ঢাকা বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫

রাব্বিকে চাপা দিয়ে পালানোর সময় আরও দুটি গাড়িকে ধাক্কা দিলো চালক, চেক পোস্টে ধরা


নিজাম উদ্দিন photo নিজাম উদ্দিন
প্রকাশিত: ১৭-৫-২০২৪ রাত ১০:১৪

রাজধানীর শেরে বাংলা নগর থানার প্রধানমন্ত্রীর কার্যালয়ের সমানের সড়কে সামনে মোহাম্মদপুরের বাসিন্দা ফজলে রাব্বি নামে (২৬) হায়েস গাড়ির ধাক্কায় মৃত্যু হয়েছে। রাব্বির গ্রামের বাড়ি পাবনা সুজানগর পিতার নাম, মৃত মোহাম্মদ কাদের।

নিহত রাব্বি গাড়ির ধাক্কায় গুরুত্বর আহত অবস্থায় রাস্তায় পড়ে থাকলে। এই সময় অভিযুক্ত গাড়ি চালক গাড়ি না থামিয়ে বরং আরও বেশি গতিতে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। এই সময়ে এক পুলিশ কর্মকর্তা ও একটি তেলবাহী গাড়িকেও  ধাক্কা দেন। পরবর্তীতে দ্রুত পালিয়ে যাওয়ার সময়ে পুলিশের চেক পোস্টে আটকা পড়েন। এরপরই পুলিশ খোঁজ নিয়ে জানতে পারেন রাব্বিকে ধাক্কা দিয়ে পালানোর উদ্দেশ্য ছিলো। পরবর্তীতে গ্রেফতার করা হয় গাড়ির চালক আল আমিন তালুকদার পিতা আব্দুল মজিদ তালুকদারকে। এদের গ্রামের বাড়ি বাঘেরহাট, মোড়েলগঞ্জের কালিকাবাড়ি এলাকার বাসিন্দা বলে জানা গেছে। 

থানা সূত্রে জানা গেছে, পিকার্ট গার্মেন্টস নামের একটি প্রতিষ্ঠানের সাদা রঙের হায়েস গাড়ি এই দুর্ঘটনা ঘটায়। ঘটনার পর চালককে আটক করে পুলিশ। জব্দ করা হয় গাড়িটি এবং চালোককে। শেরে বাংলা থানা প্রাঙ্গণে রাখা গাড়ির সামনের ডান পাশের একটি চাকা ক্ষতবিক্ষত। সামনের অংশ জুড়ে ধাক্কা দেওয়ার চিহ্ন।  
গতকাল বৃহস্পতিবার (১৬ মে) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনের সড়কে এ ঘটনা ঘটে। 

এরপর রাব্বিকে পুলিশ উদ্ধার করে প্রথমে শহিদ সোহরাওয়ার্দী হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য আগারগাঁও এলাকার নিউরো সায়েন্স হাসপাতাল ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহতের স্ত্রী নীলিমা বেগম বলেন, আমার স্বামী মোহাম্মদপুর টাউন হল এলাকায় বিজ্ঞাপন আর্টের দোকানে কাজ করতো। তাদের গ্রামের বাড়ি পাবনা সুজানগর গতকাল ৫ টার সময় তার এক বন্ধু আমার স্বামীকে ফোন করে বাসা থেকে নিয়ে যায়, সন্ধ্যার সময় জানতে পারি তিনি রোড এক্সিডেন্ট করেছে। নিহতের স্ত্রী আরও বলেন, আমাদের একমাত্র উপার্জনকারী আমার স্বামী ই ছিলো। আমার শ্বাশুড়ি এবং আমার সন্তানকে নিয়ে মোহাম্মদপুর কাটাসুর ২ নম্বর গলিতে ভাড়া বাসায় থাকি। এখন স্বামী রোড এক্সিডেন্টে মারা গেলেন, আমরা কিভাবে কি করবো বুঝতে পারছি না। 

প্রাথমিক সুরতহাল প্রতিবেদনে দেখা যায়, নিহতের হেঁট ইনজুরি এবং রক্তক্ষরণ জনিত কারণে তার মৃত্যু হতে পারে। নিহতের স্বজন শিরিন বেগম বলেন, গতকাল দুপুরে মা এবং স্ত্রীর সঙ্গে এক সঙ্গে ভাত খায় রাব্বি। এরপর বিকেল ৫ টার দিকে  তার এক বন্ধুর ফোন পেয়ে বাসা থেকে  বের হয়। সন্ধ্যার কিছু পরে একটি অপরিচিত নাম্বার থেকে ফোনে দুর্ঘটনায় রাব্বির মৃত্যুর সংবাদ পায় তারা। এরপর পরিবারের লোকজন হাসপাতালে ছুঁটে গিয়ে রাব্বির মরদেহ শনাক্ত করেন। এই ঘটনায় শেরেবাংলা নগর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। মামলার বিষয়টি নিশ্চিত করেছেন শেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আহাদ আলী। তিনি বলেন, পিকার্ট গার্মেন্টস কোম্পানির ঐ হায়েস গাড়িটি প্রথমে রাব্বি নামের একজনকে চাপা দিয়ে দ্রুত পালানোর চেষ্টা করে। এ সময় রাস্তায় আরও দুটি গাড়িকে ধাক্কা দেয় চালক। এদের মধ্যে একটি তেলের লড়ি ও একজন পুলিশ কর্মকর্তার গাড়িও রয়েছে। খবর পেয়ে পুলিশ চেকপোস্ট বসিয়ে অভিযুক্ত চালক ও গাড়িকে আটক করা হয়।

এমএসএম / এমএসএম

তিতাস গ্যাস জাতীয়তাবাদী শ্রমিক কর্মচারী ইউনিয়ন সিবিএ এর অভিষেক ও শপথ অনুষ্ঠান

জাইকার সহায়তায় রাজউক কর্তৃক বাস্তবায়নাধীন TOD প্রকল্পের ৪র্থ সেমিনার আয়োজিত

ব্রিক ম্যানুফ্যাকচারিং ওনার্স অ্যাসোসিয়েশনের ছয় দফা দাবি

জাইকার সহায়তায় রাজউক কর্তৃক বাস্তবায়নাধীন TOD প্রকল্পের ৪র্থ সেমিনার অনুষ্ঠিত

কামরাঙ্গীরচর থানার মোঃ আমিরুল ডিএমপি লালবাগ বিভাগে শ্রেষ্ঠ অফিসার হিসেবে নির্বাচিত

পেশাদারিত্ব ও মানবিকতায় উজ্জ্বল দৃষ্টান্ত রাখায় বিশেষ সম্মাননা পেলেন ডিসি মহিদুল ইসলাম

ঝিনাইদহ অফিসার্স ফোরামের নতুন কমিটি গঠন

প্রকাশিত সংবাদের প্রতিবাদ

বিনামূল্যে ড্রাইভিং প্রশিক্ষণ শিখাচ্ছে পাথওয়ে

উত্তরায় SEDA ফাউন্ডেশনের ১৭তম মেধা যাচাইয়ে প্রায় ২ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণ

ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত ভবন পরিদর্শনে রাজউক চেয়ারম্যান, ঝুঁকিপূর্ণ স্থাপনায় নকশা দাখিল ও অপসারণের নির্দেশ

হাতপাখা নির্বাচিত হলে ঢাকা-১৮ কে একটি মডেল সিটি হিসেবে গড়ে তুলা হবেঃ আলহাজ্ব আনোয়ার

ডেমরায় সাংবাদিকদের সাথে জামায়াতে ইসলামী প্রার্থীর মত মতবিনিময় সভা