ঢাকা বৃহষ্পতিবার, ২ অক্টোবর, ২০২৫

মোহাম্মদপুরে নির্মাণাধীন ভবনের দেয়াল পড়ে নিহত ১, আহত ৮ জন


নিজাম উদ্দিন photo নিজাম উদ্দিন
প্রকাশিত: ৬-৫-২০২৪ রাত ১১:২

রাজধানীর মোহাম্মদপুরের ঢাকা উদ্যান এলাকায় রোববার রাতে ঝড়ে একটি নির্মাণাধীন ১৬তলা ভবনের দেয়াল ভেঙে পাশের টিনশেড ঘরের ওপর পড়ে। এতে ওই ঘরের বাসিন্দা একজন নারীর মৃত্যু হয়েছে। ওই নারীর নাম রেশমা বেগম (৩৫)। আহত হয়েছেন তিন শিশুসহ বেশ কয়েকজন। ক্ষতিগ্রস্ত হয়েছে পাশের টিনশেড বাড়ির তিনটি রুম।

রবিবার  (৫ মে) রাত ১০টায় এই ঘটনাটি ঘটে মোহাম্মদপুর ঢাকা উদ্যান সি ব্লকে। বিষয়টি নিশ্চিত করেছেন মোহাম্মদপুর ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মাহ্ফুজ।এ ঘটনায় আহতরা হলেন, চার বছর বয়সী শিশু রুহান, সাত বছরের রাহাত, নয় বছরের রাফি, রুমা, লিমা, লুৎফা, ফারুক, নকিব। তাদের বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় কারো হাত ভে৫ গেছে, কারো পা ভেঙেছে, কয়েকজনের অবস্থা গুরুতর। নিহত নারীর রেশমার লাশ শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় পুলিশ।

ঘটনা সূত্রে জানা যায়, গতকাল রাত ১০টার দিকে রাজধানীতে তীব্র ঝড় শুরু হয়। সেই সঙ্গে হয় শিলাবৃষ্টিও। এ সময় কিছু এলাকায় গাছ ভেঙে পড়ে। এর মধ্যে মোহাম্মদপুর ঢাকা উদ্যান সি ব্লকে ১৫ তলা ভবনের ১১ তলায় নির্মাণ করা দেয়াল ঝোড়ো বাতাসে ভেঙে পাশের টিনশেড ঘরের পড়ে। এতে ঘুমন্ত অবস্থায় রেশমা নামে এক নারী মারা যান। আহত হন ৮ জন।

সরেজমিনে গেলে দেখা যায় সি ব্লকে ১৬ তলা ভবনের পাশেই একটি ১৫ তলা ভবন নির্মাণ হচ্ছে ওই ১৫ তলা ভবনের তুলনামূলক কোনো সেফটি নাই, স্থানীয়রা বলেন, এর আগেও একই ভবন থেকে রড পরে এক নারী আহত হয়েছিল কিন্তু ভবন মালিক কন্ট্রাক্টরের গাফলতীর বিষয় কোন ব্যবস্থা নেয়নি। ভবনটি নির্মাণ করেছে তসলিম নামে একজন কন্ট্রাক্টর। এলাকায় গিয়ে তাঁকে পাওয়া যায়নি। এই ঘটনার পরপরই পালিয়ে গেছে কন্ট্রাক্টর তসলিম। এমন অভিযোগ করেন স্থানীয়রা।

নির্মাণাধীন ভবনের একজন নিরাপত্তা কর্মী সকালের সময়কে বলেন, গতকাল রাত ১০ টায় এই দুর্ঘটনা ঘটলে এখন পর্যন্ত ভবন মালিক কেউ আসেনি এই ভবনটি ৮৩ জন মিলে শেয়ারিং করে নির্মাণ করছেন। এ ঘটনায় পুলিশ গতকাল রাতে এসে আমাদের ৬ জন নিরাপত্তা কর্মীকে থানায় নিয়ে গেছে, এখন পর্যন্ত মালিক পক্ষ কেউ আসেনি এমনকি কন্ট্রাক্টরও আসেনি। 

মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মাহ্ফুজ হক বলেন, গতকাল রাতে কালবৈশাখী ঝড়ে একটি বাড়ির দেয়াল ভেঙ্গে একটি টিনশেড বাড়ির উপর পড়লে একজন নিহত হয়েছে এবং কয়েকজন আহত হয়েছেন, এখন পর্যন্ত কোনো ভুক্তভোগী থানায় আসেনি, থানায় আসলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। 

এমএসএম / এমএসএম

ডিএমপির মুগদায় মাদক কারবারিদের হামলায় এসআই গুরুতর আহত

৪৮তম (বিশেষ) বিসিএস-এ উত্তীর্ণ সব চিকিৎসকদের নিয়োগের দাবিতে সংবাদ সম্মেলন

“বিএনপি মানুষের প্রত্যাশা পূরণে পরিকল্পিতভাবে কাজ করবে” : ব্যারিস্টার অমি

ভক্ত-দর্শনার্থীদের আবেগে মুখরিত উত্তরা সার্বজনীন মন্দির প্রাঙ্গণ

কৃষক লীগ নেতা মোজাজ্জেল ঢালী এখন স্বেচ্ছাসেবক দলে পদ পেতে মরিয়া

আশুলিয়াকে "উচ্চ শিক্ষা নগরী" গড়তে পাঁচ বিশ্ববিদ্যালয়ের একসাথে পথচলা

কোতোয়ালী থানা প্রেসক্লাবের জাঁকজমকপূর্ণ উদ্বোধন: সাংবাদিক সমাজে আনন্দ ও উচ্ছ্বাস

মেহনতী ও শ্রমজীবী মানুষের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

রাজপথের নির্ভীক সৈনিক আব্বাস আলী: জয়পুরহাট-২ এ পরিবর্তনের প্রত্যাশা

ইসলামী ক্যাটাগরিতে সেরা অভিনেতার সম্মাননা পেলেন শিশু শিল্পী নাহিদুল ইসলাম

গঠনতন্ত্র ও আরপিও অনুযায়ী কাউন্সিলে নির্বাচিত বৈধ নেতৃত্ব লাঙ্গল প্রতীকের মালিক

মাদকবিরোধী অভিযান, ‎ব্যাপক পরিবর্তন গেন্ডারিয়া এলাকায়

জেএসএস এর নবনির্বাচিত যুগ্ম মহাসচিব শোয়েব রহমান