ঢাকা বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫

বেইলি রোড অগ্নিকাণ্ডে নিহতদের স্মরণসভা ও অসচ্ছল পরিবারের মধ্যে আর্থিক সহায়তা প্রদান


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৯-৪-২০২৪ বিকাল ৫:১২

 “লাভ শেয়ার বিডি ইউএস” নামে যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া ভিত্তিক একটি মানবাধিকার সংগঠনের উদ্যোগে বেইলি রোড অগ্নিকাণ্ডে নিহতদের স্মরণসভা ও নিহত অসচ্ছল পরিবারের মধ্যে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।

২৭ এপ্রিল ( শনিবার)  জাতীয় প্রেসক্লাবের মাওলানা  আকরম খাঁ মিলনায়তনে  এই   অনুষ্ঠানের আয়োজন করা হয়।  এতে  প্রধান অতিথি ছিলেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব ও ঝালকাঠি অফিসার্স এসোসিয়েশনের সভাপতি মুহঃ আব্দুল হামিদ জমাদ্দার। সাধারণ বীমা কর্পোরেশনের ব্যবস্থাপনা পরিচালক (অতিরিক্ত সচিব) মোঃ হারুন-অর-রশিদের সভাপতিত্বে স্মরণ সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মুহম্মদ নজরুল ইসলাম, প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট্রের পোগ্রামার রফিকুল ইসলাম তালুকদার, ভালুকা সরকারি কলেজের অধ্যক্ষ আ.ন.ম শাহাদাৎ হোসেন, ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের  প্রো-ভিসি প্রফেসর ড. মোঃ আবুল কালাম আজাদ, প্রকৌশলী সমির কুমার রজক দাস, অতিরিক্ত পুলিশ কমিশনার কাজী মাকসুদা লিমা, উপ-কর কমিশনার  মোঃ আল-আমিন, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাবেক  সহসভাপতি সাংবাদিক মানিক লাল ঘোষ ও নেক্সাস টেলিভিশনের কারেন্ট এ্যাফেয়ার্স এডিটর আমিন আল রশীদ প্রমুখ। তিতুমির কলেজের সহযোগী অধ্যাপক ও ঝালকাঠি অফিসার্স এসোসিয়েশনের শিক্ষা ও সাহিত্য সম্পাদক এস.এম কামাল উদ্দিন হায়দারের সঞ্চালনায় স্মরণ সভায় স্বাগত বক্তব্য রাখেন, লাভ শেয়ার বিডি ইউএসের প্রতিনিধি ঝালকাঠি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এডভোকেট মোঃ আককাস সিকদার। অন্যান্যের মধ্যে বক্তব্য  দেন নিহত  ভোলার নয়নের বাবা কৃষক সিরাজ ফরাজী।
দোয়া মোনাজাত পরিচালনা করেন, ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের  প্রো-ভিসি প্রফেসর ড. মোঃ আবুল কালাম আজাদ । স্মরণ সভা ও দোয়া মোনাজাত শেষে গত ২৯ ফেব্রুয়ারি ঢাকার বেইলি রোডে গ্রীনকোজি ভবনে অগ্নিকাণ্ডে নিহত ৪৬ জনের মধ্যে অসচ্ছল ৯ পরিবারের মধ্যে ৫০ হাজার টাকা করে নগদ সহায়তা প্রদান করা হয়। নিহত গ্রীণ কোজি ভবনের রেস্টুরেন্টের কর্মচারী যশোরের কামরুল হাবিব রকি (২১) এর বাবা ভ্যানচালক কবির হোসেন, রেস্তরা শ্রমিক ভোলার এনামুল নয়ন (২২) এর বাবা সিরাজ ফরাজি, রেস্টুরেন্টের কর্মচারী নারায়নগঞ্জের ফতুল্লার শান্ত হোসেন (২৩) এর মা লিপি আক্তার নিহত ইডেন বিশ্ববিদ্যালয়ের ছাত্রী কুস্টিয়ার খোকসার বৃস্টি খাতুন (২০) এর বাবা সবুজ আলী, নিহত বাবুর্চী টাঙ্গাইলের মির্জাপুরের মেহেদী হাসান (২৭) এর বাবা মোয়াজ্জেম হোসেন, নিহত ওয়েটার মাদারীপুরের কালকিনির জিহাদ সিকদার (১৯) এর বাবা জাকির সিকদার, নিহত নিরাপত্তাকর্মী পাবনার ফরিদপুরের সাগর হোসেন (২৪) এর বাবা হাসান আলী ও নিহত পিঠা বিক্রেতা শেরপুরের শ্রীবর্দি উপজেলার শিপন (১৯) এর পিতা মোঃ ফজর আলীর হাতে সহায়তার ৫০ হাজার টাকা করে তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মুহঃ আব্দুল হামিদ জমাদ্দার। সংগঠনটি এর পূর্বে একই ঘটনায় নিহত বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ঝালকাঠির কাঠালিয়া উপজেলার তুষার হালদার (২২) এর পিতা দিনেশ হালদার, নিহত বাবুর্চী পটুয়াখালীর কলাপাড়া উপজেলার গাজী মোঃ জুয়েল রানার বাবা ইসমাইল গাজী এবং নিরাপত্তাকর্মী বরগুনা সদরের নাঈম হোসেন (১৮) এর বাবা ভ্যানচালক নান্টু দফাদারে হাতে বরগুনার জেলা প্রশাসক ও স্ব-স্ব উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে ৫০ হাজার টাকা করে প্রদান করে।
প্রবাসী বাংলাদেশীদের দ্বারা ১৯৯০ সালে প্রতিষ্ঠিত যুক্তরাষ্টের ভাজিনিয়া ভিত্তিক মানবাধিকার ও স্বেচ্ছাসেবী সংগঠন লাভ শেয়ার বিডি ইউএস। সংগঠনের উপদেস্টা বিশ^ ব্যাংকের সিনিয়র স্বাস্থ্য ও পুষ্টি বিশেজ্ঞ ঝালকাঠির কৃতি সন্তান ড. এসএম জিয়া উদ্দিন হায়দার স্বপন, সভাপতি জাকির চৌধুরী ও সাধারণ সম্পাদক ফজলে ভুইয়া মানবাধিকার প্রতিষ্ঠা, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্থদের সহায়তা ও অসচ্ছল দরিদ্রমানুষের সহায়তায় কাজ করে যাচ্ছেন। বেইলি রোড অগ্নিকাÐের পরপরই সংগঠনটি নিহত ও আহতদের জন্য দশ লাখ টাকা আর্থিক সাহায়তার ঘোষণা দেন।

এমএসএম / এমএসএম

তিতাস গ্যাস জাতীয়তাবাদী শ্রমিক কর্মচারী ইউনিয়ন সিবিএ এর অভিষেক ও শপথ অনুষ্ঠান

জাইকার সহায়তায় রাজউক কর্তৃক বাস্তবায়নাধীন TOD প্রকল্পের ৪র্থ সেমিনার আয়োজিত

ব্রিক ম্যানুফ্যাকচারিং ওনার্স অ্যাসোসিয়েশনের ছয় দফা দাবি

জাইকার সহায়তায় রাজউক কর্তৃক বাস্তবায়নাধীন TOD প্রকল্পের ৪র্থ সেমিনার অনুষ্ঠিত

কামরাঙ্গীরচর থানার মোঃ আমিরুল ডিএমপি লালবাগ বিভাগে শ্রেষ্ঠ অফিসার হিসেবে নির্বাচিত

পেশাদারিত্ব ও মানবিকতায় উজ্জ্বল দৃষ্টান্ত রাখায় বিশেষ সম্মাননা পেলেন ডিসি মহিদুল ইসলাম

ঝিনাইদহ অফিসার্স ফোরামের নতুন কমিটি গঠন

প্রকাশিত সংবাদের প্রতিবাদ

বিনামূল্যে ড্রাইভিং প্রশিক্ষণ শিখাচ্ছে পাথওয়ে

উত্তরায় SEDA ফাউন্ডেশনের ১৭তম মেধা যাচাইয়ে প্রায় ২ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণ

ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত ভবন পরিদর্শনে রাজউক চেয়ারম্যান, ঝুঁকিপূর্ণ স্থাপনায় নকশা দাখিল ও অপসারণের নির্দেশ

হাতপাখা নির্বাচিত হলে ঢাকা-১৮ কে একটি মডেল সিটি হিসেবে গড়ে তুলা হবেঃ আলহাজ্ব আনোয়ার

ডেমরায় সাংবাদিকদের সাথে জামায়াতে ইসলামী প্রার্থীর মত মতবিনিময় সভা