জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৫তম জন্মবার্ষিকীতে কনসামের ২৯তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত

একদিকে অনন্ত প্রেম, অন্যদিকে বিদ্রোহ। কী কবিতায়, কী গানে, উপন্যাসে, গল্পে সর্বত্রই মানবমুক্তি প্রেমময় বাণী ও দ্রোহের বাণী এ দুই-ই ঝঙ্কৃত হয়েছে জাতীয় কবি নজরুলের সৃষ্টিতে। পরাধীনতার শৃঙ্খল ভাঙার পাশাপাশি সামাজিক বৈষম্য, শোষণ, বঞ্চনা, কুসংস্কার, হীনম্মন্যতার বিরুদ্ধেও শিখিয়েছেন রুখে দাঁড়াতে।
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৫তম জন্মবার্ষিকীতে কবি নজরুল সাহিত্য মঞ্চ (কনসাম)এর ২৯ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত হয়েছে।
এদিন ভোরে কবি নজরুল সাহিত্য মঞ্চ (কনসাম) এর প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান এ্যাড. মহিউদ্দীন আহমেদ (শাহীন) এর নেতৃত্বে আয়োজিত আনন্দ রেলি, পুষ্পস্তপক অর্পণ ও কবির মাজার জিয়ারত করা হয়। এ সময় কনসাম'র সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশ আইন সমিতির কনফারেন্স রুমে কনসাম এর প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান এ্যাড. মহিউদ্দীন আহমেদ শাহীনের সভাপতিত্বে কবি নজরুলের জীবন কর্ম ও কনসাম শীর্ষক আলোচনায় প্রধান আলোচকের বক্তব্য রাখেন বাংলাদেশ অর্থ মন্ত্রণালয়ের উপসচিব ও নজরুল গবেষক
মোঃ জেহাদ উদ্দিন। তিনি বলেন, এটি অত্যন্ত দুঃখজনক যে, কাজী নজরুল ইসলামের জন্মবার্ষিকী টি এখনো পর্যন্ত সাংবিধানিক কোন স্বীকৃতি পাইনি। এটি নিয়ে এখনো পর্যন্ত কোন জাতীয় সরকারি ছুটিও নির্ধারণ করা হয়নি যা খুবই হতাশা জনক।
বিশেষ অতিথি'র বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের ধর্ম বিষয়ক উপকমিটির সদস্য এবং জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সদস্য মোঃ জহিরুল আলম নিউটন। তিনি বলেন, একমাত্র বঙ্গবন্ধুই নজরুলকে সঠিকভাবে মূল্যায়ন করতে পেরেছিল।তিনি ছিলেন বলেই নজরুলকে আমরা এ বাংলায় পেয়েছিলাম কারণ তিনি ও নেতাজি সুভাষচন্দ্র বসুই প্রথম নজরুল কে এদেশে আসতে সহযোগিতা করেছিল।
যারা কবি নজরুলকে শুধুমাত্র কবি হিসেবেই আখ্যা দিয়ে থাকেন তাদেরকে বলতে চাই নজরুল শুধুমাত্র একজন কবি-ই ছিলেন না, তিনি একাধারে
ছোট গল্পকার, ঔপন্যাসিক, প্রাবন্ধিক,নাট্যকার, সুরকার, গীতিকার,গায়ক, অভিনেতা,অনুবাদক, রাজনৈতিক কর্মী, সম্পাদক,সাংবাদিক সহ নানান পেশায় তার বিচরণ উল্লেখযোগ্য ভাবে প্রতিীয়মান ছিল।
অনুষ্ঠানে কনসাম উপ ব্যবস্থাপনা পরিচালক মোঃ রিয়াদুল ইসলাম রিয়াদের উপস্থাপনায় আরো বক্তব্য রাখেন কনসাম ব্যবস্থাপনা পরিচালক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক মোহাম্মদ মেহেদী হাসান, কনসাম নির্বাহী চেয়ারম্যান এ্যাড. শরিফ উদ্দিন মোল্লা ও কনসাম নির্বাহী চেয়ারম্যান কবি হুমায়ুন কবির সহ প্রমূখ।
এমএসএম / এমএসএম

শ্রদ্ধামিশ্রিত ভালোবাসা ও সম্মান প্রদর্শনের মাধ্যমে প্রবীণদের পাশে থাকতে হবে

যাত্রাবাড়ীর অন্বেষা কর্পোরেশন (প্রদীপ ব্রান্ড) নিয়ে বিতর্ক

কোটিপতি হয়েও সরকারি খাস জমি দখল করে দোকান ভাড়া দিচ্ছেন আব্দুল হাই গং

মালিবাগে সোনার দোকানে দুর্ধর্ষ চুরি, ৫০০ ভরি স্বর্ণালঙ্কার চুরির অভিযোগ

গুলশান থানা এলাকা হবে অপরাধ মুক্ত: ওসি হাফিজুর রহমান

বিএসটিআই মহাপরিচালকের সাথে কসোভোর রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

অখণ্ডতার বিরুদ্ধে ভারতের ষড়যন্ত্রের অভিযোগ ইন্তিফাদা বাংলাদেশের

সদরঘাট পাইকারি বাজারে আগুন

ঢাকা ওএমএস ডিলার নিয়োগে অনিয়মের প্রতিবাদ সভা

সঠিক প্রক্রিয়ায় টেন্ডার না হওয়ায়, কাজ সম্পূর্ণে ব্যর্থ হচ্ছে ঠিকাদারি প্রতিষ্ঠান

রাজধানীর গুলশান-বনানী মণ্ডপে প্রতিমা বিসর্জন শেষে মা দূর্গার শান্তির জল প্রদান

‘সমন্বয়ক’পরিচয়ে উত্তরায় বেপরোয়া আকাশ
