খাগড়াছড়িতে জাতীয় মৎস সপ্তাহ উদযাপন

খাগড়াছড়িতে জাতীয় মৎস সপ্তাহ উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩১ জুলাই ২০২৪) বেলা সাড়ে ১১টায় জেলা মৎস কার্যালয়ের সামনে থেকে বর্ণাঢ্য র্যালীটি প্রধান সড়ক ঘুরে খাগড়াছড়ি ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সাংস্কৃতিক ইনস্টিটিউট এর সামনে এসে বেলুন উড়িয়ে আলোচনা সভায় মিলিত হয়।
এতে খাগড়াছড়ি জেলা মৎস্য কর্মকর্তা ড. আরিফ হোসেন এর স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে খাগড়াছড়ি জেলা পরিষদ সদস্য ও মৎস্য বিভাগের আহবায়ক শতরূপা চাকমার সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন, খাগড়াছড়ি জেলা প্রশাসক মো. সহিদুজ্জামান,বিশেষ অতিথি খাগড়াছড়ি পুলিশ সুপার মুক্তা ধর,সদর উপজেলা চেয়ারম্যান মো. দিদারুল আলম দিদার,খাগড়াছড়ি জেলা পরিষদ সদস্য কল্যাণ মিত্র বড়ুয়া,ক্যজরী মারমা। এছাড়া এতে বক্তব্য রাখেন, স্থানীয় ইউপি চেয়ারম্যান,মৎস্য চাষী,উদ্যোক্তাসহ বিভিন্ন গন্যমান্যরা।
"ভরবো মাছে মোদের দেশ,গড়বো স্মার্ট বাংলাদেশ" স্লোগানে আয়োজিত সভায় বক্তারা বলেন, মৎস্য চাষের মধ্য দিয়ে এদেশকে অর্থনৈতিক ভাবে স্বাবলম্বী করে গড়ে তোলা সম্ভব বলে উল্লেখ করে বলেন,মাছ চাষী ও উদ্যোক্তাদের অবদানে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে।
বক্তারা আরো বলেন,বঙ্গবন্ধু স্বপ্ন দেখেছেন বলেই এদেশ এগিয়ে যাচ্ছে। এ সময় মৎস্য চাষী,উদ্যোক্তাসহ সকলকে মাছের উৎপাদন বৃদ্ধিতে বিশেষ অবদানের রাখতে চাষীরা সহায়তার আহ্বান জানান।
প্রধান অতিথি বলেন,সময়ের সাথে মৎস্য উৎপাদন বৃদ্ধি পাচ্ছি। সরকারের নানামুখী উদ্যোগে দেশ এগিয়ে যাচ্ছে। তাই প্রতিটি ক্ষেত্রে সহায়তা ও আন্তরিকতার সাথে কাজ করলে এদেশ এগিয়ে যাবে বলে মন্তব্য করে তিনি সকলের সহায়তা কামনা করেন। এই সময় নানা ক্যাটাগরিতে মৎস্য চাষী,উদ্যোক্তাদের সম্মাননা ক্রেষ্ট তুলে দেন অতিথিরা।
অপরদিকে গুইমারা উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে অনুষ্ঠিত ৭দিন ব্যাপী বর্ণাঢ্য কর্মসূচীর মধ্য দিয়ে “জাতীয় মৎস্য সপ্তাহ’ উদ্বোধন করা হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গুইমারা উপজেলা পরিষদ চেয়ারম্যান মেমং মারমা। এছাড়াও উপস্থিত ছিলেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ঝর্ণা ত্রিপুরা, ভাইস চেয়ারম্যান কংজরী মারমা, মৎস্য কর্মকর্তা দীপন চাকমা প্রমূখ। এসময় বিভিন্ন জাতের মাছের পোনা গুইমারা মডেল উচ্চ বিদ্যালয়ের পুকুরে অবমুক্ত করেন।
এমএসএম / এমএসএম

গাজীপুরে অন্তহীন অভিযোগে অভিভাবকদের তোপের মুখে প্রধান শিক্ষক!

ভূঞাপুরে টাইফয়েড টিকাদান বিষয়ে ওরিয়েন্টেশন সভা

রাণীশংকৈলে পুলিশের ওপেন হাউস ডে অনুষ্ঠিত

সবুজে ঢেকে যাক কালকিনি: পরিবেশ রক্ষায় আনসার-ভিডিপি’র অঙ্গীকার

অভয়নগরে আইনশৃঙ্খলা কমিটির সভা

শ্রীমঙ্গলে সড়ক দুর্ঘটনায় নিহত -১

তানোরে ব্যাক ডেট ও জালিয়াতি নিয়োগের তদন্তে হাজির হননি ভারপ্রাপ্ত অধ্যাক্ষ

পটুয়াখালীর রাঙ্গাবালীতে স্কুল শিক্ষকের ওপর হামলার প্রতিবাদে ক্লাস বর্জন করে আন্দোলন

চট্টগ্রামে নেক্সাস ফেস্ট-২০২৫ সম্পন্ন

পিআর পদ্ধতিতে ভোট হলে মনোনয়ন বাণিজ্য বন্ধ হবে: জামায়াতের অধ্যাপক মজিবুর রহমান

শ্রীপুরে পরিবেশ বিপর্যয় রোধে করণীয় শীর্ষক আলোচনা সভা

অনার্সের খাতা দেখেন কলেজ হোস্টেলের গার্ড !
