ঢাকা বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫

রাজধানীতে আবারো অটোরিকশা আটকের ঘটনা ঘটেছে, এতে ক্ষুব্ধ রিকশা শ্রমিক ড্রাইভাররা


নিজাম উদ্দিন photo নিজাম উদ্দিন
প্রকাশিত: ৫-৬-২০২৪ বিকাল ৫:৪৫

আবারো অটোরিকশার ধরপাকড় শুরু করেছে ট্রাফিক পুলিশ, টিআই, ও সার্জেনরা। মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষণা মানা হচ্ছেনা বলে জানান সেকশন বেড়িবাঁধ এলাকার অটোরিকশার ড্রাইভারা। সরজমিনে  গেলে তার সত্যতা পাওয়া যায়। বুধবার ৫ জুন লালবাগ সেকশন বেড়িবাঁধ এলাকায় গেলে দেখা যায় বেশ কয়েকটি অটোরিকশা ট্রাফিক সদস্যরা আটক করে মোটা শিকল দিয়ে বেঁধে রেখেছে, আর নিজের রিকশা টি উদ্ধার করতে কয়েকজন রিকশা ড্রাইভার সেখানে অসহায়র মত ঘুরছেন। ৫ জুন সকাল ১১ টায় সেখানে গেলে এরকম একাধিক রিকশা আটকের দৃশ্য চোখে পরে এ বিষয় সেকশন বেড়িবাঁধ এলাকায় ট্রাফিক নিয়ন্ত্রণে দায়িত্বরত কয়েকজনের কাছে জানতে চাইলে টিআই সোহেল বলেন, আমার তো নিজের ইচ্ছেমতো আটক করি নাই ডিসি স্যারের নির্দেশে এসব অটোরিকশা আটক করা হয়েছে। 

কয়েকজন রিকশা চালক অভিযোগ করে বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর যে ঘোষণা দিয়েছেন তার ব্যতিক্রম শুধু এই সেকশন এলাকাতেই। রাজধানীতে আর কোথাও আটো রিকশা আটকের ঘটনা ঘটেনি।আমরা এর তীব্র নিন্দা জানাই। প্রয়োজনে আমরা আবারও এই অসাধু ট্রাফিক সার্জেন্টদের বিরুদ্ধে আন্দোলন যাবো। ড্রাইভাররা বলেন গত শনিবার থেকে রিকশা আটকানো শুরু করেন। প্রতিটি রিকশা ছাড়িয়ে নিতে ১২০০ শত টাকা লাগে এরকম যদি একেকটি রিকশা ২/১ দিন পর পর আটক করে তাহলে আমরা কিভাবে চলবো। 

উল্লেখ্য গত ২০ মে রাজধানীতে ব্যাটারিচালিত অটোরিকশা চালানোর অনুমতি দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্দেশ দিয়েছেন বলে জানিয়েছিলেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। গত মাসে ২০ মে  বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে এক অনুষ্ঠানে এ কথা বলেছিলেন ওবায়দুল কাদের।ওবায়দুল কাদের বলেন, দ্যর্মূল্যের বাজারে, স্বল্প আয়ের মানুষের কথা বিবেচনা করে ঢাকা সিটিতে ব্যাটারিচালিত অটোরিকশা বন্ধের সিদ্ধান্ত পরিবর্তন করে চলাচলের জন্য আজকের মন্ত্রিসভা বৈঠকে নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।তবে অটোরিকশা চলবে শুধু মাত্র ঢাকা শহরে, কোনো মহাসড়কে চলবে না বলে জানিয়েছেন সড়ক পরিবহনমন্ত্রী।

সম্প্রতি ব্যাটারিচালিত অটোরিকশা চলাচল বন্ধের নির্দেশ দেন ওবায়দুল কাদের। এরপর রোববার ১৯ মে এ বিষয়ে নির্দেশনা জারি করে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। ব্যাটারিচালিত অটোরিকশা বন্দের সিদ্ধান্তের প্রতিবাদে সেসময় মিরপুরের বিভিন্ন এলাকা অবরোধ করে চালকরা। তারা বেশ কয়েকটি যানবাহন ভাঙচুর করে এবং পুলিশ বক্সে আগুন দেয়।

এসব আন্দোলন সধারন মানুষের জানমালের ক্ষয়ক্ষতি না হয় সেদিকে খেয়াল ও বিবেচনা করে মাননীয় প্রধানমন্ত্রীর অটোরিকশা চলার অনুমতি দেন।
সেসময় রাজধানীতে বিভিন্ন স্থানে মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষণাকে স্বাগতম জানিয়ে রিকশার গ্যারেজ গুলোতে মিষ্টি বিতরণ ও করা হয় কিন্তু সেই ঘোষণার ১৬ দিনের মাথায় আবারো অটোরিকশা আটকের ঘটনা ঘটেছে। এতে করে মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষণা কেন বাস্তবায়ন হবে না? এমন প্রশ্ন এখন অনেকেরই। 

এবিষয় লালবাগ ট্রাফিক ডিসি আসমা সিদ্দিকা মিলি বলেন, আমি অটোরিকশা চলতে পারবেনা এমন কোন নির্দেশ দেইনি।যানজট নিরসনে কামরাঙ্গীরচরের অটো রিকশা গুলোকে বেড়িবাঁধ সড়কে উঠতে নিষেধ করা হয়েছে, রিকশা আটক করতে বলা হয়নি। 

তবে এবিষয় বেড়িবাঁধ সেকশন এলাকার দায়িত্বে থাকা টিআই সোহেল বলেন, বেড়িবাঁধে অটোরিকশা আসলেই আইনগত ব্যবস্থা নেওয়া হবে এমন নির্দেশ রয়েছে।একেকটি রিকশা আটকের পর ১২ শত টাকা রেকার বিল করা হয়। এই টাকা অনেক সময় রিকশার ড্রাইভারদের কাছে থাকে না সেজন্য কিছুক্ষণ আটকে রাখা হয় বলেও জানান ওই ট্রাফিক টিআই কর্মকর্তা।

এমএসএম / এমএসএম

তিতাস গ্যাস জাতীয়তাবাদী শ্রমিক কর্মচারী ইউনিয়ন সিবিএ এর অভিষেক ও শপথ অনুষ্ঠান

জাইকার সহায়তায় রাজউক কর্তৃক বাস্তবায়নাধীন TOD প্রকল্পের ৪র্থ সেমিনার আয়োজিত

ব্রিক ম্যানুফ্যাকচারিং ওনার্স অ্যাসোসিয়েশনের ছয় দফা দাবি

জাইকার সহায়তায় রাজউক কর্তৃক বাস্তবায়নাধীন TOD প্রকল্পের ৪র্থ সেমিনার অনুষ্ঠিত

কামরাঙ্গীরচর থানার মোঃ আমিরুল ডিএমপি লালবাগ বিভাগে শ্রেষ্ঠ অফিসার হিসেবে নির্বাচিত

পেশাদারিত্ব ও মানবিকতায় উজ্জ্বল দৃষ্টান্ত রাখায় বিশেষ সম্মাননা পেলেন ডিসি মহিদুল ইসলাম

ঝিনাইদহ অফিসার্স ফোরামের নতুন কমিটি গঠন

প্রকাশিত সংবাদের প্রতিবাদ

বিনামূল্যে ড্রাইভিং প্রশিক্ষণ শিখাচ্ছে পাথওয়ে

উত্তরায় SEDA ফাউন্ডেশনের ১৭তম মেধা যাচাইয়ে প্রায় ২ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণ

ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত ভবন পরিদর্শনে রাজউক চেয়ারম্যান, ঝুঁকিপূর্ণ স্থাপনায় নকশা দাখিল ও অপসারণের নির্দেশ

হাতপাখা নির্বাচিত হলে ঢাকা-১৮ কে একটি মডেল সিটি হিসেবে গড়ে তুলা হবেঃ আলহাজ্ব আনোয়ার

ডেমরায় সাংবাদিকদের সাথে জামায়াতে ইসলামী প্রার্থীর মত মতবিনিময় সভা