ঢাকা শুক্রবার, ২৯ আগস্ট, ২০২৫

কর্ণফুলীতে জমে ওঠেছে মইজ্জ্যারটেক গরু বাজার


চট্টগ্রাম অফিস photo চট্টগ্রাম অফিস
প্রকাশিত: ১৩-৬-২০২৪ বিকাল ৫:৪৯

কোরবানীর ঈদকে সামনে রেখে চট্টগ্রামের কর্ণফুলীতে জমে ওঠেছে ঐতিহ্যবাহী মইজ্জ্যারটেক সিডিএ আবাসিক গরু, মহিষ ও ছাগলের বাজার। মইজ্জ্যাটেক পশুরহাটে দেশের বিভিন্ন অঞ্চল থেকে শতশত গরু ও মহিষ আসতে শুরু করেছে। ফলে ক্রেতা আর বিক্রেতার উপচে পড়া ভিড়ে পশুরহাট এখন বেশ সরব হয়ে উঠেছে। কোরবানি ঈদ যতটা এগিয়ে আসছে হাট বাজারটা ততটা সরব হয়ে উঠেছে।

জানা গেছে, দক্ষিণ চট্টগ্রামের মধ্যে মইজ্জ্যারটেক গরু বাজার একটি সর্ববৃহৎ ঐতিহ্যবাহী হাট হিসাবে বিভিন্ন স্থানে এই বাজারের বেশ সুনামও রয়েছে। এরই শোভাতে চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন স্থান হতে হাজার হাজার ক্রেতা-বিক্রেতা এখানে পশু ক্রয়-বিক্রয় করতে আসেন এমনটিই জানালেন ব্যবসায়ীরা।

বৃহস্পতিবার (১৩ জুন) বিকেলে মইজ্জ্যারটেক বাজারের বিভিন্ন অংশ ঘুরে এবং সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা গেছে,এখন মুটামুটি বেচা কেনা চলছে তবে ঈদের দুয়েকদিন আগে থেকেই পুরোদমে পশু বিক্রি শুরু হবে।বাজার মনিটরিং ব্যবস্থা সন্তোষজনক হওয়ায় ক্রেতা-বিক্রেতারা দূর-দুরান্ত হতে এখানে আসেন। ক্রেতা-বিক্রেতা জানিয়েছেন, প্রতিটি ঈদে এই বাজারে বাড়তি বেশ কিছু সুবিধা থাকে। যেমন জাল টাকার শনাক্তের মেশিন, চিকিৎসা সেবা ও পুলিশি নিরাপত্তা জোরদার করা সহ নানান সুযোগ সুবিধার কারণে তারা এই হাটকে প্রতিবছরই বেছে নেন। 

দূরদূরান্ত থেকে আসা গরু বিক্রেতারা বলেন, সবে মাত্র বেচা কেনা শুরু হচ্ছে তাই পরিস্থিতি বোঝা যাচ্ছে না। পুরোদমে বিক্রি শুরু হলে ক্রেতাদের বেশি চাহিদা কেমন গরুতে সেটা বোঝা যাবে। আজ সকাল থেকে প্রচুর ক্রেতা এসেছেন বাজারে। মুটামুটি বেচা কেনা চলছে। তবে বাজার কমিটির পক্ষ থেকে অনেক সুযোগ সুবিধা পাওয়া যাচ্ছে সর্বাক্ষণিক সিসিটিভি ক্যামেরায় ও আইনশৃঙ্খলা বাহিনী নিরাপত্তা জোরদার রয়েছে। আশা করতেছি ঈদের আগেই সব গরু বিক্রি করে হাসি মুখে বাড়ি ফিরতে পারবো।

বাজার মনিটরিং কমিটির অন্যতম সদস্য ইমতিয়াজ উদ্দীন জানান,দুরন্ত থেকে আশা ক্রেতা বিক্রেতাদের জন্য পশুরহাটে বাড়তি বেশ কিছু সুযোগ সুবিধা রয়েছে। মেডিকেল ট্রিম, জাল টাকার শনাক্তের অত্যাধুনিক মেশিন ও বাড়তি পুলিশি টহল জোরদার করা সহ বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। কোন বিষয়ে ক্রেতা-বিক্রেতাদের যাতে কোন সমস্যা না হয় সে বিষয়টি মাথায় রেখে বাজার পরিচালনা করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

এদিকে, পবিত্র ঈদুল আজহায় সার্বিক নিরাপত্তা সম্পর্কে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য এস আই মোবারক হোসেন বলেন, পুরো বাজারটি সিসি ক্যামেরার আওতায় রয়েছে, বাজারে সুশৃংখল ও অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ২৪ ঘন্টাই আমাদের পুলিশ সদস্যরা কাজ করছে,এছাড়াও সাদা পোশাকেও সার্বিক বিষয় মনিটরিং করা হচ্ছে ।

এমএসএম / এমএসএম

ছুটি ছাড়াই ২৩ মাস অনুপস্থিতির পর চসিকে ইঞ্জিনিয়ার তৈয়ব

বেনাপোলে ২ মণ গাঁজা সহ কিশোর আটক

নবীনগরে ফেসবুকে অপপ্রচার, গ্রামে মানববন্ধন ও থানায় অভিযোগ

নেত্রকোনায় জেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনে সভাপতি পদে লড়ছেন ডাঃ মোঃ আনোয়ারুল হক”

সার পাচারকালে তানোরে ৪০ বস্তা টিএসপি সার জব্দ

সন্দ্বীপ উপজেলা বিএনপির ৫ সিনিয়র নেতার বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন

দেবিদ্বার রাজামেহার প্রতিবন্ধী কমপ্লেক্সে আদর্শ বিদ্যালয়ের ভিত্তি প্রস্তর ও অভিভাবক সমাবেশ

পর্যটন খাতকে সমৃদ্ধ করলে উদ্যোক্তা সৃষ্টি হবে, অর্থনীতি হবে সমৃদ্ধ: সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন

বেনাপোলে মিজান কসাইকে জবাই করে হত্যা

রোহিঙ্গা অনুপ্রবেশ; সীমান্তে আরও অপেক্ষামাণ ২০থেকে ২৫ হাজার

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে প্রান্তিক কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ করা হয়েছে

গাজীপুরে অন্তহীন অভিযোগে অভিভাবকদের তোপের মুখে প্রধান শিক্ষক!

ভূঞাপুরে টাইফয়েড টিকাদান বিষয়ে ওরিয়েন্টেশন সভা