ঢাকা বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫

মোহাম্মদপুরে টার্গেট করে সরকারি বে-সরকারি রাজনৈতিক প্রতিষ্ঠানে লুটপাট ও অগ্নিসংযোগ করা হয়


নিজাম উদ্দিন photo নিজাম উদ্দিন
প্রকাশিত: ২৭-৭-২০২৪ দুপুর ৪:৪০

কোটা আন্দোলনের নামে মোহাম্মদপুর এলাকায় ব্যাপক হামলা ও লুটপাট করা হয়েছে। স্থানীয়দের তথ্যমতে আগুন, হামলায় শুধু মোহাম্মদপুরেই ক্ষতির পরিমাণ (২০) থেকে পঁচিশ কোটি টাকা। রাস্তায় ট্রাফিক ব্যাবস্থার সরঞ্জাম পর্যন্ত খুলে নিয়ে গেছে দুর্বৃত্তরা, পুলিশের বক্সে বক্সে, লুটপাট পরে আগুন দেওয়া হয়।

রাজধানীর মোহাম্মদপুর এলাকায় টার্গেট করে সরকারি বেসরকারি ও রাজনৈতিক প্রতিষ্ঠানে হামলা চালিয়েছে, হামলাকারীরা। এতে করে একেকটি অফিসের প্রায় ৪ থেকে ৫ লক্ষ্য টাকার কমবেশি ক্ষতি হয়েছে। সরেজমিনে গেলে দেখা যায়, প্রতিটি অফিস ভেঙেচুরে তচনচ করে অগ্নিসংযোক করে দিয়েছে দূর্বৃত্তরা। লুটপাট করে নিয়ে গেছে দামী আসবাবপত্র। এরমধ্যে রয়েছে ২৯ নং ওয়ার্ড কাউন্সিলরের অফিস পুড়িয়ে দিয়েছে, সূচনা কমিউনিটি সেন্টার ভাঙচুর, ঢাকা উদ্যান এলাকায় পুলিশ ফাঁড়ি ভাঙচুর করা হয়। পাশেই ছিলো আওয়ামী লীগের ১০০ নং  ওয়ার্ড অফিস, সেখানেও ভাঙচুর করে হামলাকারীরা। ঢাকা উদ্যান এলাকায় একটি ট্রাফিক বক্স ও ৩ টি আওয়ামী অঙ্গ সংগঠনের অফিস ভাঙচুর করে অগ্নিসংযোগ করা হয়। আদাবর ৩০ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের ওয়ার্ড অফিস ভাঙচুর করা হয়। সেখানকার মুন্না নামে এক নেতা বলেন, আমরা শুক্রবার যখন আড়ংয়ের সামনে অবস্থান নিয়েছি সেই সুযোগে আমাদের অফিস গুলো ভাঙচুর করে অগ্নিসংযোগ করেছে বিএনপির নেতারা। এতে প্রায় ৩ থেকে ৪ লাখ টাকার ক্ষতি হয়েছে। ভাঙচুর করা হয়েছে ১০০ নং ওয়ার্ডের বেড়িবাঁধের যুবলীগের অফিসটিও। 

এদিকে মোহাম্মদপুর ৩ রাস্তার মোড়ে ট্রাফিক বক্স ও উপ পুলিশ কমিশনারের কার্যালয়াটি সহ আওয়ামী লীগের অঙ্গসংগঠনের ৬ টি অফিস ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। এসময় লুটপাট করে নিয়ে গেছে অফিসে থাকা মুল্যবান আসবাবপত্র। ৩ রাস্তার মোড়ে মোহাম্মদপুর থানার শ্রমিকলীগের অফিসে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে লুটপাট করে নিয়ে গেছে মুল্যবান আসবাবপত্র। সেখানকার তাজেল গাজী নামে এক নেতা বলেন, প্রায় ১০ লক্ষ্য টাকার মালামাল লুটপাট করা হয়। ৩৩ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের অফিসটি ভেঙেচুরে ও তচনচ করে অগ্নিসংযোগ করা হয়। সেখানে প্রায় ৫ থেকে ৭ লক্ষ্য টাকার মালামাল লুটপাট করা হয়।

এদিকে মোহাম্মদপুর ৩৩ নং ওয়ার্ড যুবলীগের অফিসটি লুটপাট করে দামী আসবাবপত্র লুটপাট করে নিয়ে গেছে। যুবলীগ কর্মী আয়াত খান এই প্রতিবেদককে বলেন, আমাদের যুবলীগ অফিস ভাঙচুর করে প্রায় ১০ লক্ষ্য টাকার মালামাল লুটপাট করে অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা। 

মোহাম্মদপুর বাস স্ট্যাটান্ডে পাসেই ছিলো জনতা বাজার সংলগ্ন আওয়ামী লীগের ইউনিট অফিস সেখানেও ব্যাপক ভাঙচুর করা হয়। ছাড় দেয়নি সিটি কর্পোরেশনের পাবলিক টয়লেটটিও ধ্বংসযজ্ঞ চালিয়েছে লুটপাটকারিরা। সালাম নামে একজন বলেন, আমাদের অফিসের প্রায় ৫ লক্ষ্য টাকার ক্ষতি হয়েছে। এবং ফুটপাতের হকারদের প্রায় ১০ লক্ষ্য টাকার বস্ত্র নিয়ে গেছে দুর্বৃত্তরা। এতে অনেক হকার পথে বসে যাবে বলে তিনি মনে করেন। 

মোহাম্মদপুর চাদউদ্যান ইউনিট অফিসটি ভাঙচুর করে অগ্নিসংযোগ করা হয়। সেখানেও ৩ টি অফিস ভাঙচুর অগ্নিসংযোগ করা হয়েছে। মোহাম্মদপুর শিয়া মসজিদ মোড়ে ছাত্রলীগের কেন্দ্রীয় অফিসটি ভাঙচুর করে অগ্নিসংযোগ করা হয়। সরেজমিনে গেলে দেখা যায়  ধ্বংসাত্মক অবস্থায় রয়েছে কার্যালয়টি। আজকে পর্যন্ত সেখানে কোনো ছাত্রলীগ কর্মীকে দেখা যায়নি। মোহাম্মদপুর বেড়িবাঁধ এলাকায় প্রায় ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ সহ ৮ থেকে ১০ টি অফিস ভাঙচুর অগ্নিসংযোগ করা হয়। লুটপাট করা হয় অফিসে থাকা মূল্যবান আসবাবপত্র। ছাত্রলীগের অফিসটি থেকে মূল্যবান জিনিস লুটপাট করে অগ্নিসংযোগ করে দেয় দুর্বৃত্তরা। 

মোহাম্মদপুর বসিলা রোডে ম্যাক্স এ্ইড নামে একটি বেসরকারি ডায়াগনস্টিক সেন্টারে হামলা করে সেখান থেকে নিয়ে যায় মূল্যবান সব মালামাল। এরমধ্যে রয়েছে এক্সরের মেশিন সহ ডায়াগনস্টিক সেন্টারের যত মূল্যবান সরঞ্জাম ছিলো সবই খুলে নিয়ে গেছে বলে জানান সেখানকার কর্মকর্তা ও কর্মচারীরা। তারা বলেন, দেশীয় অস্ত্রের মুখে আমাদের একধরনের জিম্মি করে সামনের থাই গ্লাস ভেঙে ভিতরে ঢুকে ৩০ থেকে ৪০ জনে তান্ডব চালিয়ে সবকিছু লুটপাট করে নিয়ে গেছে এবিষয় মোহাম্মদপুর থানায় একটি মামলা করার কথা জানিয়েছেন সেখানকার কর্তৃপক্ষ। ম্যাক্স এইড ডায়াগনস্টিক সেন্টারের কর্মকর্তারা বলেন, প্রায় ৫ থেকে ৬ কোটি টাকার ক্ষতি করে দিয়েছে দূর্বৃত্তরা। 

এমএসএম / এমএসএম

তিতাস গ্যাস জাতীয়তাবাদী শ্রমিক কর্মচারী ইউনিয়ন সিবিএ এর অভিষেক ও শপথ অনুষ্ঠান

জাইকার সহায়তায় রাজউক কর্তৃক বাস্তবায়নাধীন TOD প্রকল্পের ৪র্থ সেমিনার আয়োজিত

ব্রিক ম্যানুফ্যাকচারিং ওনার্স অ্যাসোসিয়েশনের ছয় দফা দাবি

জাইকার সহায়তায় রাজউক কর্তৃক বাস্তবায়নাধীন TOD প্রকল্পের ৪র্থ সেমিনার অনুষ্ঠিত

কামরাঙ্গীরচর থানার মোঃ আমিরুল ডিএমপি লালবাগ বিভাগে শ্রেষ্ঠ অফিসার হিসেবে নির্বাচিত

পেশাদারিত্ব ও মানবিকতায় উজ্জ্বল দৃষ্টান্ত রাখায় বিশেষ সম্মাননা পেলেন ডিসি মহিদুল ইসলাম

ঝিনাইদহ অফিসার্স ফোরামের নতুন কমিটি গঠন

প্রকাশিত সংবাদের প্রতিবাদ

বিনামূল্যে ড্রাইভিং প্রশিক্ষণ শিখাচ্ছে পাথওয়ে

উত্তরায় SEDA ফাউন্ডেশনের ১৭তম মেধা যাচাইয়ে প্রায় ২ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণ

ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত ভবন পরিদর্শনে রাজউক চেয়ারম্যান, ঝুঁকিপূর্ণ স্থাপনায় নকশা দাখিল ও অপসারণের নির্দেশ

হাতপাখা নির্বাচিত হলে ঢাকা-১৮ কে একটি মডেল সিটি হিসেবে গড়ে তুলা হবেঃ আলহাজ্ব আনোয়ার

ডেমরায় সাংবাদিকদের সাথে জামায়াতে ইসলামী প্রার্থীর মত মতবিনিময় সভা