ঢাকা শুক্রবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৫

বন্যার্তদের সহায়তায় অর্থ সংগ্রহ করছে মাভাবিপ্রবি শিক্ষার্থীরা


সহদেব তাম্বুলী, মাভাবিপ্রবি  photo সহদেব তাম্বুলী, মাভাবিপ্রবি
প্রকাশিত: ২৪-৮-২০২৪ দুপুর ১২:২৭

টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি) শিক্ষার্থীরা দেশের বিভিন্ন জেলায় বন্যা দুর্গত অসহায় পরিবারের পাশে দাঁড়াতে সাহায্যের বক্স হাতে নিয়ে দিন রাত অর্থ সংগ্রহ করছে। 

আজ শনিবার (২৪ আগস্ট) সকাল ৯ টায় তৃতীয় দিনের মতো বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থী ও ক্লাবের সদস্যরা ১৮ টি টিম গঠন করে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের সহায়তায় টাংগাইল কেন্দ্রীয় শহীদ মিনার,নিরালা মোড় ও শিল্প এলাকায় ত্রাণ সংগ্রহের গণ কর্মসূচি শুরু করেছে। 

অর্থ সংগ্রহের কমিটি থেকে জানা যায়,শিক্ষার্থীরা জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্ট,বিভিন্ন মসজিদ,বাজার সহ বিভিন্ন এলাকা,নগদ, বিকাশ থেকে দুই দিনে সর্বমোট ৫ লক্ষ ৮৬ হাজার ৯৬ টাকা সংগ্রহ করেছেন।যার মধ্যে প্রথম দিনে সংগ্রহ মোট ২ লক্ষ ৩২ হাজার ৮ শত ৮৩ টাকা,দ্বিতীয় দিনে সংগ্রহ মোট ৩ লক্ষ ৫৩ হাজার ২ শত ১৩ টাকা।অর্থ সংগ্রহ ছাড়াও শিক্ষার্থীরা বিভিন্ন জায়গা ও ক্যাম্পাসের হল গুলোতে থেকে বন্যার্তদের জন্য কাপড় সংগ্রহ করছে। 

এসময় গণিত বিভাগের শিক্ষার্থী আরাফাত তরফদার রোহান বলেন - মানুষ হয়েও যদি মানুষের বিপদের সময়ে পাশে না দাঁড়াই তাহলে আমাদের মনুষ্যত্বে কোথায় থাকলো।আমাদের মনুষ্যত্বের জায়গা থেকেই আমরা পানিবন্দি পরিবারের পাশে এসে দাঁড়াব।দেশে বন্যার পরিস্থিতি খুবই ভয়াবহ।বন্যায় গৃহহীন হয়েছে অনেক মানুষ।বর্তমানে বন্যাকবলিত এলাকার বেশির ভাগ মানুষেরাই চরম দুর্ভোগে আছেন।গৃহহীন মানুষের পাশে দাঁড়ানোর জন্য অনেক অর্থের প্রয়োজন।তাই তাদের অতি দ্রুত ত্রাণ সামুগ্রী পাঠানোর জন্য আমাদের অর্থ সংগ্রহ কর্মসূচি চলমান থাকবে।দেশবাসীর কাছে অনুরোধ বন্যার্ত মানুষের পাশে এসে দাঁড়ান। 

অর্থনীতি বিভাগের শিক্ষার্থী তৌকির আহমেদ বলেন -ডম্বুর ও গজলডোবা বাঁধ খুলে দেওয়ায় বন্যার্ত পরিবারেরা আজ ভালো নেই।তারা আজ অসহায় হয়ে পড়েছে।তাই বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের সাহায্যের জন্য আমরা অর্থ সংগ্রহ শুরু করেছি।বন্যা দুর্গত মানুষদের জন্য আমরা সকলের সহযোগিতা কামনা করছি।কারণ আমাদের কিছু সাহায্য বন্যা কবলিত পরিবার গুলোর প্রাণ বাঁচাতে এবং অসহায় অবস্থা দূর করতে সাহায্য করবে।

অর্থনীতি বিভাগের শিক্ষার্থী মোহাম্মদ এরশাদ বলেন -বন্যায় যারা ক্ষতিগ্রুস্ত হয়েছেন তাদের পাশে আমরা সবসময় থাকব।এ জন্য আমরা বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে অর্থ ও কাপড় সংগ্রহ করছি।অর্থ সংগ্রহ শেষে আমাদের মাভাবিপ্রবি টিম সেখানে যাব এবং ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করব।আমরা দেশবাসির কাছে বন্যার্ত পরিবারের জন্য দোয়া ও সহযোগীতা কামনা করছি।সংকটকালীন সময়ে আপনারা যে জায়গা থেকেই পারেন,বন্যার্ত মানুষের জন্য সহযোগীতার হাত বাড়িয়ে দেন। 

বন্যায় দুর্গতদের সাহায্যার্থে নিম্নোক্ত নাম্বারে সাহায্য পাঠাতে পারেন -
বিকাশ -  01758-140673( এরশাদ),01521-311896
01688-560537
 নগদ-01758140673
01521-311896,
 01688-560537
রকেট : 01521-3118961, 01688-5605376
এ/সি নম্বর 196 105 0052 018 

এমএসএম / এমএসএম

ফুলছড়িতে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

এতিম খানায় দুপুরের খাবার ও দোয়ার আয়োজন করলো মানবিক করিম টিম

১৬ বছর পর কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপি'র সম্মেলনের মাধ্যমে সংগঠনের পুনর্জাগরণ

খাগড়াছড়িতে দুর্গাপূজাকে ঘিরে জন নিরাপত্তায় র‌্যাবের টহল

নির্বাচনে খুনী, চাঁদাবাজ ও মাস্তানদের সাথে নতুন ভোটারদের লড়াই হবে -মিয়া গোলাম পরওয়ার

কালীগঞ্জে জামায়াতে ইসলামীর সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

আলীপুর মুমিন পাড়া সড়কটি যুগের পর যুগ উন্নয়ন ছোঁয়া থেকে বঞ্চিত

ঝিনাইদহে ৫ দফা দাবীতে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

অসহায় মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে জেলা বিএনপির সাধারণ সম্পাদক কামরুল হাসানের বিশেষ উদ্যোগ

ভূরুঙ্গামারীতে ইসলামী আন্দোলন বাংলাদেশ এর বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

জয়পুরহাটে নিরাপদ সড়ক চাই এর নব গঠিত কমিটির অভিষেক

সন্ত্রাস চাঁদাবাজদের স্থান বরগুনায় হবে না -নজরুল ইসলাম

ধামরাইয়ে ৩০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২, মাইক্রোকার জব্দ