ঢাকা রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৫

খুলছে সূর্যোদয়-সূর্যাস্তের বেলাভূমি পর্যটন কেন্দ্র কুয়াকাটা


সাঈদ ইব্রাহিম,পটুয়াখালী photo সাঈদ ইব্রাহিম,পটুয়াখালী
প্রকাশিত: ১৯-৮-২০২১ রাত ১২:৩

দীর্ঘ ১৩৯ দিন বন্ধ থাকার পর খুলছে সূর্যোদয় ও সূর্যাস্তের বেলাভূমি পর্যটন কেন্দ্র কুয়াকাটা। গত ১২ আগস্ট মন্ত্রিপরিষদ বিভাগের এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারির পর স্বস্তি ফিরেছে ব্যবসায়ীদের মাঝে। ইতোমধ্যে হোটলে, মোটেল ও রেস্তোরাঁগুলো পরষ্কিার-পরিচ্ছন্নসহ স্বাস্থ্যবিধি মেনে পর্যটক গ্রহণে সকল প্রস্তুতি সম্পন্ন করেছেন পর্যটন ব্যবসায়ীরা। অধিকাংশ হোটেলের রুম আগাম বুকিং হয়েছে বলেও জানিয়েছেন ব্যবসায়ীরা।

গত ১ এপ্রিল থেকে কোভিড-১৯-এর দ্বিতীয় ঢেউ মোকাবেলায় পর্যটন কেন্দ্র কুয়াকাটা ভ্রমণে নিষেধাজ্ঞা আরোপ করে সরকার। সরকারি প্রজ্ঞাপনে স্বাস্থ্যবিধি মেনে আগামীকাল (১৯ আগস্ট) পর্যটন কেন্দ্র খোলার ঘোষণায় কুয়াকাটায় চলছে ব্যাপক প্রস্তুতিপর্ব ও ধুমধাম আয়োজন। কুয়াকাটায় ট্যুরিজম ব্যবসায়ীদের মাঝে বইছে খুশির বন্যা। দীর্ঘ ৪ মাস ১৯ দিন পর পর্যটন কেন্দ্রগুলো খোলার নির্দেশনা মন্ত্রিপরিষদ বিভাগের উপ-সচিব মো. রেজাউল ইসলামের স্বাক্ষরিত একটি প্রজ্ঞাপণ জারি করে মিডিয়ায় প্রকাশের সাথে সাথে ফেসবুকে ভাইরাল হয়ে যায়। কুয়াকাটার হোটেল-মোটেল, রিসোর্ট, রেস্তোরাঁ ও ট্যুরিজম ব্যবসায়ীরা প্রচুর ব্যস্ত হয়ে পড়েন।

সরজমিন দেখা যায়, কুয়াকাটা হলিডে হোমস, সিকদার রিসোর্ট, হোটেল খান প্যালেস, গ্রেভার ইন, ওশান ভিউ, সী ক্রাউন, রেইনড্রোপ, কুয়াকাটা গেস্টহাউজ, বিচ হ্যাভেন, বনানী, কুয়াকাটা ইনসহ অর্ধশত অভিজাত হোটেল-মোটেলগুলোর কর্মকর্তা-কর্মচারীরা সাজগোজের জন্য ব্যস্ত হয়ে পড়েছেন। কার আগে কে হোটেল-মোটেলগুলো পরিছন্ন করে রাখতে পারে তার জন্য রিতিমতো চলছে প্রতিযোগিতা। এদিকে, অন্য ব্যবসায়ীরাও একই ভাবে অপেক্ষার প্রহর গুনছেন। 

কুয়াকাটা সী ট্যুরিজমের পরিচালক জনি আলমগীর এ প্রতিবেদককে জানান, প্রায় ৫ মাস লকডাউনের কারণে অফিসের কোনো কাজকর্ম নেই। করোনা ভাইরাসের কারণে সকলকিছুই বন্ধ রয়েছে। পর্যটনকেন্দ্র কুয়াকাটায় কয়েকশ কোটি টাকা ক্ষতি ও লোকসান হয়েছে। সরকার স্বাস্থ্যবিধি মেনে যে প্রজ্ঞাপন দিয়েছে তাতে আমরা খুব খুশি এবং সেভাবেই ব্যবস্থা নেয়া হচ্ছে। 

থ্রি স্টার মানসম্পন্ন প্রতিষ্ঠান সিকদার রিসোর্টের অপারেশন ম্যানেজার এমডি আলামিন খান উজ্জল এ প্রতিনিধিকে বলেন, সরকার যে শর্ত দিয়ে পর্যটন কেন্দ্রগুলো খুলে দেয়ার ঘোষণা দিয়েছে সেভাবেই পর্যটকদের বরণ করতে আমাদের এ প্রতিষ্ঠান প্রস্তুত রয়েছে এবং যেসব শ্রমিক বাড়িতে রয়েছে তাদের কাজে যোগ দেয়ার জন্য নির্দেশনা দেয়া হয়েছে। 

কুয়াকাটা ট্যুরিজম ম্যানেজমেন্ট অ্যাসোসিয়েশনে (কুটুম) সভাপতি ও কুয়াকাটা প্রেসক্লাবের সভাপতি নাসির উদ্দিন বিপ্লব গণমাধ্যমকে বলেন, মহামারী করোনা ভাইরাসে সবচেয়ে ক্ষতিগ্রস্ত পর্যটন শিল্প। ‍এর সাথে দেশের ল‍াখ লাখ লোকের জীবন-জীবিকা জড়িয়ে রয়েছে। এ সবকিছু বিবেচনা করে সরকার আগামী ১৯ আগস্ট দেশের সকল পর্যটনকেন্দ্র খুলে দেয়ার যে সিদ্ধান্ত গ্রহণ করেছে এজন্য আন্তরিক ধন্যবাদ।

কুয়াকাটা ট্যুরিস্ট পুলিশ জোনের এএসপি মো. আব্দুল খালেক সাংবাদিকদের জানান, শতভাগ স্বাস্থ্যবিধি মানাতে মাঠে থাকবে ট্যুরিষ্ট পুলিশসহ থানা পুলিশের সদস্যরা। পর্যটকদের শকভাগ নিরাপত্তার ব্যবস্থা করা হবে।

এমএসএম / জামান

বড়লেখায় জীবননাশ ও গুমের আশঙ্কায় আতংকিত ব্যবসায়ী

নাসা গ্রুপের কর্মরত শ্রমিকদের পাওনা বেতন প্রাপ্তির লক্ষ্যে যৌথ আলোচনা সভা

অ্যাকুয়াকালচার নীতির প্রয়োজনীয়তা বিষয়ে বিভাগীয় কর্মশালা অনুষ্ঠিত

মোরেলগঞ্জে চার লাখ মানুষের সুপেয় খাবার পানির অভাব

রৌমারী উপজেল্ াস্বাস্থ্য কমপ্লেক্সেও ছের গাছের কি দোশ

দুর্গাপূজায় কোন ঝুকি নাই, নিরাপত্তা আমরা দিব, দুর্গাপূজা শুধু একটি উৎসব নয়, এটি বাঙালির সম্প্রীতি ও মহোৎসব

টেকনাফে যৌথ অভিযানে ১ লাখ ২০ হাজার ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার ১

হাটহাজারী সাব রেজিস্টার অফিসে মূল দলিলের পাতা গায়েব করে ভুয়া পাতা সংযুক্ত

রাঙামাটিতে বিশ্ব পর্যটন দিবস উদযাপন

বিশ্ব পর্যটন দিবসে পরিচ্ছন্ন অষ্টগ্রাম গড়ার শপথ

কাশিয়ানীতে বাস ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষ নিহত-৪, আহত-৩

কেশবপুরের সাংবাদিক কন্যা সোনালী মল্লিক পেলেন ইয়েস কার্ড'

আত্রাইয়ে রবীন্দ্র গবেষণা ইনস্টিটিউটের ৮ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন