লালমনিরহাটে স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড
লালমনিরহাটে স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছে আদালত। এসময় ৫ হাজার টাকা অর্থদণ্ড এবং অর্থ অনাদায়ে আরো এক মাস কারাদন্ডের আদেশ দেয় আদালত।
বুধবার (৩১ জুলাই) দুপুরে লালমনিরহাট জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোঃ মিজানুর রহমান এ রায় দেন।দন্ডপ্রাপ্ত আসামির নাম জহুরুল ইসলাম। তিনি জেলার আদিতমারী উপজেলা টেপা পলাশী এলাকার মৃত জমসের আলীর ছেলে। রায় ঘোষণার সময় আসামী আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ২৬ বছর পূর্বে আসামি জহুরুল ইসলামের সঙ্গে বিয়ে হয় জেলার কালীগঞ্জ উপজেলার উত্তর মুশরত মদাতির বাসিন্দা মুন্নুজান আরা ফেন্সির। বিয়ের কয়েকবছরের মধ্যে আসামি চার সন্তানের জনক জহুরুল ইসলাম তার জমিজমা বিক্রয় শেষে ১৪ বছর পূর্বে শশুর বাড়ি সংলগ্ন জমিতে বসবাস শুরু করে। এই অবস্থায় জহুরুল ইসলাম ও ফেন্সির মধ্যে প্রায়ই পারিবারিক কলহের সৃষ্টি হয়। আসামি জহুরুল তার স্ত্রীকে প্রায় মারপিট করতো বলে এজাহারে উল্লেখ করা হয়। তারই ধারাবাহিকতায় গত ২০২১ সালের ৬ জুন সকালে জহুরুল তার স্ত্রীকে গালিগালাজ করে। স্ত্রী নিষেধ করলে জহুরুল ইসলাম ক্ষিপ্ত হয়ে নলকূপের লোহার হাতল দিয়ে স্ত্রী ফেন্সির মাথায় আঘাত করে। এতে গুরুতর আহত হয় ফেন্সি। খবর পেয়ে আহত ফেন্সিকে উদ্ধার করে প্রথমে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মুন্নুজান আরা ফেন্সি মারা যায়। এ ঘটনায় ফেন্সির ভাই একটি হত্যা মামলা দায়ের করে। মামলার তদন্ত শেষে পুলিশ আদালতে চার্জশিট দাখিল করলে আদালত দীর্ঘ শুনানি শেষে আসামি জহুরুল ইসলামের যাবজ্জীবন কারাদণ্ড ও ৫ হাজার টাকা অর্থদণ্ডের আদেশ দেয়।
লালমনিরহাট জেলা দায়রা ও জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট আকমল হোসেন এ রায়ে সন্তোষ প্রকাশ করেছেন।
এমএসএম / এমএসএম
পাঁচবিবিতে বিএনপির আঞ্চলিক কার্যালয়ের উদ্বোধন
চট্টগ্রামে জঙ্গল সলিমপুরে অভিযান, র্যাব কর্মকর্তা নিহত
ময়মনসিংহে গণভোট প্রচারণায় ভোটের গাড়ি
শীতার্তদের মাঝে স্ক্রীন প্রিন্ট ওয়েলফেয়ার এসোসিয়েশনের শীতবস্ত্র বিতরণ
সুন্দরবন রক্ষায় জার্মান সহযোগিতায় নতুন প্রকল্প
অসহায় রাকিবের পাশে হিউম্যান রাইটস মনপুরা শাখা
শিক্ষকের জাল সনদ! টাঙ্গাইলে শমসের ফকির ডিগ্রি কলেজে নানা অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে দুদকে অভিযোগ
এনএসটি ফেলোশিপপ্রাপ্ত শিক্ষার্থীদের সঙ্গে গোবিপ্রবি উপাচার্যের শুভেচ্ছা বিনিময়
জীবননগরে সেনা হেফাজতে নিহত ডাবলুর পরিবারের সাথে নূর হাকিমের সাক্ষাৎ
পঞ্চগড়ে ওয়াশব্লকের কাজ ফেলে দেড় বছর ধরে লাপাত্তা ঠিকাদারী প্রতিষ্ঠান
কুমিল্লা-৬ আসনে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বিএনপির স্বতন্ত্র প্রার্থী হাজী ইয়াসিন
কুষ্টিয়ায় দেশীয় ও বিদেশি অস্ত্রসহ কুখ্যাত সন্ত্রাসী বোমা মাসুম গ্রেপ্তার