ঢাকা বৃহষ্পতিবার, ২ অক্টোবর, ২০২৫

হাজারীবাগ বারৈখালী এলাকায় চার বছরের শিশু ধর্ষণের অভিযোগ উঠেছে


নিজাম উদ্দিন photo নিজাম উদ্দিন
প্রকাশিত: ২৪-৪-২০২৪ দুপুর ৪:৪৪

রাজধানীর হাজারীবাগ বারৈখালী বেড়িবাঁধ  এলাকায় চার বছরের একটি শিশুকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। গত ১৪ এপ্রিল হাজারীবাগ বেড়ীবাঁধ বারৈখালী এলাকায় ঘটনাটি ঘটে। এ ঘটনায়  মামলা হলেও এখন পর্যন্ত আসামি গ্রেফতার হয়নি বলে জানান স্থানীয়রা।

শিশুটি ঢাকা মেডিকেল ভর্তি হয়ে চারদিন চিকিৎসা শেষে বর্তমানে বাসায় রয়েছে বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। মেয়েটির বাবার অভিযোগ তার মেয়েকে ধর্ষণ করা হয়েছে কিন্তু মামলার এজাহারে দেখা যায়  মামলা হয়েছে ধর্ষণ চেষ্টার। মামলায় উল্লেখ করা হয় (৪) (খ) নারী ও শিশু নির্যাতন দমন আইন,২০০০ (সংশোধিত ২০২০) ধর্ষনের চেষ্টার অপরাধ। মামলা নং ১৪/ ১৪০

স্থানীয় সূত্রে জানা যায় ৮ থেকে ৯ মাস ধরে এই এলাকায় ভাড়া বাসায় বসবাস করে আসছিলেন ভুক্তভোগী পরিবারটি। শিশুটির পিতা বলেন,আমরা এই এলাকায় নতুন এসেছি, আমার মেয়ে রাস্তায় খেলা করছিল এসময় রাব্বি (১৯) নামে একটি ছেলে গরুর খামারের পাশে একটি বাথরুমের মধ্যে নিয়ে শিশুটিকে ধর্ষণ করে। শিশুটি এপ্রিলের ১৪ তারিখ রাত থেকে ঢাকা মেডিকেলে ভর্তি হয়ে চারদিন চিকিৎসা নিয়ে বাসায় এসেছে।

স্থনীয় একজন বলেন,ওই শিশুটিকে ১৪ এপ্রিল পহেলা বৈশাখের দিন আমি রাস্তায় দেখে চকলেট কিনে দিয়েছি, পরবর্তীতে শুনেছি শিশুটি ধর্ষণের শিকার হয়েছে এবং বর্তমান ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন রয়েছে তিনি আরো বলেন, এ ঘটনায় হাজারীবাগ থানায় একটি অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী পরিবার পরবর্তীতে একটি ধর্ষণ চেষ্টার মামলা হয়েছে বলে জানতে পেরেছি। 

ওই মামলায় হাজারীবাগ থানায় ১১ দিন পার হলেও এখনো কেউ গ্রেফতার হয়নি। এ ঘটনায় হাজারীবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর মোহাম্মদ সকালের সময়কে বলেন, ঘটনাটি ঈদের পরের ঘটনা, আমি ছুটিতে ছিলাম এসে শুনেছি এমন একটি ঘটনা ঘটেছে। আসামি গ্রেফতার হয়েছে কিনা জানিনা, জেনে আমি জানাতে পারবো। ওসি এ-ও বলেন যেহেতু মামলা হয়েছে অবশ্যই আসামি গ্রেফতার হবে।

শিশুটির পিতা অভিযোগ করে বলেন,আমরা গরিব মানুষ,আমাদের বিচার কে করবে?? আমার মেয়ে ১৪ এপ্রিল রাত থেকে  ঢাকা মেডিকেলে ওয়ানস্টপ ক্রাইসিস সিসিইউ তে চারদিন ভর্তি ছিলো। পুলিশের কাছে গেলে প্রথমে অভিযোগ নিয়েছে পরে ধর্ষণ চেষ্টা মামলা নিয়েছে। এখনো আসামি গ্রেফতার না হওয়ায় আতংকে রয়েছেন ভুক্তভোগী পরিবারটি। 

 এদিকে স্থানীয় কয়েকজন নেতা মামলা না করারও হুমকি দিয়েছিল বলে অভিযোগ করেন শিশুটির পরিবার। শিশুটির পিতা অভিযোগ করে আরো বলেন, স্থানীয় এক নেতা এই ঘটনা কাউকে বলতে নিষেধ করে আমাকে হুমকি দেয়। আমাকে তুলে নিতেও লোক পাঠায় ওই নেতা।  মেয়েটির বাবা বলেন, আমার মেয়ের যদি তেমন কোনো সমস্যা না হতো তাহলে ঢাকা মেডিকেল কি চারদিন ধরে চিকিৎসকরা ভর্তি রেখেছেন?  স্থানীয়দের দাবি অপরাধীকে আইনের আওতায় এনে বিচার করা হউক আর তা-না হলে অপরাধের  সংখ্যা দিন দিন বেড়েই চলবে। স্থানীয়রা আরো বলেন ভুক্তভোগী পরিবারটি খুবই গরীব এবং অসহায়, মেয়েটির মা বাসায় কাজ করে,বাবা ভ্যানে করে সবজী বিক্রি করে এবং এদের গ্রামের বাড়ি ভোলা। ঢাকায় এসেছে ভাগ্য বদলাতে কিন্তু তার মেয়ের এই সর্বনাশ হওয়ার আসামি গ্রেফতার না হওয়ায় আতংকে রয়েছেন ভুক্তভোগী পরিবারটি। 

এমএসএম / এমএসএম

৪৮তম (বিশেষ) বিসিএস-এ উত্তীর্ণ সব চিকিৎসকদের নিয়োগের দাবিতে সংবাদ সম্মেলন

“বিএনপি মানুষের প্রত্যাশা পূরণে পরিকল্পিতভাবে কাজ করবে” : ব্যারিস্টার অমি

ভক্ত-দর্শনার্থীদের আবেগে মুখরিত উত্তরা সার্বজনীন মন্দির প্রাঙ্গণ

কৃষক লীগ নেতা মোজাজ্জেল ঢালী এখন স্বেচ্ছাসেবক দলে পদ পেতে মরিয়া

আশুলিয়াকে "উচ্চ শিক্ষা নগরী" গড়তে পাঁচ বিশ্ববিদ্যালয়ের একসাথে পথচলা

কোতোয়ালী থানা প্রেসক্লাবের জাঁকজমকপূর্ণ উদ্বোধন: সাংবাদিক সমাজে আনন্দ ও উচ্ছ্বাস

মেহনতী ও শ্রমজীবী মানুষের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

রাজপথের নির্ভীক সৈনিক আব্বাস আলী: জয়পুরহাট-২ এ পরিবর্তনের প্রত্যাশা

ইসলামী ক্যাটাগরিতে সেরা অভিনেতার সম্মাননা পেলেন শিশু শিল্পী নাহিদুল ইসলাম

গঠনতন্ত্র ও আরপিও অনুযায়ী কাউন্সিলে নির্বাচিত বৈধ নেতৃত্ব লাঙ্গল প্রতীকের মালিক

মাদকবিরোধী অভিযান, ‎ব্যাপক পরিবর্তন গেন্ডারিয়া এলাকায়

জেএসএস এর নবনির্বাচিত যুগ্ম মহাসচিব শোয়েব রহমান

শারদীয় দুর্গোৎসব উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত