সকলের সহযোগিতায় নির্বাচন কমিশন অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন উপহার দেবে: ইসি

সকলের সহযোগিতায় নির্বাচন কমিশন অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন উপহার দেবে। ভোটারদের উপস্থিতিও নিশ্চয়ই কম থাকবেনা। এবার ইভিএম এ ভোট গ্রহণ হবে। সবথেকে সহজ এবং কম সময় লাগবে। বর্তমান তাপমাত্রা সহনশীলনয় এবং ইরিধান কাট মৌসুম চলছে। ভোটাররা তার পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে তার কাজ করতে পারবেন। নির্বাচন সংশ্লিষ্টদের সাথে মতবিনিময় শেষে প্রধান অতিথি
মাননীয় নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল মোঃ আহসান হাবিব খান(অবঃ) সাংবদিকদের সাথে ব্রিফিং এসব কথা বলেন।
তিনি সংবাদ বিজ্ঞপ্তি প্রকাশকালে সাংবাদিকদের সাথে বিভিন্ন প্রশ্নের উত্তরে বলেন,”কেশবপুরে ইভিএম-এ ভোট হবে, কারচুপি করার কোন সুযোগ নেই”। এই প্রচণ্ড গরমে ভোটারদের সুস্থ্যতা রাখতে পর্যাপ্ত স্যালাইন পানিসহ মেডিকেল টিম থাকবে।তিনি আরও বলেন,স্থানীয় সরকারের সাধারণ নির্বাচন অত্যন্ত তাৎপর্যপূর্ণ। সারা দেশের মানুষ রাজনৈতিকদলসহ সবার চাওয়া একটি সুষ্ঠু,অবাধ, নিরপেক্ষ ও পক্ষপাতহীন নির্বাচন। এই গুরু দায়িত্ব নির্বাচন কমিশনের উপর ন্যাস্ত।প্রিজাইডিং অফিসার ও সহকারী প্রিজাইডিং অফিসারগণ নির্বাচন কমিশনের প্রত্যাশা সকলে যেন তাদের উপর অর্পিত দায়িত্ব শতভাগ নিরপেক্ষ হয়ে পালন করেন।দলীয় মনোভাব পোষণ করা,নেতাকর্মীদের দ্বারা প্রভাবিত হওয়া,কখনো অতি উৎসাহী হয়ে এমন কোন আচরণ করবেন না যাতে আপনাদের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন ওঠে এবং নির্বাচন কমিশনের ভাবমূর্তি নষ্ট হয়।
গত মঙ্গলবার বিকেলে যশোরের কেশবপুর আসন্ন ৬ষ্ঠ প্রথম ধাপ উপজেলা পরিষদ নির্বাচন-২০২৪ উপলক্ষে কেশবপুর উপজেলা পরিষদ নির্বাচন অবাধ,সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পাদনের লক্ষ্যে কেশবপুর উপজেলা প্রশাসন ও উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে আবু শারাফ সাদেক অডিটোরিয়ামে ভোটগ্রহণ কর্মকর্তাগণের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উপজেলা শিশু বিষয়ক কর্মকর্তা বিমল কুমার কুন্ডু'র সঞ্চালনায় অনুষ্ঠানের সভাপতিত্ব করেন যশোর জেলা প্রশাসক আবরাউল হাছান মজুমদার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, যশোর পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার বি,পি,এম(বার) পি,পি,এম, খুলনা নির্বাচন অফিসার আঞ্চলিক মোঃ হুমায়ুন কবির, যশোর জেলা সিনিয়র নির্বাচন অফিসার মোঃ আনিসুর রহমান ও কেশবপুর থান অফিসার ইন চার্জ মোঃজহিরুল আলম , স্বাগত বক্তৃতা করেন কেশবপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ তুহিন হোসেন। এছাড়াও উপস্থিত ছিলেন, কেশবপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ তানভীর হোসেন,কেশবপুর উপজেলা নির্বাচন অফিসার মোঃরবিউল ইসলামসহ বিভিন্ন উপজেলার নির্বাচন কর্মকর্তাবৃন্দ,পুলিশ বিভাগের কর্মকর্তাগণ,সাংবাদিক ও ভোটগ্রহণ কর্মকর্তাগণ।
এমএসএম / এমএসএম

বর্জ্য নয়, মাছের আঁইশে সম্ভাবনার দ্বার খুললেন তরুণ উদ্দোক্তা ইমরান

নাগেশ্বরীতে ৪ কেজি গাঁজা ও ২৫ বোতল ইস্কাফসহ মাদক কারবারিকে গ্রেফতার করেছে থানা পুলিশ

রায়গঞ্জে যুব লীগ নেতার বিরুদ্ধে জমি বে দখলের অভিযোগ

সীতাকুণ্ডে পাহাড় কাটার দায়ে ১ লক্ষ টাকা জরিমানা

তানোরে মাকে মারধর টাকা স্বর্ণ লুটপাট থানায় অভিযোগ

সন্দ্বীপে সাপ্তাহিক আলোকিত সন্দ্বীপ পত্রিকার উদ্যোগে শিক্ষার্থীকে সংবর্ধনা

শালিখায় টানা বৃষ্টিতে তলিয়ে গেছে ফসলি জমি, বন্যার আশঙ্কা

গাজীপুর-২ আসনের নতুন সীমানার আবেদনকারী ডা: মাজহার

সিলেটে বিএনপি নেতাকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি অভিযোগ

কেপিএম হরিমন্দিরের নতুন পরিচালনা কমিটি গঠন

নাগেশ্বরীতে মাদক বিরোধী সমাবেশ অনুষ্ঠিত

নওগাঁয় বর্ণাঢ্য আয়োজনে সপ্তাহব্যাপী বৃক্ষ মেলা শুরু
