রাজধানীতে আবারো অটোরিকশা আটকের ঘটনা ঘটেছে, এতে ক্ষুব্ধ রিকশা শ্রমিক ড্রাইভাররা

আবারো অটোরিকশার ধরপাকড় শুরু করেছে ট্রাফিক পুলিশ, টিআই, ও সার্জেনরা। মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষণা মানা হচ্ছেনা বলে জানান সেকশন বেড়িবাঁধ এলাকার অটোরিকশার ড্রাইভারা। সরজমিনে গেলে তার সত্যতা পাওয়া যায়। বুধবার ৫ জুন লালবাগ সেকশন বেড়িবাঁধ এলাকায় গেলে দেখা যায় বেশ কয়েকটি অটোরিকশা ট্রাফিক সদস্যরা আটক করে মোটা শিকল দিয়ে বেঁধে রেখেছে, আর নিজের রিকশা টি উদ্ধার করতে কয়েকজন রিকশা ড্রাইভার সেখানে অসহায়র মত ঘুরছেন। ৫ জুন সকাল ১১ টায় সেখানে গেলে এরকম একাধিক রিকশা আটকের দৃশ্য চোখে পরে এ বিষয় সেকশন বেড়িবাঁধ এলাকায় ট্রাফিক নিয়ন্ত্রণে দায়িত্বরত কয়েকজনের কাছে জানতে চাইলে টিআই সোহেল বলেন, আমার তো নিজের ইচ্ছেমতো আটক করি নাই ডিসি স্যারের নির্দেশে এসব অটোরিকশা আটক করা হয়েছে।
কয়েকজন রিকশা চালক অভিযোগ করে বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর যে ঘোষণা দিয়েছেন তার ব্যতিক্রম শুধু এই সেকশন এলাকাতেই। রাজধানীতে আর কোথাও আটো রিকশা আটকের ঘটনা ঘটেনি।আমরা এর তীব্র নিন্দা জানাই। প্রয়োজনে আমরা আবারও এই অসাধু ট্রাফিক সার্জেন্টদের বিরুদ্ধে আন্দোলন যাবো। ড্রাইভাররা বলেন গত শনিবার থেকে রিকশা আটকানো শুরু করেন। প্রতিটি রিকশা ছাড়িয়ে নিতে ১২০০ শত টাকা লাগে এরকম যদি একেকটি রিকশা ২/১ দিন পর পর আটক করে তাহলে আমরা কিভাবে চলবো।
উল্লেখ্য গত ২০ মে রাজধানীতে ব্যাটারিচালিত অটোরিকশা চালানোর অনুমতি দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্দেশ দিয়েছেন বলে জানিয়েছিলেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। গত মাসে ২০ মে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে এক অনুষ্ঠানে এ কথা বলেছিলেন ওবায়দুল কাদের।ওবায়দুল কাদের বলেন, দ্যর্মূল্যের বাজারে, স্বল্প আয়ের মানুষের কথা বিবেচনা করে ঢাকা সিটিতে ব্যাটারিচালিত অটোরিকশা বন্ধের সিদ্ধান্ত পরিবর্তন করে চলাচলের জন্য আজকের মন্ত্রিসভা বৈঠকে নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।তবে অটোরিকশা চলবে শুধু মাত্র ঢাকা শহরে, কোনো মহাসড়কে চলবে না বলে জানিয়েছেন সড়ক পরিবহনমন্ত্রী।
সম্প্রতি ব্যাটারিচালিত অটোরিকশা চলাচল বন্ধের নির্দেশ দেন ওবায়দুল কাদের। এরপর রোববার ১৯ মে এ বিষয়ে নির্দেশনা জারি করে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। ব্যাটারিচালিত অটোরিকশা বন্দের সিদ্ধান্তের প্রতিবাদে সেসময় মিরপুরের বিভিন্ন এলাকা অবরোধ করে চালকরা। তারা বেশ কয়েকটি যানবাহন ভাঙচুর করে এবং পুলিশ বক্সে আগুন দেয়।
এসব আন্দোলন সধারন মানুষের জানমালের ক্ষয়ক্ষতি না হয় সেদিকে খেয়াল ও বিবেচনা করে মাননীয় প্রধানমন্ত্রীর অটোরিকশা চলার অনুমতি দেন।
সেসময় রাজধানীতে বিভিন্ন স্থানে মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষণাকে স্বাগতম জানিয়ে রিকশার গ্যারেজ গুলোতে মিষ্টি বিতরণ ও করা হয় কিন্তু সেই ঘোষণার ১৬ দিনের মাথায় আবারো অটোরিকশা আটকের ঘটনা ঘটেছে। এতে করে মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষণা কেন বাস্তবায়ন হবে না? এমন প্রশ্ন এখন অনেকেরই।
এবিষয় লালবাগ ট্রাফিক ডিসি আসমা সিদ্দিকা মিলি বলেন, আমি অটোরিকশা চলতে পারবেনা এমন কোন নির্দেশ দেইনি।যানজট নিরসনে কামরাঙ্গীরচরের অটো রিকশা গুলোকে বেড়িবাঁধ সড়কে উঠতে নিষেধ করা হয়েছে, রিকশা আটক করতে বলা হয়নি।
তবে এবিষয় বেড়িবাঁধ সেকশন এলাকার দায়িত্বে থাকা টিআই সোহেল বলেন, বেড়িবাঁধে অটোরিকশা আসলেই আইনগত ব্যবস্থা নেওয়া হবে এমন নির্দেশ রয়েছে।একেকটি রিকশা আটকের পর ১২ শত টাকা রেকার বিল করা হয়। এই টাকা অনেক সময় রিকশার ড্রাইভারদের কাছে থাকে না সেজন্য কিছুক্ষণ আটকে রাখা হয় বলেও জানান ওই ট্রাফিক টিআই কর্মকর্তা।
এমএসএম / এমএসএম

ডিএমপির মুগদায় মাদক কারবারিদের হামলায় এসআই গুরুতর আহত

৪৮তম (বিশেষ) বিসিএস-এ উত্তীর্ণ সব চিকিৎসকদের নিয়োগের দাবিতে সংবাদ সম্মেলন

“বিএনপি মানুষের প্রত্যাশা পূরণে পরিকল্পিতভাবে কাজ করবে” : ব্যারিস্টার অমি

ভক্ত-দর্শনার্থীদের আবেগে মুখরিত উত্তরা সার্বজনীন মন্দির প্রাঙ্গণ

কৃষক লীগ নেতা মোজাজ্জেল ঢালী এখন স্বেচ্ছাসেবক দলে পদ পেতে মরিয়া

আশুলিয়াকে "উচ্চ শিক্ষা নগরী" গড়তে পাঁচ বিশ্ববিদ্যালয়ের একসাথে পথচলা

কোতোয়ালী থানা প্রেসক্লাবের জাঁকজমকপূর্ণ উদ্বোধন: সাংবাদিক সমাজে আনন্দ ও উচ্ছ্বাস

মেহনতী ও শ্রমজীবী মানুষের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

রাজপথের নির্ভীক সৈনিক আব্বাস আলী: জয়পুরহাট-২ এ পরিবর্তনের প্রত্যাশা

ইসলামী ক্যাটাগরিতে সেরা অভিনেতার সম্মাননা পেলেন শিশু শিল্পী নাহিদুল ইসলাম

গঠনতন্ত্র ও আরপিও অনুযায়ী কাউন্সিলে নির্বাচিত বৈধ নেতৃত্ব লাঙ্গল প্রতীকের মালিক

মাদকবিরোধী অভিযান, ব্যাপক পরিবর্তন গেন্ডারিয়া এলাকায়
