জেনেভা ক্যাম্প থেকে ৯ কেজি গাজা ১০০ গ্রাম হেরোইন সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

মোহাম্মদপুরের ৯ কেজি গাজা এবং ১০০ গ্রাম হেরোইনসহ (৪) মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। গত রবিবার ৫ মে বিশেষ অভিযানে ঐ চার মাদক ব্যবসায়ীদের গ্রেফতার করা হয়।
মোহাম্মদপুর থানা এলাকার জেনেভা ক্যাম্পে অভিযান চালিয়ে ৯ কেজি গাজাসহ মাদক ব্যবসায়ী বিজলী আক্তার ওরফে গাজা বিজলীকে গ্রেফতার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ। পুলিশ পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ তোফাজ্জল হোসেনের নেতৃত্বে ঐ অভিযান পরিচালিত হয় বলে জানান পুলিশ। পুলিশের চোখ ফাকি দিয়ে কাপড়ে মুড়িয়ে বিশেষ কায়দায় গাজার ঐ চালান জেনেভা ক্যাম্পে আনায় হয় বলে জানান যায়। এ অভিযানে আরো ৩ মাদক ব্যবসায়ীকে হেরোইনসহ গ্রেফতার করে পুলিশ। এরা হচ্ছে পারভেজ, সুজন, মেরাজ ওরফে মেরিল নামে। ৩ জনের কাছ থেকে ১০০ গ্রাম হেরোইন সহ গ্রেফতার করা হয় এবং বিজলি কে ৯ কেজি গাজা সহ গ্রেফতার করে পুলিশ।
মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের অপরাধে আটককৃতদের বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুটি মামলা করা হয়েছে। অফিসার ইনচার্জ জনাব মাহফুজুল হক ভূঞা পিপিএম জানান মাদক নির্মুলে মাননীয় পুলিশ কমিশনার, ঢাকা মেট্রোপলিটন পুলিশ, ঢাকার জিরো টলারেন্স নীতির বাস্তবায়নের অংশ হিসেবে নিয়মিত মাদক বিরোধী অভিযান পরিচালনা করা হচ্ছে। ভবিষ্যতেও এই অভিযান অব্যাহত থাকবে বলেও জানান ওসি।
গত ৫ মে এ অভিযান শেষে পৃথক দুটি মামলা হয় মোহাম্মদপুর থানায় যাহার মামলা নং ২০ ধারা ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ৩৬(১) এর ৮(গ)/৪১ এই মামলার তদন্তের দায়িত্ব পেয়েছে এসআই আলতাফ হোসেন বলে জানিয়েছে পুলিশ।
মামলার সূত্রে জানা যায়, গজনবী রোডের ফুটপাতের ডাস্টবিনের সামনে রাস্তার উপর কতিপয় মাদক ব্যবসায়ী নেশা জাতীয় মাকমালব্য বিক্রয় করিতেছে। পুলিশ উক্ত ঘটনার সংবাদ প্রাপ্ত হয়ে উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করিয়া নির্দেশক্রমে ঘটনার সত্যতা যাচাই ও আইনগত ব্যবস্থা গ্রহণ করেন সেখানকার বিট ইনচার্জ পরিদর্শক এসআই রাজিব। এসআই রাজিবের সাথে ফোর্স হিসেবে ছিলেন এসআই মোঃ লিটন।
অভিযানের সময় মাদক ব্যবসয়ীদের (মাদক গাজা এবং হেরোইন সহ) হাতেনাতে গ্রেফতার করে। এসময় বেচু নামে এক মাদক ব্যবসায়ী পালিয়ে যায়। আটককৃত আসামিরা হচ্ছে, পারভেজ, সুজন, মেরাজ ওরফে মেরিল, বিজলী আক্তার ওরফে গাজা বিজলী।
এমএসএম / এমএসএম

ডিএমপির মুগদায় মাদক কারবারিদের হামলায় এসআই গুরুতর আহত

৪৮তম (বিশেষ) বিসিএস-এ উত্তীর্ণ সব চিকিৎসকদের নিয়োগের দাবিতে সংবাদ সম্মেলন

“বিএনপি মানুষের প্রত্যাশা পূরণে পরিকল্পিতভাবে কাজ করবে” : ব্যারিস্টার অমি

ভক্ত-দর্শনার্থীদের আবেগে মুখরিত উত্তরা সার্বজনীন মন্দির প্রাঙ্গণ

কৃষক লীগ নেতা মোজাজ্জেল ঢালী এখন স্বেচ্ছাসেবক দলে পদ পেতে মরিয়া

আশুলিয়াকে "উচ্চ শিক্ষা নগরী" গড়তে পাঁচ বিশ্ববিদ্যালয়ের একসাথে পথচলা

কোতোয়ালী থানা প্রেসক্লাবের জাঁকজমকপূর্ণ উদ্বোধন: সাংবাদিক সমাজে আনন্দ ও উচ্ছ্বাস

মেহনতী ও শ্রমজীবী মানুষের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

রাজপথের নির্ভীক সৈনিক আব্বাস আলী: জয়পুরহাট-২ এ পরিবর্তনের প্রত্যাশা

ইসলামী ক্যাটাগরিতে সেরা অভিনেতার সম্মাননা পেলেন শিশু শিল্পী নাহিদুল ইসলাম

গঠনতন্ত্র ও আরপিও অনুযায়ী কাউন্সিলে নির্বাচিত বৈধ নেতৃত্ব লাঙ্গল প্রতীকের মালিক

মাদকবিরোধী অভিযান, ব্যাপক পরিবর্তন গেন্ডারিয়া এলাকায়
