বোয়ালমারীতে গোপন নির্বাচনের মাধ্যমে মাদ্রাসা পরিচালনা কমিটি গঠনের চেষ্টা প্রতিহতের ঘোষণা এলাকাবাসীর
ফরিদপুরের বোয়ালমারী পৌর সদরে অবস্থিত আল-হাসান মহিলা মাদ্রাসার ম্যানেজিং কমিটি গঠন প্রক্রিয়ায় ব্যাপক অনিয়ম ও স্বেচ্ছাচারীতার অভিযোগ উঠেছে অধ্যক্ষ এম,এ কুদ্দুসের বিরুদ্ধে। মাদ্রাসা প্রতিষ্ঠাতার পরিবার,অভিভাবক ও স্থানীয়দের না জানিয়ে তিনি অতি গোপনে প্রাক নির্বাচনী প্রক্রিয়া সম্পন্ন ও পছন্দের লোক দিয়ে কমিটি গঠনের পায়তারা করছেন বলে অভিযোগ। এ ঘটনায় অভিভাবক মহল সহ এলাকাবাসীদের মধ্যে ব্যাপক ক্ষোভ ও অসন্তোষের সৃষ্টি হয়েছে বলে জানাগেছে।
সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়,মাদ্রাসার বর্তমান পরিচালনা কমিটির মেয়াদ শেষ হবার তারিখ আগামী ৩ অক্টোবর ২০২৪। মেয়াদ শেষ হবার ন্যূনতম এক মাস আগে পরবর্তী নির্বাচন অনুষ্ঠানের বিধান রয়েছে। এ নির্বাচনের অন্তত তিন মাস আগে থেকে এর প্রস্তুতি ও ব্যাপক প্রচারণার নিয়ম থাকলেও অধ্যক্ষ এম এ কুদ্দুস সেটি না করে এবং মাদ্রাসা প্রতিষ্ঠাতা কর্তৃপক্ষ,শিক্ষার্থী অভিভাবক,স্থানীয় জনপ্রতিনিধি সহ এলাকাবাসীদের সঙ্গে আলাপ-আলোচনা ছাড়াই তড়িঘড়ি করে সীমিত সময় সীমার মধ্যে অতি গোপনে নির্বাচনের তফসিল ঘোষণা সহ নির্বাচন পূর্ব সব প্রক্রিয়া সম্পন্ন করে ফেলেছেন। আগামী ২ সেপ্টেম্বর নির্বাচনের তারিখ নির্ধারণ করে ১৪ আগস্ট তফশিল ঘোষণা এবং ১৭ আগস্ট পর্যন্ত মনোনয়ন পত্র সংগ্রহ ও দাখিলের শেষ দিন নির্ধারণ করা হয়। অথচ বিষয়টি অনেক অভিভাবক সহ এলাকাবাসী অবহিত না থাকায় প্রতিদ্বন্দ্বিতায় আগ্রহী অনেকেই মনোনয়ন ফর্ম কিনতে পারেননি।আর এ সুযোগে কমিটির পাঁচ অভিভাবক সদস্য পদে নিজের পছন্দের প্রার্থীদের দিয়ে মনোনয়ন পত্র সংগ্রহ ও দাখিল করিয়েছেন অধ্যক্ষ। ফলে প্রতিদ্বন্দ্বী না থাকায় ঐ পাঁচ অভিভাবক প্রতিনিধিই এখন বিনাপ্রতিদ্বন্দীতায় নির্বাচিত হতে চলেছেন। যাদের ইচ্ছাতেই এখন সভাপতি নির্বাচিত হবেন। মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য মহসিন আলম চান বলেন,মনোনয়ন পত্র দাখিলের শেষ দিন ১৭ আগস্ট ছিল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের দিন। ঐদিন মাদ্রাসা খোলা দেখে কৌতুহলবশত সেখানে গিয়ে নির্বাচন বিষয়ে জানতে পারি। এটা খুবই দূঃখ জনক। এরপরই এলাকায় মাদ্রাসার নির্বাচনের খবর ছড়িয়ে পড়ে এবং অনেকই মাদ্রাসা প্রাঙ্গণে ছুটে এসে ক্ষোভ প্রকাশ করে প্রতিবাদ জানিয়ে নির্বাচন বাতিলের দাবী জানান। স্থানীয় বাসিন্দা মোঃ কামাল হোসেন বলেন,আমরা মাদ্রাসার নিকটতম প্রতিবেশী। অথচ নির্বাচনে খবর জানলাম না। তিনি প্রতিদ্বন্দীহীন এই নির্বাচনকে অবৈধ আখ্যা দিয়ে তা বাতিলের দাবী জানিয়ে বলেন,সামনে মাদ্রাসার একাধিক পদে নিয়োগ দেয়া হবে। এই নিয়োগে স্বজনপ্রীতি,দূর্নীতির পথ সুগম করতেই অধ্যক্ষ এম এ কুদ্দুস এই নির্বাচনী নাটক সাজিয়েছেন। কিন্তু তার এই দূরাভিসন্ধি এলাকাবাসী যে কোন মূল্যে প্রতিহত করবে। স্থানীয় পৌর কাউন্সিলর আব্দুস সামাদ খান বলেন,আমার মহল্লার মাদ্রাসার নির্বাচন আর আমি জানলাম না। এটা দূঃখজনক। নিশ্চয়ই কোন খারাপ উদ্দেশ্য আছে বলেই এই গোপন নির্বাচনের ব্যবস্থা। এই অবৈধ নির্বাচন বাতিলের দাবী জানান তিনি। জানতে চাইলে আল হাসান মহিলা মাদ্রাসার অধ্যক্ষ এম এ কুদ্দুস বলেন,সবই নিয়ম মেনে করেছি। মাদ্রাসার নোটিশ বোর্ডে তফশিল সহ সবই টাঙিয়ে দেওয়া হয়েছে। সেটি কে দেখলো আর কে দেখলোনা তা আমার ভাববার বিষয় নয়। মনোনয়ন ফর্ম কেউ না কিনলে আমার কি করার আছে। এখন নির্বাচন কর্মকর্তা যা করার তাই করবেন। এ বিষয়ে নির্বাচন পরিচালনার দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তা উপজেলা একাডেমিক সুপারভাইজার আয়শা খাতুন বলেন,আমি নিয়ম মেনে তফশিল ঘোষণা করেছি। নির্বাচনী বিষয়াবলী দেখভালের দায়িত্ব আমার। স্থানীয়দের সঙ্গে আলাপআলোচনা বা অবহিত করণের দায়িত্ব অধ্যক্ষের। এখন পর্যন্ত কেউ আমার কাছে কোন অভিযোগ করেনি। কেউ লিখিত অভিযোগ দিলে আলোচনা সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।
এমএসএম / এমএসএম
তারেক রহমানের ৬১তম জন্মদিনে কুমিল্লা-৬ আসনের মসজিদগুলোতে দোয়া ও মিলাদ
পবিপ্রবিতে ১৫ বছর ধরে অচল দক্ষিণাঞ্চলের একমাত্র ভূ-কম্পন পরিমাপক যন্ত্র
জমে উঠছে কুমিল্লা-৫ আসনে জামায়াতে নির্বাচনী প্রচারনা
মান্দায় বিএনপি নেতা মতিনের পথসভা ও লিফলেট বিতরণে জনতার ঢল
এই বাংলায় কোনো বৈষম্য থাকবে না: ব্যারিস্টার ইউসুফ আলী
বাকপ্রতিবন্ধী দিনমজুর লালমন বিরল রোগে আক্রান্ত অর্থাভাবে মিলছে না উন্নত চিকিৎসা
কাউনিয়ায় ওভারব্রিজ পরিদর্শনে উপসচিব ফজলে এলাহী
রায়গঞ্জে ৭ মাসে ১০ মৃত্যু, স্থায়ী সমাধান চায় এলাকাবাসী
বোয়ালমারীতে সশস্ত্র বাহিনী দিবস পালিত
ত্রিশালে জেঁকে বসেছে শীত, ফুটপাতে জমে উঠেছে বিক্রি
৫ হাজার মোটরসাইকেল নিয়ে কুমিল্লা -৬ আসনে জামায়াত নেতা দ্বীন মোহাম্মদ শোভাযাত্রা
আগামী নির্বাচনে দুর্নীতিবাজদের লাল কার্ড দেখাবে এ দেশের ছাত্র জনতা -মিয়া গোলাম পরওয়ার