শিগগির চালু হবে পিস টিভি বাংলা : ডা. জাকির নায়েক

শিগগিরই বাংলাদেশে চালু হতে পারে বাংলা ভাষাভাষীদের জনপ্রিয় ইসলামিক চ্যানেল পিস টিভি বাংলা। ভারতের খ্যাতনামা ইসলামী বক্তা ডা. জাকির নায়েক সম্প্রতি বলেছেন, ‘বাংলাদেশে শিগগিরই পিস টিভি বাংলার সম্প্রচার চালু হবে।’ গত সোমবার (১৯ আগস্ট) নিজের ইউটিউব চ্যানেলে প্রচারিত প্রশ্নোত্তর পর্বে এ কথা জানান তিনি।
প্রশ্নোত্তর পর্বে এক দর্শক প্রশ্ন করেন, ‘নতুন বাংলাদেশে পিস টিভি বাংলা চালু করতে পারবেন কি?’ এর জবাবে জাকির নায়েক বলেন, ‘পিস টিভি বাংলাসহ ইংরেজি, উর্দু ও চায়নিজ ভাষায় চালু আছে।
স্যাটেলাইট সম্প্রচার কখনো বন্ধ হয়নি। শুধু বাংলাদেশ ও ভারতে পিস টিভির ডাউনলিংকের অনুমতি তুলে নেওয়ায় তা বন্ধ রেখেছেন ক্যাবল অপারেটররা। স্যাটেলাইট মাধ্যমে চালু থাকলেও যেহেতু বাংলাদেশে ক্যাবল নেটওয়ার্কে সম্প্রচার বন্ধ আছে তাই সেটা চালুর প্রক্রিয়া চলমান রয়েছে।’ আবেদন করা হয়েছে জানিয়ে তিনি আরো বলেন, ‘বাংলাদেশের অন্তর্বর্তী সরকার অনুমতি দিলে কয়েক দিন বা কয়েক সপ্তাহের মধ্যে পিস টিভি বাংলা চালু হবে।
২০১১ সালে পিস টিভি বাংলা বাংলাদেশে সম্প্রচার শুরু করে। জানা গেছে, ২০১৬ সালের জুলাইতে ঢাকায় হলি আর্টিজানে হামলাকারীদের একজন পিস টিভির বক্তা জাকির নায়েক দ্বারা উদ্বুদ্ধ হয়েছিল, এমন অভিযোগের পর থেকে পিস টিভি বন্ধ করে দেওয়া হয়। হলি আর্টিজানে হামলার পর দিল্লি থেকেও জাকির নায়েকের ওপর অনুসন্ধান চালানো হয় এবং ভারতেও পিস টিভির সম্প্রচার বন্ধ করা হয়।
ভারতীয় ইসলাম প্রচারক ডা. জাকির নায়েক সাত বছরের বেশি সময় ধরে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ মালয়েশিয়াতে নির্বাসিত আছেন।সেখানে স্থায়ীভাবে থাকার অনুমতি রয়েছে তার।
T.A.S / T.A.S

কোরআনে কল্যাণের পথে অগ্রগামী বলা হয়েছে যাদের

মন্দ কাজ থেকে নিজেকে বাঁচাবেন যেভাবে

কৃতজ্ঞতা প্রকাশে জীবন-জীবিকার প্রশস্ততা

কিবলা পরিবর্তনের নির্দেশ এসেছে কোরআনের যে আয়াতে

মানুষের ওপর আল্লাহর রহমত নিয়ে যা বলেছেন মসজিদুল হারামের খতিব

পবিত্র আশুরা আজ

আশুরার রোজা কবে-কয়টি রাখতে হবে

কারবালার মর্মান্তিক ইতিহাস ও শিক্ষা

পবিত্র হজ আজ, লাব্বাইক ধ্বনিতে মুখরিত আরাফা

কোরবানির পশু জবেহ করার বিধান

লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ধ্বনিতে মুখরিত মিনা

কুরবানির শিক্ষা গুরুত্ব ও তাৎপর্য
