অবশেষে উচ্ছেদ করা হলো সাদিক এ্যাগ্রো

ছাগল কাণ্ডে আলোচিত সমালোচিত ছিলো এই সাদেক এগ্রো। পরবর্তীতে জানা যায় সাদেক এ্যাগ্রোর কিছু জমি রামচন্দ্রপর খালে পড়েছে। মুলত সেই খালের অংশ উদ্ধার করতে উত্তর সিটি কর্পোরেশন অভিযান পরিচালনা করে আজ। সূত্রে জানা যায় এখানে সাদেক এগ্রোর কোনো জায়গা নাই এখানে। এই জমির মালিক আব্দুল আলিম।
প্রায় ১০ বছর ধরে জমিটা ভাড়া নিয়ে এ্যাগ্রোটি করা হয় বলে স্থানীয় সূত্রে জানা যায়। আজকের অভিযানে সাদিক এ্যাগ্রোর মোট দুটি খামার ভেঙে দেয় উত্তর সিটি কর্পোরেশন। এই দুটি খামারই বর্তমানে বেশ আলোচিত সমালোচিত হয়ে ছিলো। এই এ্যাগ্রোর একটি খামার হচ্ছে মোহাম্মদপুর সাতমসজিদ হাউজিং এর ৭ নাম্বার রোডে অন্যটি হচ্ছে নবীনগর হাউজিং ৭ নাম্বার রোডে।
বৃহস্পতিবার ২৭ জুন সকাল ১০ টায় উত্তর সিটি কর্পোরেশন উচ্ছেদ করে রামচন্দ্রপুর খালের কিছু অংশ উদ্ধার করে। এসময় উদ্ধার অভিযানে নেতৃত্ব দেন উত্তর সিটি কর্পোরেশনের কর অঞ্চল ৫ এর নির্বাহী ম্যাজিস্ট্রেট মুতাকাব্বির হোসেন।সাতমসজিদ হাউজিং এবং নবীনগর হাউজিং ৭ নাম্বার রোডে অভিযান পরিচালনা করা হয়।
উত্তর সিটি কর্পোরেশনের দাবি, রামচন্দ্রপুর খালের কিছু অংশ এই সাদেক এ্যাগ্রো দখল করে রেখেছিল, সেই জায়গা উদ্ধার করা হয়। এদিকে সাদেক এ্যাগ্রোর মালিক বলেছেন, সরকারি জায়গার উদ্ধার করতে তার কোনো আপত্তি নাই। এর আগে এই সাদেক এ্যাগ্রো ব্যাপক আলোচিত হয় এক ছাগাল কাণ্ডে।
উল্লেখ্য, সরকারি এক কর্মকর্তার ছেলে কোরবানির জন্য ১২ লাখ টাকায় ছাগল কিনবেন—এই খবরে শোরগোল পড়ে গেছিয়েছিল সারাদেশে। বুকসমান উঁচু সেই ছাগলের সঙ্গে নিজের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেন ইফাত নামে তরুন। ৬২ ইঞ্চি উচ্চতার ছাগলটির ওজন ১৭৫ কেজি। এত বড় ছাগল সচরাচর দেখা যায় না। সাদিক অ্যাগ্রো ছাগলটির দাম হেঁকেছিল ১৫ লাখ টাকা। শেষ পর্যন্ত ঠিক হয় ১২ লাখ টাকায়। এত দামের পেছনে তাদের ব্যাখ্যা ছিল, উন্নত জাত ও বংশমর্যাদা। তবে এক লাখ বুকিং দিলেও ছাগলটি কেনেননি ইফাত।
এবিষয় ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ৩৩ নং ওয়ার্ড কাউন্সিলর আসিফ আহমেদ বলেন, খালের জায়গায় যেসকল স্থাপনা রয়েছে সেখানেই এই অভিযান চলবে। মুলত ডিএনসিসি অধিনে থাকা খাল গুলো উদ্ধার করে সুস্থ ও বসবাস যোগ্য ঢাকা গড়ার চেষ্টায় আছি। তিনি আরো বলেন,শুধু ৩৩ নং ওয়ার্ডে সিটি কর্পোরেশন ৩ দিনের অভিযানের আজকে প্রথম দিন ছিলো। আরো দুদিন এই অভিযান অব্যাহত থাকবে।
এমএসএম / এমএসএম

ডিএমপির মুগদায় মাদক কারবারিদের হামলায় এসআই গুরুতর আহত

৪৮তম (বিশেষ) বিসিএস-এ উত্তীর্ণ সব চিকিৎসকদের নিয়োগের দাবিতে সংবাদ সম্মেলন

“বিএনপি মানুষের প্রত্যাশা পূরণে পরিকল্পিতভাবে কাজ করবে” : ব্যারিস্টার অমি

ভক্ত-দর্শনার্থীদের আবেগে মুখরিত উত্তরা সার্বজনীন মন্দির প্রাঙ্গণ

কৃষক লীগ নেতা মোজাজ্জেল ঢালী এখন স্বেচ্ছাসেবক দলে পদ পেতে মরিয়া

আশুলিয়াকে "উচ্চ শিক্ষা নগরী" গড়তে পাঁচ বিশ্ববিদ্যালয়ের একসাথে পথচলা

কোতোয়ালী থানা প্রেসক্লাবের জাঁকজমকপূর্ণ উদ্বোধন: সাংবাদিক সমাজে আনন্দ ও উচ্ছ্বাস

মেহনতী ও শ্রমজীবী মানুষের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

রাজপথের নির্ভীক সৈনিক আব্বাস আলী: জয়পুরহাট-২ এ পরিবর্তনের প্রত্যাশা

ইসলামী ক্যাটাগরিতে সেরা অভিনেতার সম্মাননা পেলেন শিশু শিল্পী নাহিদুল ইসলাম

গঠনতন্ত্র ও আরপিও অনুযায়ী কাউন্সিলে নির্বাচিত বৈধ নেতৃত্ব লাঙ্গল প্রতীকের মালিক

মাদকবিরোধী অভিযান, ব্যাপক পরিবর্তন গেন্ডারিয়া এলাকায়
