ভারতকে এই অমানবিক কর্মকান্ডের জন্য প্রাপ্য শাস্তি পেতে হবে: বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন
আজ দুপুর ১:০০ টার সময় গাজীপুরের চৌরাস্তা এলাকায় ভাওয়াল বদরে আলম সরকারি কলেজের সামনে ভারতীয় আগ্রাসন ও অভিন্ন নদীর ন্যায্য হিস্যা এবং দাসত্ব মূলক সকল চুক্তি বাতিলের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেন , বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ভাওয়াল বদরে আলম সরকারি কলেজের শিক্ষার্থীরা।
বিক্ষোভ সমাবেশে শিক্ষার্থীরা বলেন তারা রাতের বেলায় আমাদেরকে কোন প্রকার সতর্ক না করেই বাঁধ খুলে দেওয়ার কারনে বাংলাদেশের বিভিন্ন জেলা প্লাবিত হয়ে অসংখ্য বসত-বাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান, গবাদি পশু সহ মানুষের জান-মালের অনেক ক্ষয়-ক্ষতি হয়েছে তাই ভারতকে এই অমানবিক কর্মকাণ্ডের জন্য তার প্রাপ্য শাস্তি অবশ্যই পেতে হবে । তারা সকলের প্রতি আহ্বান জানিয়ে বলেন আসুন আমরা সকলেই চিকিৎসা ব্যতীত ভারতে ভ্রমণ না করি এবং সকল প্রকার ভারতীয় পণ্য বর্জন করি ।
এমএসএম / এমএসএম