জেনেভা ক্যাম্পে মারামারির ঘটনায় এখন পর্যন্ত অর্ধশতক গ্রেফতার

মোহাম্মদপুর জেনেভা ক্যাম্পে নিজেদের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মারামারি চলে দীর্ঘদিন ধরে নিজেদের মধ্যে সংঘর্ষের এক পর্যায়ে সেখানে ককটেল বিস্ফোরণও ঘটানো হয়। মারামারি এবং বিস্ফোরক আইনে ১শত জনের বিরুদ্ধে মামলা হয় মোহাম্মদপুর থানায়। সেই মামলায় এখন পর্যন্ত অর্ধশতক গ্রেফতার হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
থানা সূত্রে জানা গেছে মোহাম্মদপুর থানা এলাকার জেনেভা ক্যাম্পে বিভিন্ন বিবাদমান গ্রুপের মধ্যে মারামারির ঘটনায় রুজুকৃত বিস্ফোরক দ্রব্যাদি নিয়ন্ত্রণ আইনের মামলার ঘটনায় শতাধিক ব্যক্তিকে আসামি করে গত ১৪ এপ্রিল মোহাম্মদপুর থানায় মামলা রুজু হয়। মামলার রুজুর পর ঘটনায় জড়িতদের গ্রেফতার করে আইনের আওতায় আনতে সপ্তাহব্যাপী ক্যাম্পে অভিযান পরিচালনা করে মোহাম্মদপুর থানা পুলিশ। মারামারির ঘটনায় সামনের সারিতে নেতৃত্ব দেয়া সৈয়দপুরী বাবু, সাজ্জাদ, রাজন ওরফে কালো, সামির, শাহালম ওরফে বুশ, পাচু, সাকিব, পাপ্পুসহ অর্ধশতাধিক ব্যক্তিকে গ্রেফতার করে মোহাম্মদপুর থানা পুলিশ। থানা পুলিশের শক্ত অবস্থানের কারণে দ্রুত সময়ে ক্যাম্পে মারামারি বন্ধ হয় এবং জনমনে শান্তি ফিরে এসেছে বলে জানিয়েছে সেখানকার নিরীহ বাসিন্দারা।
ক্যাম্পে দীর্ঘদিনধরে মারামারির ঘটনার সূত্রপাত ঘটে ১১ মার্চ,বিকালের দিকে। ওইদিন হিরা নামে একজনকে মারধরের ঘটনাকে কেন্দ্র করে টানা ৩৯ দিন ধরে চলে দফায় দফায় হামলা, মারামারি ও ককটেল বিস্ফোরণ।
ওই ঘটনায় ১শ জনের বিরুদ্ধে মামলা নেয় পুলিশ। ওই ঘটনায় পুলিশ বলছে এখন পর্যন্ত মারামারি এবং বিস্ফোরক আইনে মামলা হলে অর্ধশতক গ্রেফতার হয়েছে, এরমধ্যে ক্যাম্পকে যাঁরা বেশি অস্থির সৃষ্টি করতো এবং নিজেদের মধ্যে আধিপত্য বিস্তার করত সেই মূল হোতাদেরই গ্রেফতার করতে পেরেছে পুলিশ।
এবিষয় মোহাম্মদপুর থানার ওসি তদন্ত তোফাজ্জল হোসেনে বলেন, মুলত রোজার ঈদের সময় অনেক পুলিশ সদস্য ছুটিতে থাকায় জেনেভা ক্যাম্পের কিছু উচ্ছৃঙ্খল ব্যক্তি ক্যাম্পে শান্তিশৃঙ্খলা নষ্ট করার চেষ্টা করে। আমাদের পুলিশ সদস্যরা বর্তমানে সজাগ রয়েছে সেখানে নতুন পরিদর্শক এসআই নিয়োগ দেওয়া হয়েছে।
যেকোনো মূল্যে ক্যাম্পের শান্তিশৃঙ্খলা ফিরিয়ে দেওয়া হয়েছে এবং সেখানে যেই মারামারি করবে তাদেরই আটক করে আইনের আওতায় আনা হবে।
মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মাহ্ফুজ হক সকালের সময়কে বলেন, বর্তমানে ক্যাম্পের পরিস্থিতি ভালো রয়েছে। আইনশৃঙ্খলার নিয়ন্ত্রণে রয়েছে, তবে যেখানে ভালো মানুষ থাকে সেখানে কিছু দুষ্টু মানুষও থাকে, ক্যাম্পে যদি কেউ আইনশৃঙ্খলার অবনতি ঘটানোর চেষ্টা করে তাদের কঠোর হস্তে দমন এবং তাদের বিরুদ্ধে কঠিন আইনানুগ ব্যবস্থা গ্রহণ হবে।
জেনেভা ক্যাম্পের বিট ইনচার্জ পরিদর্শক এসআই রাজিব বলেন, স্যারদের নির্দেশ রয়েছে এখানে কে কোন দল বা কে কি করে, এটা দেখার সুযোগ নাই। ক্যাম্পের আইন পরিপন্থি কিছু দেখলেই তাঁকেই আইনের আওতায় আনার নির্দেশ রয়েছে। এখানে বর্তমান পরিস্থিতি শান্ত সুষ্ঠু রয়েছে। আশা করি ক্যাম্পের সাধারণ জনগণ আরো শান্তিতে থাকতে পারবেন।
এর আগে ১৮ এপ্রিল সকালের সময় জেনেভা ক্যাম্পে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষ, আসামি শতাধিক এই শিরোনামে নিউজ করলে প্রশাসনের সাঁড়াশি অভিযান এখন পর্যন্ত অর্ধশতক গ্রেফতার হয়েছে
এমএসএম / এমএসএম

৪৮তম (বিশেষ) বিসিএস-এ উত্তীর্ণ সব চিকিৎসকদের নিয়োগের দাবিতে সংবাদ সম্মেলন

“বিএনপি মানুষের প্রত্যাশা পূরণে পরিকল্পিতভাবে কাজ করবে” : ব্যারিস্টার অমি

ভক্ত-দর্শনার্থীদের আবেগে মুখরিত উত্তরা সার্বজনীন মন্দির প্রাঙ্গণ

কৃষক লীগ নেতা মোজাজ্জেল ঢালী এখন স্বেচ্ছাসেবক দলে পদ পেতে মরিয়া

আশুলিয়াকে "উচ্চ শিক্ষা নগরী" গড়তে পাঁচ বিশ্ববিদ্যালয়ের একসাথে পথচলা

কোতোয়ালী থানা প্রেসক্লাবের জাঁকজমকপূর্ণ উদ্বোধন: সাংবাদিক সমাজে আনন্দ ও উচ্ছ্বাস

মেহনতী ও শ্রমজীবী মানুষের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

রাজপথের নির্ভীক সৈনিক আব্বাস আলী: জয়পুরহাট-২ এ পরিবর্তনের প্রত্যাশা

ইসলামী ক্যাটাগরিতে সেরা অভিনেতার সম্মাননা পেলেন শিশু শিল্পী নাহিদুল ইসলাম

গঠনতন্ত্র ও আরপিও অনুযায়ী কাউন্সিলে নির্বাচিত বৈধ নেতৃত্ব লাঙ্গল প্রতীকের মালিক

মাদকবিরোধী অভিযান, ব্যাপক পরিবর্তন গেন্ডারিয়া এলাকায়

জেএসএস এর নবনির্বাচিত যুগ্ম মহাসচিব শোয়েব রহমান
