জেনেভা ক্যাম্পে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষ, আসামি শতাধিক
মোহাম্মদপুরে জেনেভা ক্যাম্পে মাদকের টাকা ভাগাভাগি নিয়ে দুই গ্রুপের সংঘর্ষেনএখন পর্যন্ত শতাধিকের বিরুদ্ধে মামলা হয়েছে থানায়। পুলিশ বলছে ১০ থেকে ১২ জন গ্রেফতার হয়েছে আরো চেষ্টা চলছে। মাদক ব্যবসায়ীদের টাকা ভাগাভাগি নিয়ে ২ গ্রুপের মধ্যে ১২ ই মার্চ থেকে ১৭ এপ্রিল পর্যন্ত চলছে ধাওয়া পাল্টা ধাওয়া। বেশ কিছু দিন ধরে বন্ধ রয়েছে সেখানকার জনজীবন ও দোকানপাট।
স্থানীয় সূত্রে জানা যায় মাদকের টাকা ভাগাভাগি নিয়ে দুই গ্রুপের মধ্যে মারামারি চলছে দীর্ঘদিন ধরে। এতে ক্যাম্পের সাধারণ জনগণ থেকে শুরু করে দোকানদারদের ভোগান্তিতে পরতে হচ্ছে, ভোগান্তিতে পড়েছে সেখানাকার সাধারণ জনগণ সহ জনজীবন। এখন পর্যন্ত ১০০ জনের বিরুদ্ধে মামলা হয়েছে মোহাম্মদপুর থানা জানায় এরা সবাই ক্যাম্পের বাসিন্দা। এর আগে একেকজনের বিরুদ্ধে রয়েছে ৬ থেকে ৮ করে মামলা। বেশিরভাগ মামলাই মাদকের। পুলিশ বার বার তাদের মারামারি নিয়ন্ত্রণে আনলেও আবারো তারা নিজেদের মধ্যে সংঘর্ষে জড়িয়ে পরেন বলে জানান যায়।
মামলার এজাহারে দেখা যায় ১০০ একশ'র উপরে আসামি করে মামলা করেন মোহাম্মদপুর থানার উপপরিদর্শক এসআই মোহাম্মদ রেজাউল।এতে আসামি করা হয় সেলিম চুয়া সেলিম ও চোরা সেলিম (৩৩) মোঃ রাজা বাদশাও পিচ্চি রাজা(৩১) ওরফে গালকাটা (৩২)মোঃ রাজা বাদশাও পিচ্চি রাজা (৩১) মোঃ মনু ওরফে গালকাটা (৩২), পিতা: মতি, মোঃ সোহেল ও ভূঁইয়া সোহেল (২৯) বাসা নং-৫১৬, ব্লক-জি, সেক্টর-০৭ মোঃ ইমতিয়াজ (২৬), পিতা-মাসুদ রানা ছটু, আফতাব বোম বোম (৩৪), পিতা- মৃত আজগর,ব্লক-জি, সেক্টর-৭, বাবু (২৯), পিতা- মৃত আজগর,মোঃ সাদ্দাম হোসেন (৩১), পিতা-মোঃ আকবর,রাজু পাকিস্থানী রাজু (৩৩), মোঃ ইরফান (২৮), পিতা-মোঃ কামাল।
মোঃ রনি হোসেন (২৫), পিতা- ইসমাইল হোসেন।মোঃ জনি আলী (৩২), পিতা- মৃত-ইদ্রিস আলী, মোঃ রানা (২৭), পিতা-মোঃ সালাম, আলমগীর ওরফে আন্ডে (৩৭), পিতা। সবুর, নাদিম বেজী নাদিম (৩৩), পিতা-আব্দুল সগির, বাসা নং-৪৬০, ব্লক-জি, জেনেয়া ক্যাম্প, মোঃ জুয়েল (২৭), পিতা-মৃত খালেক কসাই, ফারজানা (৪৭), পিতা-মৃত আঃ সাত্তার, মাতা- ফিরোজা বেগম,, স্বামী-ইসরাইল, বাসা নং-৭৩, ব্লক-এ, জেনেভা ক্যাম্প, আরমান, পিতাঃফকিরা।লালন, পিতাঃ সিদ্দিক। শাহআলম, পিতাঃ জাবেদ বাসাঃ পার্সনাল হাট, ব্লক-আই, জেনেভা ক্যাম্প।ফয়সাল কালা ফয়সাল বাসাঃ ৬১৮ ব্লক-আই, জেনেভা ক্যাম্প।বিকি, পিতাঃনাঈম,বাসা-৩৫১ ব্লক-ই, জেনেভা ক্যাম্প।সামির, পিতাঃ কাল্প, বাসাঃ ৪১৮ ব্লক-ই, জেনেভা ক্যাম্প।আরজু (দ) কানা আরজু, পিতাঃঅজ্ঞাত বাসা পার্সনাল হাট, ব্লক-আই, জেনেভা ক্যাম্প।
মোসা: রানী (২৭), পিতা: মৃত রুস্তম, স্বামী-মোঃ জাহিদ, বাসা নং-৪২৬, ব্লক-এফ, জেনেভা ক্যাম্প।পারভেজ, পিতা। লাভলু কসাই। আনোয়ার হোসেন ওরফে কালে (২৮)পিতা মৃত ইসলাম।মুন্না (২০), পিতা: মোঃ ফেকন।মোঃ রাজা উরফে ডিলার রাজা (২৬)। মোঃ জয় (২৫)মোঃ রবিন (২৫) মোঃ নাঈম (৪২) মোঃ আসলাম উরফে মেন্টাল আসলামআমজাদ আলী উরফে সৈয়দ পুরিয়া বাবু (৩৫)শেখ আরশদ উরফে মোল্লা আরশাদ (৪৪)মোঃ রনি (৩৫), মোঃ শাহ আলম (৪২), মোঃ পারভেজ উরফে ডিলার পারভেজ (৩০), আনোয়ার হোসেন উরফে তোতলা আনবার (৪২), মোঃ আরিফ (২৩)মোঃ মঈনউদ্দীন খান উরফে বেড় (৩৮)মোঃ সাবির হোসেন উরফে রাজু (২৪), মোঃ গুলফাম (২৬)মোঃ নিয়াজ অশ্রাফি উরফে নাজায়েজ নিয়াজ (২৬) মোঃ সেলিম উরফে ময়লা সেলিম (৪৩), মোঃ মাসুম (৪৪),মোঃ ওমর (২৫)মোঃ বাল্লি (২৬) মোঃ নাদিম উরফে বুলু (৩২)মোঃ ইসতেখার (৩৮), মোঃ সেলিম উরফে টেরু সেলিম (৪৩), মোঃ আতিক(৩৩)মোঃ মাহতাব উরফে হিন্দ্রো মাহতাব (৪৫), ববিন ইসলাম উরফে ববিন (২৭), রনি (২৫), মোঃ সেলিম উরফে কিলার সেলিম (৩৮), মোঃ কামরান হোসেন (২৮)মোঃ আমিন (২৩), সনু (২৯), মোঃ ইরফান (২৪), মোহাম্মদ দ্বিন (৩৩), মোঃ আরিফ উরফে মাদক আরিফ (২৮), মোঃ মুরাদ (৩৮)গোলাম উরফে ডিলার গোলাম (৪০), মোঃ ইকবাল উরফে ডিলার ইকবাল (৪২), মোঃ পাল্প (৪৭)মোঃ মাসুম (৪৪), মোঃ জাহাঙ্গীর (৩৭), মাহমুদ উরফে পটল (৩৩), মোঃ হিরা (২৫), মোঃ দিলদার (২৮), ডিলার মুক্তার (৩৫), শামসাদ শাকিল (৪৬), বিঘ্ন (৩৪), দুলারা, (৩৭)মোঃ পাপ্পু (৪৪),রাজু (৪৭), সালমা (৩০), ফয়সালন কালা ফয়সাল,সামির,বেলুম লোহেল,রুবেল, আরমাননে লাম্বু আরমান, আদিল আশ্রাফি, ফায়জান আশ্রাফি, শাহাজাদা আশ্রাফি, সবুজ, সাগর, সুমন, বিজলী ওরফে গাঁজা বিজলী, কাইয়ুম, শুভ, সাজু, কসাই সোহেল, ভোলা মিয়া, ফেকু, টুটুল, সাকিল, রিয়াজ,ও জয়নাল, এদের সবার বাসা জেনেভা ক্যাম্পে।
ঘটনা সূত্রে জানা গত ১৩ এপ্রিল মোহাম্মদপুর থানা এলাকায় তাজমহল রোডস্থ শিয়া মসজিদের সামনে পুলিশের ডিউটি করা অবস্থায় রাত আটটার দিকে পুলিশ জানতে পারে জেনেভা ক্যাম্প ৫ নং সেক্টরস্থ ইজেগার ইমাম বারার সামনে রাস্তার উপর উপরোক্ত আসামীরা বিভিন্ন গ্রপে বিভক্ত হয়ে নিজেদের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে জেনেভা ক্যাম্পের ভিতর অস্থিরতা তৈরী ও আইনশৃঙ্খলার বিঘ্ন ঘটানোর জন্য ধ্বংসাত্মক ও অন্তর্ঘাতমূলক কার্য সংঘটনের লক্ষ্যে বর্ণিত স্থানে বিস্ফোরক দ্রব্য ককটেল বিশ্বরণ ঘটাচ্ছে।
বিষয়টি তাৎক্ষনিকভাবে অফিসার ইনচার্জসহ উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করেন ডিউটিতে থাকা পুলিশ সদস্যরা। এরপর পুলিশ পরিদর্শক অপারেশন, সবুজ রহমানের নেতৃত্ব রাত নয়টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।সূত্রে আরো জানা যায়, সে-সময় অভিযুক্ত আসামীরা ককটেল বিস্ফোরণের মতোও ঘটনা ঘটায় যার প্রত্যক্ষদর্শী হয়েছেন কয়েকজন। এরা বলেন এই জেনেভা ক্যাম্পে কয়েকদিন পর পরই এরকম তান্ডব শুরু করে মাদক ব্যবসয়ীরা। ক্যাম্পবাসি ও আসেপাশের বাসিন্দারা এদের কঠোর আইনের আওতায় এনে বিচারের দাবী জানান।
এবিষয় জানতে চাইলে মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মাহ্ফুজুল হক বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটালে তাদের বিরুদ্ধে মামলা হবেই।
জেনেভা ক্যাম্পের মারামারির ঘটনায় ২থেকে ৩ শ লোক আইন পরিপন্থী কাজ করেন। এর মধ্যে শতাধিককে সনাক্ত করে তাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে, এই মামলায় এখন পর্যন্ত ১০ থেকে ১২ জনকে গ্রেফতার করে আদালতে পাঠিয়েছি, বাকিদেরও গ্রেফতারের চেষ্টা চলছে।
ঢাকা উত্তর সিটি করপোরেশন ৩২ নং ওয়ার্ড কাউন্সিলর সৈয়দ হাসনূর ইসলাম রাষ্টন সকালের সময়কে বলেন, মাদকের ব্যাপারে কোন ছাড় দেইনা। তিনি আরো বলেন জেনেভা ক্যাম্পে মাদকের বেশ কয়েকটি গ্রুপ রয়েছে এরা কয়েকদিন পরপরই সংঘর্ষে জড়িয়ে পরে। তবে আইনশৃঙ্খলা পরিস্থিতির নিয়ন্ত্রণ রাখতে আমার কড়া হুশিয়ারী রয়েছে বলেও তিনি জানান। কাউন্সিলর শান্তি শৃঙ্খলা বজায় রাখতে প্রয়োজনে তাদেরকে এলাকা থেকে বিতাড়িত করা হবে
এমএসএম / এমএসএম
তিতাস গ্যাস জাতীয়তাবাদী শ্রমিক কর্মচারী ইউনিয়ন সিবিএ এর অভিষেক ও শপথ অনুষ্ঠান
জাইকার সহায়তায় রাজউক কর্তৃক বাস্তবায়নাধীন TOD প্রকল্পের ৪র্থ সেমিনার আয়োজিত
ব্রিক ম্যানুফ্যাকচারিং ওনার্স অ্যাসোসিয়েশনের ছয় দফা দাবি
জাইকার সহায়তায় রাজউক কর্তৃক বাস্তবায়নাধীন TOD প্রকল্পের ৪র্থ সেমিনার অনুষ্ঠিত
কামরাঙ্গীরচর থানার মোঃ আমিরুল ডিএমপি লালবাগ বিভাগে শ্রেষ্ঠ অফিসার হিসেবে নির্বাচিত
পেশাদারিত্ব ও মানবিকতায় উজ্জ্বল দৃষ্টান্ত রাখায় বিশেষ সম্মাননা পেলেন ডিসি মহিদুল ইসলাম
ঝিনাইদহ অফিসার্স ফোরামের নতুন কমিটি গঠন
প্রকাশিত সংবাদের প্রতিবাদ
বিনামূল্যে ড্রাইভিং প্রশিক্ষণ শিখাচ্ছে পাথওয়ে
উত্তরায় SEDA ফাউন্ডেশনের ১৭তম মেধা যাচাইয়ে প্রায় ২ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণ
ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত ভবন পরিদর্শনে রাজউক চেয়ারম্যান, ঝুঁকিপূর্ণ স্থাপনায় নকশা দাখিল ও অপসারণের নির্দেশ
হাতপাখা নির্বাচিত হলে ঢাকা-১৮ কে একটি মডেল সিটি হিসেবে গড়ে তুলা হবেঃ আলহাজ্ব আনোয়ার