ঢাকা শুক্রবার, ৭ নভেম্বর, ২০২৫

ডেমরায় অভ্যন্তরীণ সড়কে অটোরিকশা চলাচলের দাবিতে চালকদের সড়ক অবরোধ:যানজট


সালে আহমেদ photo সালে আহমেদ
প্রকাশিত: ১৯-৫-২০২৪ বিকাল ৬:৪

রাজধানীর ডেমরায় অভ্যন্তরীণ সড়কে ব্যাটারিচালিত অটোরিকশা—ইজিবাইক স্বাভাবিক নিয়মে চলাচলের দাবি নিয়ে সড়ক অবরোধ করে করে বিক্ষোভ করেছেন চালকেরা। রোববার সকাল থেকে বিকাল পর্যন্ত স্টাফ কোয়ার্টার এলাকায় ডেমরা—যাত্রাবাড়ী ও ডেমরা—রামপুরা সড়ক অবরোধ করে রাখে চালকেরা। এ সময় লাঠিসোটা হাতে নিয়েও চালকেরা ওই দু’টি সড়কে অন্যান্য পণ্য ও যাত্রীবাহী সকল যান চলাচল বন্ধ রাখে। এতে দীর্ঘ যানজটের সৃষ্টি হলে মাঝে মধ্যে চালকেরা আটকে পড়া দূরপাল্লার কিছু যানবাহন ছেড়ে দেয়। এদিকে রোববার সকালে হাজীনগর অভ্যন্তরীণ সড়ক থেকে ট্রাফিক পুলিশ বেশ কয়েকটি  অটোরিকশা—ইজিবাইক নিয়ে গেলে চালকরা ক্ষিপ্ত হয়ে রাস্তায় নামে।
 
বিক্ষোভকালে চালকেরা বলেন, আমরা খেটে খাওয়া মানুষ। আমরা হাইওয়েতে উঠিনা। তারপরও ট্রাফিক পুলিশ অভ্যন্তরীণ সড়ক থেকে আমাদের ধরে নিয়ে চাঁদাবাজি করে। আমাদের মতো গরিবদের সারাদিনের রোজগার রেকার বিল করে নিয়ে যায়। ডেমরা থানায় অটোরিকশা নিয়ে আটকে রেখেছে ২০—২৫ টি। অটোরিকশা বন্ধ করতে হলে আমাদের রোজগারের বিকল্প ব্যবস্থা নিয়ে বন্ধ করতে হবে।
 
চালকরা আরও বলেন, আমরা এমনিতেই প্রতিমাসে অনেক টাকার বিনিময়ে সড়কে অটোরিকশা—ইজিবাইক চালাই। তারওপর ট্রাফিক পুলিশের যন্ত্রণায় অতিষ্ঠ হয়ে যাচ্ছি। আর সার্জেন্টে ও অন্যান্য সদস্যের মাধ্যমে অভ্যন্তরীণ সড়ক থেকে রিকশা নিয়ে শুধু রেকার বিল করে ট্রাফিক পুলিশ। আমরা অপরাগতা প্রকাশ করলে আজেবাজে খারাপ কথা বলে টাকা আনতে বলেন তারা।

এ বিষয়ে ট্রাফিক ডেমরা জোনের সিনিয়র সহকারি পুলিশ কমিশনার (এসি) মোস্তাইন বিল্লাহ ফেরদৌস বলেন—ঝুঁকিপূর্ণ বিধায় ব্যাটারিচলিত অটোরিকশা—ইজিবাইক চলাচল বন্ধের দাবি উঠায় ডেমরাতেও এসব নিষিদ্ধ যান চলাচল বন্ধে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহন করেছে ডেমরা থানা ও ট্রাফিক পুলিশ। আর ঊর্ধতন কর্তৃপক্ষের নির্দেশক্রমেই এ কার্যক্রম চালানো হচ্ছে। আর রেকার বিল জমা হচ্ছে রাষ্ট্রীয় কোষগারে, এটা চাঁদাবাজি নয়।  

এ বিষয়ে ডেমরা থানার ওসি মো. জহিরুল ইসলাম বলেন, আমরা কৌশলে আমাদের কাজ করছি। সহনশীল পর্যায়ে বিনা বিশৃঙ্খলায় সড়ক থেকে চালকদের ফিরিয়ে দিয়েছি। তবে উর্ধতনদের নির্দেশ অনুযায়ী প্রয়োজনীয় পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।  

 উল্লেখ্য: খোদ সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এসব রিকশার বিষয়ে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন। তারপর থেকে অটোরিকশা—ইজিবাইক বন্ধে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া শুরু হয়েছে। এ ঘটনায় চালকেরা এসব চলাচালের দাবি নিয়ে সড়কে আন্দোলন চালাচ্ছে।

এমএসএম / এমএসএম

বিমানবন্দরে নিয়োজিত এক অঙ্গীভূত আনসার সদস্যের বিচ্ছিন্ন অনৈতিক ঘটনা এবং গৃহীত দ্রুততম প্রশাসনিক ব্যবস্থা

ডেঙ্গু নিয়ন্ত্রণে ব্যবহৃত মশার ঔষধের সঠিক প্রয়োগ ও বাসাবাড়িতে এডিস মশার লার্ভা তদারকিতে মাঠে নামছে ডিএসসিসি প্রশাসন

ডেমরা থানা বিএনপির কমিটি ঘোষণা

২০২৪ সালের সেরা গীতিকার এ্যাওয়ার্ড পেলেন সিনিয়র সাংবাদিক ও গীতিকবি রোস্তম মল্লিক

এনসিপির ‘সমন্বয়কারী সদস্য’ হলেন মাহিন তালুকদার

শান্তিপূর্ণ পরমাণু প্রযুক্তি প্রসারে মন্ত্রণালয়ের আশ্বাস

সাইফুল আলম নিরবকে ঢাকা -১২ আসন মনোনয়ন দেওয়ায় আনন্দের বন্যা

অনুমোদনবিহীন ড্রাইভিং ট্রেনিং সেন্টার, সড়কে বাড়ছে ঝুঁকি

ডিএনসিসির ৫০ নং ওয়ার্ডে যানজট নিরসনে নব উদ্যোগঃ আয়োজনে উন্নয়ন পরিষদ

ভবন দুর্যোগ ঝুঁকি প্রশমনে জনসচেতনতা বৃদ্ধিতে জোর, ফায়ার সার্ভিসের সাথে সমঝোতা স্মারক স্বাক্ষর

দেশে পলিনেটের মাধ্যমে আঙুর চাষে বিপ্লব ঘটানো সম্ভব

জাতীয় নির্বাচনে আনসার-ভিডিপির সর্বোচ্চ প্রস্তুতি ঘোষণা

১৩ তম জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা -৪ আসনে বিএনপির প্রার্থী তানভীর আহমেদ রবিন