ঢাকা বৃহষ্পতিবার, ৬ নভেম্বর, ২০২৫

বায়তুশ শরফ কমপ্লেক্সের টাকা আত্মসাৎ মামলায় গ্রেফতার ২


সৈয়দ আককাস উদদীন, সাতকানিয়া  photo সৈয়দ আককাস উদদীন, সাতকানিয়া
প্রকাশিত: ১৮-৪-২০২৪ দুপুর ১২:৪১

সাতকানিয়া কেরানীহাট  বায়তুশ শরফ কমপ্লেক্সের বিপুল পরিমান টাকা আত্মসাৎ মামলায় গ্রেফতার হলেন, বায়তুশ শরফ কমপ্লেক্সের আওতাধীন বায়তুশ শরফ হোটেলের মালিক।আটকৃতরা হলেন উপজেলার  বারদোনা এলাকার হোছন নগরের শামশুল হকের ছেলে মো: আলী(৫৫)নাছির উদদীন(৪৯)।

১৮ই এপ্রিল(বৃহস্পতিবার)গভীর রাতে সাতকানিয়া উপজেলার কেরানীহাট এলাকার বায়তুশ শরফ হোটেল থেকে তাদের দুই সহোদরকে  গ্রেফতার করেন সাতকানিয়া থানার এসআই মাজহারুল ইসলাম।

জানা যায়,২০০২সালে বায়তুশ শরফ কমপ্লেক্সের পক্ষে জনৈক ওলামিয়া ফকির  থেকে একটি দলিল সৃজন করেন নাছির উদদীন আর মো:আলী দুই ভাই,প্রকৃত পক্ষে জনৈক ওলামিয়া ফকির নামে কেউ বায়তুশ শরফের কোন কালে কোন পদে দায়িত্বে ছিলেননা,এবং বায়তুশ শরফ কমপ্লেক্সের ইতিহাসে জনৈক ওলামিয়া ফকিরের অস্তিত্ব ও নেই,তবুও জালজালিয়াতির মাধ্যমে নাছির উদদীন এবং  মো:আলীর যোগসাজশে অলৌকিক একটা চুক্তি সম্পাদন করেন যার বাস্তব কোন অস্তিত্ব নেই।

ফলে কেরানী হাট বায়তুশ শরফের সবকিছু দেখভালের জন্য গত ২০২০সালের অক্টোবর মাসের ২১তারিখে বায়তুশ শরফের পীর আল্লামা শায়খ মাওলানা আব্দুল হাই(ম.জি.আ)সভাপতি ও আলহাজ্ব মো:মূসাকে সাধারণ সম্পাদক করে ৩বছরের জন্য কেরানীহাট বায়তুশ শরফ কমপ্লেক্সের ১৭জনের পরিচালনা পর্ষদের কমিটি গঠন করা হয়।

পরে নতুন কমিটি কর্তৃক বোর্ড মিটিং এ নিয়মতান্ত্রিক ভাবে বায়তুশ শরফ কমপ্লেক্সের বায়তুশ শরফ হোটেলের মূল চুক্তিপত্র দেখাতে বল্লে তখনই ভেসে আসে দেশের অন্যতম ধর্মীয় প্রতিষ্ঠান কেরানীহাট বায়তুশ শরফ হোটেলের জালিয়াতির মাধ্যমে করা জনৈক ওলামিয়া ফকিরের সাথে চুক্তির একটি ফটোকপি তবে সেটার অর্জিনাল দেখাতে নারাজ।

এক পর্যায়ে বর্তমান কমিটি সেটার তদারকি করলে বায়তুশ শরফ হোটেলটি নিজেরা আত্মসাৎ করার জন্য বিভিন্ন ভাবে ষড়যন্ত্র লিপ্ত হলে  বায়তুশ শরফ কমপ্লেক্সের সহ সভাপতি আহমদ সৈয়দ গত ৬-৬-২০২৩ তারিখে চট্টগ্রাম চীফ জুডিসিয়াল আদালতে নাছির আর মো:আলীসহ মোট ৫জনের বিরুদ্ধে জালজালিয়াতি ও প্রতারণা এবং টাকা আত্বসাৎ, ভূয়া দলিল সৃজনের অপরাধে একটি মামলা দায়ের করলে আদালত তাৎক্ষণিক মামলা আমলে নিয়ে চট্টগ্রাম জেলা পিবিআইকে তদন্তের নির্দেশ প্রদান করেন,পরে আদালত অন্তত ৮মাস তদন্ত করে রিপোর্ট দাখিল করলে আদালত তা গ্রহণ করে ৮-৪-২০২৪ তারিখে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আওলাদ হোসেন মো:জুনায়েদ এর আদালত গ্রেফতারী পরোয়ানা জারী করেন।

এদিকে বাদীর আইনজীবী এডভোকেট সাঈদুল আলম বলেন,বায়তুশ শরফের ট্রাস্টি সম্পত্তি জালজালিয়াতির মাধ্যমে আত্মসাৎ করার চেষ্টা করেছেন চক্রটি।

তদন্তের রিপোর্টে তা সুনির্দিষ্ট ভাবে প্রমাণিত হওয়ায় তাদের বিরুদ্ধে আদালত গ্রেফতারী পরোয়ানা জারী করেছেন।এদিকে বায়তুশ শরফ কমপ্লেক্সের সাধারণ সম্পাদক মুসা কোম্পানি বলেন,এই অপকর্ম করতে পেরেছে মূলত সহসভাপতি নেজাম সাহেবের মাধ্যমে কারণ তার আপন মেয়ে বিয়ে করছে হোটেল আলীর ভাগিনা তাই।

এমএসএম / এমএসএম

দেশের উত্তর-পশ্চিমাঞ্চল দিয়ে শুরু হচ্ছে শীত, প্রথম শৈত্যপ্রবাহ ডিসেম্বরে

চট্টগ্রামে অশুভ সূচনা: গ্যাং লিডার থেকে বিএনপির প্রচারণায়, কে এই বাবলা?

তানোরে বিষ পানে গৃহবধূর মৃত্যু

তাড়াশে ভিপি আয়নুলের জনসংযোগ ও পথসভা

৯ পেরিয়ে ১০-এ পদার্পণ কোনাবাড়ী শাহীন ক্যাডেট স্কুল এন্ড কলেজ

থামছেই না ছড়াও, দখল করে ভবন নির্মাণ কাজ

বাঁশখালীতে রিক্সা চালক শ্রমিক কল্যাণ ইউনিয়ন নির্বাহী কমিটির বার্ষিক সাধারণ সভা

নোয়াখালীতে যৌন-প্রজনন স্বাস্থ্য ও লিঙ্গ ভিত্তিক সহিংসতা প্রতিরোধ সভা

চাঁপাইনবাবগঞ্জ -২ এ,ধানের শীষের কান্ডারী ইঞ্জি: মাসুদ'কে চায় সাধারণ মানুষ ও বিএনপি'র নেতাকর্মীরা

পটুয়াখালীর রাঙ্গাবালীতে শ্রমিক দলের আহ্বায়ক জুয়েলের বিরুদ্ধে কমিটি বাণিজ্যের অভিযোগ

কাউনিয়ায় মেয়েকে ধর্ষণের চেষ্টায় পিতা পুলিশের হাতে

বাঁশখালীতে জমি বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় নিহত, গ্রেপ্তার-৩

নন্দীগ্রামে সিএনজি চালককে অপহরণ ও মুক্তিপণ নিয়ে ছেড়ে দেওয়ার অভিযোগ