ঢাকা বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫

জেনেভা ক্যাম্পে মারামারির ঘটনায় এখন পর্যন্ত অর্ধশতক গ্রেফতার


নিজাম উদ্দিন photo নিজাম উদ্দিন
প্রকাশিত: ২৫-৪-২০২৪ দুপুর ১:১২

মোহাম্মদপুর জেনেভা ক্যাম্পে নিজেদের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মারামারি চলে দীর্ঘদিন ধরে নিজেদের মধ্যে সংঘর্ষের এক পর্যায়ে সেখানে ককটেল বিস্ফোরণও ঘটানো হয়। মারামারি এবং  বিস্ফোরক আইনে ১শত জনের বিরুদ্ধে মামলা হয় মোহাম্মদপুর থানায়। সেই মামলায় এখন পর্যন্ত অর্ধশতক গ্রেফতার হয়েছে বলে জানিয়েছে পুলিশ। 

থানা সূত্রে জানা গেছে মোহাম্মদপুর থানা এলাকার জেনেভা ক্যাম্পে বিভিন্ন বিবাদমান গ্রুপের মধ্যে মারামারির ঘটনায়  রুজুকৃত বিস্ফোরক দ্রব্যাদি নিয়ন্ত্রণ আইনের মামলার ঘটনায় শতাধিক ব্যক্তিকে আসামি করে গত ১৪ এপ্রিল মোহাম্মদপুর থানায় মামলা রুজু হয়। মামলার রুজুর পর ঘটনায় জড়িতদের গ্রেফতার করে আইনের আওতায় আনতে সপ্তাহব্যাপী ক্যাম্পে অভিযান পরিচালনা করে মোহাম্মদপুর থানা পুলিশ। মারামারির ঘটনায় সামনের সারিতে নেতৃত্ব দেয়া সৈয়দপুরী বাবু, সাজ্জাদ, রাজন ওরফে কালো, সামির, শাহালম ওরফে বুশ, পাচু, সাকিব, পাপ্পুসহ অর্ধশতাধিক ব্যক্তিকে গ্রেফতার করে মোহাম্মদপুর থানা পুলিশ। থানা পুলিশের শক্ত অবস্থানের কারণে দ্রুত সময়ে ক্যাম্পে মারামারি বন্ধ হয় এবং জনমনে শান্তি ফিরে এসেছে বলে জানিয়েছে সেখানকার নিরীহ বাসিন্দারা। 

ক্যাম্পে দীর্ঘদিনধরে মারামারির ঘটনার সূত্রপাত ঘটে ১১ মার্চ,বিকালের দিকে। ওইদিন  হিরা নামে একজনকে মারধরের ঘটনাকে কেন্দ্র করে  টানা ৩৯ দিন ধরে চলে দফায় দফায় হামলা, মারামারি ও ককটেল বিস্ফোরণ। 

ওই ঘটনায় ১শ জনের বিরুদ্ধে মামলা নেয় পুলিশ। ওই ঘটনায় পুলিশ বলছে এখন পর্যন্ত মারামারি এবং বিস্ফোরক আইনে মামলা হলে অর্ধশতক গ্রেফতার হয়েছে, এরমধ্যে ক্যাম্পকে যাঁরা বেশি অস্থির সৃষ্টি করতো এবং নিজেদের মধ্যে আধিপত্য বিস্তার করত সেই মূল হোতাদেরই গ্রেফতার করতে পেরেছে পুলিশ। 

এবিষয় মোহাম্মদপুর থানার ওসি তদন্ত তোফাজ্জল হোসেনে বলেন, মুলত রোজার ঈদের সময় অনেক পুলিশ সদস্য ছুটিতে থাকায় জেনেভা ক্যাম্পের কিছু উচ্ছৃঙ্খল ব্যক্তি ক্যাম্পে শান্তিশৃঙ্খলা নষ্ট করার চেষ্টা করে। আমাদের পুলিশ সদস্যরা বর্তমানে সজাগ রয়েছে সেখানে নতুন পরিদর্শক এসআই নিয়োগ দেওয়া হয়েছে। 
যেকোনো মূল্যে ক্যাম্পের শান্তিশৃঙ্খলা ফিরিয়ে দেওয়া হয়েছে এবং সেখানে যেই মারামারি করবে তাদেরই আটক করে আইনের আওতায় আনা হবে। 

মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মাহ্ফুজ হক সকালের সময়কে বলেন, বর্তমানে ক্যাম্পের পরিস্থিতি ভালো রয়েছে। আইনশৃঙ্খলার নিয়ন্ত্রণে রয়েছে, তবে যেখানে ভালো মানুষ থাকে সেখানে কিছু দুষ্টু মানুষও থাকে, ক্যাম্পে যদি কেউ আইনশৃঙ্খলার অবনতি ঘটানোর চেষ্টা করে তাদের কঠোর হস্তে দমন এবং তাদের বিরুদ্ধে কঠিন আইনানুগ ব্যবস্থা গ্রহণ হবে।

জেনেভা ক্যাম্পের বিট ইনচার্জ পরিদর্শক এসআই রাজিব বলেন, স্যারদের নির্দেশ রয়েছে এখানে কে কোন দল বা কে কি করে, এটা দেখার সুযোগ নাই। ক্যাম্পের আইন পরিপন্থি কিছু দেখলেই তাঁকেই আইনের আওতায় আনার নির্দেশ রয়েছে। এখানে বর্তমান পরিস্থিতি শান্ত সুষ্ঠু রয়েছে। আশা করি ক্যাম্পের সাধারণ জনগণ আরো শান্তিতে থাকতে পারবেন।

এর আগে ১৮ এপ্রিল সকালের সময় জেনেভা ক্যাম্পে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষ, আসামি শতাধিক এই শিরোনামে  নিউজ করলে প্রশাসনের সাঁড়াশি অভিযান এখন পর্যন্ত অর্ধশতক গ্রেফতার হয়েছে

এমএসএম / এমএসএম

তিতাস গ্যাস জাতীয়তাবাদী শ্রমিক কর্মচারী ইউনিয়ন সিবিএ এর অভিষেক ও শপথ অনুষ্ঠান

জাইকার সহায়তায় রাজউক কর্তৃক বাস্তবায়নাধীন TOD প্রকল্পের ৪র্থ সেমিনার আয়োজিত

ব্রিক ম্যানুফ্যাকচারিং ওনার্স অ্যাসোসিয়েশনের ছয় দফা দাবি

জাইকার সহায়তায় রাজউক কর্তৃক বাস্তবায়নাধীন TOD প্রকল্পের ৪র্থ সেমিনার অনুষ্ঠিত

কামরাঙ্গীরচর থানার মোঃ আমিরুল ডিএমপি লালবাগ বিভাগে শ্রেষ্ঠ অফিসার হিসেবে নির্বাচিত

পেশাদারিত্ব ও মানবিকতায় উজ্জ্বল দৃষ্টান্ত রাখায় বিশেষ সম্মাননা পেলেন ডিসি মহিদুল ইসলাম

ঝিনাইদহ অফিসার্স ফোরামের নতুন কমিটি গঠন

প্রকাশিত সংবাদের প্রতিবাদ

বিনামূল্যে ড্রাইভিং প্রশিক্ষণ শিখাচ্ছে পাথওয়ে

উত্তরায় SEDA ফাউন্ডেশনের ১৭তম মেধা যাচাইয়ে প্রায় ২ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণ

ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত ভবন পরিদর্শনে রাজউক চেয়ারম্যান, ঝুঁকিপূর্ণ স্থাপনায় নকশা দাখিল ও অপসারণের নির্দেশ

হাতপাখা নির্বাচিত হলে ঢাকা-১৮ কে একটি মডেল সিটি হিসেবে গড়ে তুলা হবেঃ আলহাজ্ব আনোয়ার

ডেমরায় সাংবাদিকদের সাথে জামায়াতে ইসলামী প্রার্থীর মত মতবিনিময় সভা