দিয়ে নির্মিত সড়কটি বান্দরবানে গিয়ে শেষ হয়েছে। সে সুবাধে এই সহজ যোগাযোগের মাধ্যমকে কাজে লাগিয়ে প্রতিদিন পাচার হচ্ছে সহস্রাধিক লিটার দেশীয় চোলাই মদ।
বান্দরবান পার্বত্য জেলার বিভিন্ন এলাকা থেকে কেরানিহাট-বান্দরবান মহাসড়ক হয়ে প্রতিদিন চট্টগ্রামের বিভিন্ন উপজেলা ও শহরে অবাধে প্রবেশ করছে হাজার লিটার দেশীয় চোলাই মদ। স্থানীয় প্রশাসন এসব চোরাচালানকারীদের বিরুদ্ধে শক্ত অবস্থান নিলেও কোনো ভাবেই যেন থামছে না তাদের দৌরাত্ম্য।
বিগত এক মাসে সাতকানিয়া থানা এবং ২ এপিবিএন মেঘলা বান্দরবানের বিশেষ অভিযানে কয়েক শতাধিক লিটার দেশীয় চোলাই মদ সহ আটক হয়েছে বেশ কয়েকজন চোরাচালানকারী এবং তাদের ব্যবহৃত গাড়ি। তবে আদালত থেকে জামিনে বের হয়ে আবারো একই কাজে লিপ্ত হচ্ছেন অনেকে।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক সূত্র জানায়, বান্দরবান হতে চট্টগ্রামের বিভিন্ন উপজেলা ও শহরে যাতায়াতের একমাত্র মাধ্যম হলো কেরানিহাট-বান্দরবান মহাসড়ক। এই মহাসড়কের বান্দরবান অংশের রেইচা, থলিপাড়া, মাঝেরপাড়া এবং সুয়ালকের বিভিন্ন এলাকা থেকে দেশীয় চোলাই মদ সংগ্রহ করে চোরাচালানকারীরা। সংগ্রহকৃত মদের চালান বিভিন্ন যানবাহনের সাহায্যে এই মহাসড়কের সাতকানিয়া অংশ হয়ে চট্টগ্রামের বিভিন্ন উপজেলা এবং শহরে পাচার করে তাঁরা। বেশিরভাগ ক্ষেত্রে চোরাচালানে ব্যবহৃত যানবাহন হিসেবে সিএনজিচালিত অটোরিক্সাকে বেঁচে নেওয়া হয়। তবে অধিকাংশ সময় সাতকানিয়া থানা পুলিশের হাতে কিছু চোরাচালানকারী মদ সহ আটক হলেও বেশিরভাগ মদের চালান প্রবেশ করছে চট্টগ্রাম শহর সহ জেলার বিভিন্ন অঞ্চলে।
সাতকানিয়া থানার সেকেন্ড অফিসার মোস্তাক আহমেদ বলেন, সাতকানিয়া থানা পুলিশ দেশীয় চোলাই মদ চোরাচালানকারীদের বিরুদ্ধে বিভিন্ন সময় অভিযান পরিচালনা করলেও প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে মাদক কারবারিরা মদের চালান পাচার করে আসছে। ইতিমধ্যে সোর্সের তথ্য এবং গোপন সংবাদের ভিত্তিতে কেরানিহাট-বান্দরবান মহাসড়কের সাতকানিয়া অংশের হলুদিয়া, বড়দুয়ারা, বাজালিয়া, বুড়ির দোকান ও কেরানিহাট এলাকায় বিভিন্ন সময় অস্থায়ী চেকপোস্টের মাধ্যমে দেশীয় চোলাই মদ সহ বেশ কয়েকজন মাদক চোরাচালানকারীকে আটক করে আদালতের নিকট সোপর্দ করা হয়েছে। পাশাপাশি মাদক কারবারিদের বিরুদ্ধে থানা প্রশাসনের তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে।
এই রুটে নিয়মিত অভিযান এবং তদারকির মাধ্যমে মাদক চোরাচালানকারীদের নির্মূলে প্রশাসন কার্যকরী পদক্ষেপ গ্রহণ না করলে চট্টগ্রাম ও আশেপাশের এলাকাগুলো দেশীয় চোলাই মদের আতুড়ঘরে পরিনত হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
এমএসএম / এমএসএম
দেশের উত্তর-পশ্চিমাঞ্চল দিয়ে শুরু হচ্ছে শীত, প্রথম শৈত্যপ্রবাহ ডিসেম্বরে
চট্টগ্রামে অশুভ সূচনা: গ্যাং লিডার থেকে বিএনপির প্রচারণায়, কে এই বাবলা?
তানোরে বিষ পানে গৃহবধূর মৃত্যু
তাড়াশে ভিপি আয়নুলের জনসংযোগ ও পথসভা
৯ পেরিয়ে ১০-এ পদার্পণ কোনাবাড়ী শাহীন ক্যাডেট স্কুল এন্ড কলেজ
থামছেই না ছড়াও, দখল করে ভবন নির্মাণ কাজ
বাঁশখালীতে রিক্সা চালক শ্রমিক কল্যাণ ইউনিয়ন নির্বাহী কমিটির বার্ষিক সাধারণ সভা
নোয়াখালীতে যৌন-প্রজনন স্বাস্থ্য ও লিঙ্গ ভিত্তিক সহিংসতা প্রতিরোধ সভা
চাঁপাইনবাবগঞ্জ -২ এ,ধানের শীষের কান্ডারী ইঞ্জি: মাসুদ'কে চায় সাধারণ মানুষ ও বিএনপি'র নেতাকর্মীরা
পটুয়াখালীর রাঙ্গাবালীতে শ্রমিক দলের আহ্বায়ক জুয়েলের বিরুদ্ধে কমিটি বাণিজ্যের অভিযোগ
কাউনিয়ায় মেয়েকে ধর্ষণের চেষ্টায় পিতা পুলিশের হাতে
বাঁশখালীতে জমি বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় নিহত, গ্রেপ্তার-৩