ঢাকা বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫

হাসপাতালের সিন্ডিকেট ভেঙ্গে দিলেন মন্ত্রী নানক


নিজাম উদ্দিন photo নিজাম উদ্দিন
প্রকাশিত: ১৭-৪-২০২৪ দুপুর ৩:৩৭

ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্স হাসপাতালের সিন্ডিকেট ভেঙ্গে দিলেন মন্ত্রী। এই হাসপাতালটিতে দীর্ঘদিন যাবত আগারগাঁও এলাকার একটি স্থানীয় গ্রুপ সিন্ডিকেট করে রেখেছিল। এর মধ্যে বড় সমস্যা ছিলো এ্যাম্বুলেন্স নিয়ে। এখানে আগত রুগীর স্বজনদের নিজেদের এ্যাম্বুলেন্স ভাড়া করতে দেওয়া হতো না। সিন্ডিকেটের কারণে আগত রুগীর স্বজনদের পরতে হতো চরম ভোগান্তিতে। এই দীর্ঘদিনের সিন্ডিকেট ভেঙ্গে দিলো আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক। 

গত ১৪ এপ্রিল রবিবার মন্ত্রী নিউরোসায়েন্স হাসপাতালে গেলে এই সিন্ডিকেটের কার্যক্রম চোখে পড়ে, এমন ঘটনা দেখে মন্ত্রী সাথে সাথে সিন্ডিকেট বন্ধ করার নির্দেশ দেন। অন্য এক সূত্রে জানা যায় হাসপাতালে সিন্ডিকেটের বিষয়টি নিউরোসায়েন্স এর পরিচালক    কাজী দীন মোহাম্মদও সরাসরি মন্ত্রীকে অবহিত করেন। এসময় মন্ত্রীর উপস্থিতিতে সিন্ডিকেটের ৪ সদস্যকে আটক করে শেরেবাংলা নগর থানা পুলিশ। আটকের বিষয়টি নিশ্চিত করেছেন শেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আহাদ আলী। 

এ ঘটনার পর ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস হাসপাতালে সরেজমিনে গেলে দেখা যায় ঢাকার বাইরে থেকে অগুনিত রোগী বিভিন্ন স্থান থেকে এসে ভর্তি হচ্ছে আবার কেউ রোগমুক্ত হয়ে নিজ গন্তব্য ফিরে যাচ্ছেন। যে যার মত করে এ্যাম্বুলেন্স ভাড়া করছেন। সাধারণ রোগীদের দাবি সরকারি কোনো হাসপাতালেই যেনো দালাল এবং সিন্ডিকেট না থাকে। দালাল এবং সিন্ডিকেটের কারণে অনেক ভোগান্তিতে পরতে হয় আগত রুগী ও তার স্বজনদের।

এবিষয় স্থানীয়দের সাথে কথা বললে স্থানীয়রা জানান, এই আগারগাঁও এলাকায় স্থানীয় একটা গ্রুপ রয়েছে, এরা আওয়ামী লীগের অঙ্গসংগঠনের পরিচয় দিয়ে বিভিন্ন ধরনের চাঁদাবাজি এবং সিন্ডিকেট করে আসছেন, এদের বিষয় একাধিকবার সংবাদ প্রচার হলেও এখন পর্যন্ত কেউ কোনো ব্যবস্থা নেননি।

এখন তো জাহাঙ্গীর কবির নানক আবারো এমপি এবং মন্ত্রী হয়েছেন আশাকরি তিনিই এই এলাকার সকল সমস্যা সমাধান করবেন।  স্থানীয়রা আরো বলেন এই এলাকায় আর কোন চাঁদাবাজ সন্ত্রাসী সিন্ডিকেট দেখতে চাইনা। 

সরেজমিনে গেলে নাম উঠে আসে সিন্ডিকেটের মুলহোতা ২৮ নং ওয়ার্ডের স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি আসাদের। তিনি ঢাকা উত্তর সিটি করপোরেশনের ২৮ নং ওয়ার্ড কাউন্সিলর ফোরকানের ছোট ভাই।  অন্য এক সূত্রে জানা যায় নিউরোসায়েন্স হাসপাতালে আসাদের রয়েছে এ্যাম্বুলেন্স সিন্ডিকেট। তার সহযোগি হিসেবে রয়েছে বেশ কয়েকজনের নাম। নুরুজ্জামান, রবিউল, আয়নালসহ আরো বেশ কয়েকজন মিলে হাসপাতালের এই এম্বুলেন্স সিন্ডিকেট পরিচালনায় জড়িত। এরা সবাই আসাদের সহযোগী বলে স্থানীয়দের দাবি। এ্যাম্বুলেন্স প্রতি টাকা আদায় করতো এরা, কোনো ড্রাইভার তাদের নির্ধারিত টাকা না দিলে করা হতো অমানবিক নির্যাতন। এভাবেই বছরের পর বছর সিন্ডিকেট চালিয়ে গেছে আসাদ সিন্ডিকেট। 

সরেজমিনে গেলে কয়েকজন এ্যাম্বুলেন্স ড্রাইভাররা বলেন, মন্ত্রী আসায় এখন আর সিন্ডিকেট নাই, দেখা যাক কতদিন এভাবে চলে। তারা আরো বলেন, হাসপাতালে মন্ত্রী আসায় এখন সিন্ডিকেটের অনেকেই গা ঢাকা দিয়েছেন।

হাসপাতালের আশেপাশের লোকজন বলাবলি করছেন, এতোদিনের সিন্ডিকেট একদিনেই ভেঙ্গে দিলেন জাহাঙ্গীর কবির নানক। হাসপাতালের এক স্টাফ নাম প্রকাশ না করার শর্তে বলেন, মন্ত্রী হাসপাতালে আসায় এখন কিছুটা স্বস্তি মিলেছে। তার নির্দেশ রয়েছে এখানে কোনো সিন্ডিকেট থাকবে না। 

স্থানীয়রা অভিযোগ করে বলেন, কাউন্সিলরের ভাই আসাদের নিয়ন্ত্রণে চলছিল নিউরোসায়েন্স হাসপাতালের এ্যাম্বুলেন্স সিন্ডিকেট। কিন্তু মন্ত্রী হাসপাতালে আসায় সেই সিন্ডিকেট ভেঙ্গে দিয়েছেন। স্থানীয়রা আরো বলেন, আসাদের বিরুদ্ধে এর আগে নানা অপরাধের একাধিক গণমাধ্যমে খবর প্রকাশিত হলেও কেউ কোনো ব্যবস্থা নেয়নি। এবারই প্রথম জাহাঙ্গীর কবির নানক নিউরোসায়েন্স হাসপাতাল এসে তাদের সিন্ডিকেট ভেঙ্গে দিছেন। 

এ বিষয় কথা হয় আগারগাঁও এলাকায় বসবাস করা আওয়ামী কৃষক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এ কে আজম খানের সাথে।  তিনি সকালের সময়কে বলেন,  নিউরোসায়েন্স হাসপাতালের দীর্ঘদিন যাবত সিন্ডিকেট করে রেখেছিল কাউন্সিলর ফোরকানের ভাই আসাদ। সেই সিন্ডিকেট ভেঙ্গে দিয়েছেন মন্ত্রী, এতে স্বস্তি মিলেছে ঐ হাসপাতালে বলে আমি জেনেছি।

তিনি আরো বলেন সরকারি গুরুত্বপূর্ণ এলাকা হচ্ছে রাজধানীর আগারগাঁও এই এলাকাটি ২৮ নং ওয়ার্ড হওয়ায় কাউন্সিলরের ছোট ভাই আসাদ সিন্ডিকেট করে একনায়কতন্ত্র গড়ে তুলেছেন। কেউ এর প্রতিবাদ করলে তার উপর নেমে আসে হামলা ও মামলা। তিনি আরো বলেন, পুরো ২৮ নং ওয়ার্ডটি স্থানীয় কাউন্সিলর ও তার ভাইদের কথায় চলে। তাদেরই আধিপত্য ওয়ার্ড জুড়ে।  তারা এতো শক্তি ও ক্ষমতা কোথায় পায় তা কেউ জানে না। 

এবিষয় কাউন্সিলরের ভাই আসাদের সাথে মুঠোফোনে জানতে চাইলে তিনি সকালের সময়কে বলেন, আমি রাজনীতি করি আর রাজনৈতিক নেতাদের নামে বিভিন্ন লোকে বিভিন্ন ধরনের কথা বলবেই। এবং এবিষয়ে কোন ধরনের নিউজ না করার অনুরোধ করেন আসাদ।

এমএসএম / এমএসএম

তিতাস গ্যাস জাতীয়তাবাদী শ্রমিক কর্মচারী ইউনিয়ন সিবিএ এর অভিষেক ও শপথ অনুষ্ঠান

জাইকার সহায়তায় রাজউক কর্তৃক বাস্তবায়নাধীন TOD প্রকল্পের ৪র্থ সেমিনার আয়োজিত

ব্রিক ম্যানুফ্যাকচারিং ওনার্স অ্যাসোসিয়েশনের ছয় দফা দাবি

জাইকার সহায়তায় রাজউক কর্তৃক বাস্তবায়নাধীন TOD প্রকল্পের ৪র্থ সেমিনার অনুষ্ঠিত

কামরাঙ্গীরচর থানার মোঃ আমিরুল ডিএমপি লালবাগ বিভাগে শ্রেষ্ঠ অফিসার হিসেবে নির্বাচিত

পেশাদারিত্ব ও মানবিকতায় উজ্জ্বল দৃষ্টান্ত রাখায় বিশেষ সম্মাননা পেলেন ডিসি মহিদুল ইসলাম

ঝিনাইদহ অফিসার্স ফোরামের নতুন কমিটি গঠন

প্রকাশিত সংবাদের প্রতিবাদ

বিনামূল্যে ড্রাইভিং প্রশিক্ষণ শিখাচ্ছে পাথওয়ে

উত্তরায় SEDA ফাউন্ডেশনের ১৭তম মেধা যাচাইয়ে প্রায় ২ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণ

ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত ভবন পরিদর্শনে রাজউক চেয়ারম্যান, ঝুঁকিপূর্ণ স্থাপনায় নকশা দাখিল ও অপসারণের নির্দেশ

হাতপাখা নির্বাচিত হলে ঢাকা-১৮ কে একটি মডেল সিটি হিসেবে গড়ে তুলা হবেঃ আলহাজ্ব আনোয়ার

ডেমরায় সাংবাদিকদের সাথে জামায়াতে ইসলামী প্রার্থীর মত মতবিনিময় সভা