লালমনিরহাটে স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড
লালমনিরহাটে স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছে আদালত। এসময় ৫ হাজার টাকা অর্থদণ্ড এবং অর্থ অনাদায়ে আরো এক মাস কারাদন্ডের আদেশ দেয় আদালত।
বুধবার (৩১ জুলাই) দুপুরে লালমনিরহাট জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোঃ মিজানুর রহমান এ রায় দেন।দন্ডপ্রাপ্ত আসামির নাম জহুরুল ইসলাম। তিনি জেলার আদিতমারী উপজেলা টেপা পলাশী এলাকার মৃত জমসের আলীর ছেলে। রায় ঘোষণার সময় আসামী আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ২৬ বছর পূর্বে আসামি জহুরুল ইসলামের সঙ্গে বিয়ে হয় জেলার কালীগঞ্জ উপজেলার উত্তর মুশরত মদাতির বাসিন্দা মুন্নুজান আরা ফেন্সির। বিয়ের কয়েকবছরের মধ্যে আসামি চার সন্তানের জনক জহুরুল ইসলাম তার জমিজমা বিক্রয় শেষে ১৪ বছর পূর্বে শশুর বাড়ি সংলগ্ন জমিতে বসবাস শুরু করে। এই অবস্থায় জহুরুল ইসলাম ও ফেন্সির মধ্যে প্রায়ই পারিবারিক কলহের সৃষ্টি হয়। আসামি জহুরুল তার স্ত্রীকে প্রায় মারপিট করতো বলে এজাহারে উল্লেখ করা হয়। তারই ধারাবাহিকতায় গত ২০২১ সালের ৬ জুন সকালে জহুরুল তার স্ত্রীকে গালিগালাজ করে। স্ত্রী নিষেধ করলে জহুরুল ইসলাম ক্ষিপ্ত হয়ে নলকূপের লোহার হাতল দিয়ে স্ত্রী ফেন্সির মাথায় আঘাত করে। এতে গুরুতর আহত হয় ফেন্সি। খবর পেয়ে আহত ফেন্সিকে উদ্ধার করে প্রথমে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মুন্নুজান আরা ফেন্সি মারা যায়। এ ঘটনায় ফেন্সির ভাই একটি হত্যা মামলা দায়ের করে। মামলার তদন্ত শেষে পুলিশ আদালতে চার্জশিট দাখিল করলে আদালত দীর্ঘ শুনানি শেষে আসামি জহুরুল ইসলামের যাবজ্জীবন কারাদণ্ড ও ৫ হাজার টাকা অর্থদণ্ডের আদেশ দেয়।
লালমনিরহাট জেলা দায়রা ও জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট আকমল হোসেন এ রায়ে সন্তোষ প্রকাশ করেছেন।
এমএসএম / এমএসএম
মহম্মদপুরে জমি নিয়ে বিরোধে ছোট ভাইয়ের হামলায় বড় ভাই গুরুতর আহত
বার্ষিক পরীক্ষার সময় কুড়িগ্রামে বিসিক উদ্যোক্তা মেলার নামে চলছে বাণিজ্য মেলা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ
চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের সার্বিক তত্ত্বাবধানে ৩৪তম আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস ও ২৭তম জাতীয় প্রতিবন্ধী দিবস পালিত
কাপ্তাই লেক থেকে অবৈধভাবে মাছ নিধনের সরঞ্জাম ও নৌকা জব্দ
ছাতকে মৎস্য ব্যবসায়ীদের জন্য নতুন শেড ঘর উদ্বোধন
গাজীপুরে খালেদা জিয়ার সুস্থতা কামনায় গণদোয়া
বাগেরহাটের বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় জমায়েতে দোয়া মাহফিল
আজ কুমিল্লায় কেন্দ্রীয় ঈদগাহ আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলন ---আসবেন ৫ দেশের কারি
আদমদীঘিতে বেগম খালেদা জিয়ার সুস্থ্যতা কামনায় মুক্তিযোদ্ধাদের দোয়া মাহফিল
লালমনিরহাটে বাস–অটো সংঘর্ষে নিহত ১, আহত ৩
বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় সুনামগঞ্জে খতমে কোরআন ও দোয়া-মিলাদ মাহফিল অনুষ্ঠিত
বন্ধুর বাড়িতে বেড়াতে এসে ব্যবসায়ীর মৃত্যু