গাজীপুরে গার্মেন্টস কারখানায় নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে মানববন্ধন
গাজীপুরের ডেগের ছালা রোডে গার্মেন্টস কারখানায় নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে কারখানার মালিক, শ্রমিক ও এলাকাবাসীর যৌথ উদ্যোগে শান্তিপূর্ণ মানববন্ধন পালিত!
৫ সেপ্টেম্বর সকালে গাজীপুর মহানগরর ৩৪ নং ওয়ার্ডের ডেগের চালা রোডের মহাসড়কের মাথায় গার্মেন্টস কারখানায় হামলা ও মহাসড়ক অবরোধের প্রতিবাদে মালিক, শ্রমিক ও এলাকাবাসীর যৌথ উদ্যোগে শান্তিপূর্ণ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় সেনাবাহিনীর টহলরত টীম , পুলিশ ও সাংবাদিকদের পক্ষ থেকে মানববন্ধনে অংশগ্রহণকারী মানববন্ধনে অংশগ্রহণকারীদের ধন্যবাদ জানানো হয়।
শান্তিপূর্ণ মানববন্ধন অনুষ্ঠানে স্থানীয়দের পক্ষ থেকে হাজী এমএ হামিদ বলেন, কিছু কুচক্রীমহল ড: ইউনূসের সরকারকে বেকায়দা ফেলার জন্য শান্তিপূর্ণ গার্মেন্টস সেক্টরকে অশান্তি করার জন্য শ্রমিকদের নামে বহিরাগাতক শ্রমিক ও দোসরদের দিয়ে এই অস্থিতিশীল পরিস্থিতি সৃস্টি করছে। আজ ছাত্র, জনতা মালিক, শ্রমিক, ও এলাকাবাসী ঐক্যবদ্ধ হয়েছে, এই পরিস্থিতি থেকে পরিত্রাণের একমাত্র ওপায় তাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলা, তার অংশ হিসেবে আজকে শান্তিপূর্ণ কর্মসূচি পালিত হয়েছে।
সেপাল গ্রুপের সিনিয়র অফিসার এইচ আর এডমিন মশিউর রহমান বলেন: আজ আমরা মালিক, শ্রমিক, এলাকাবাসী ঐক্যবদ্ধ হয়েছি। কোন কুচক্রী মহলের ফাঁদে আমরা পা দিব না, আমরা ঐক্যবদ্ধভাবে প্রতিহত করার প্রতিশ্রুতি নিয়ে আপনাদের সকল মহলের সহযোগিতা কামনা করছি।
এসময় উপস্থিত ছিলেন কারখানার নেতৃবৃন্দের মধ্যে সেপাল গ্রুপের সিনিয়র এইচ আর এডমিন এরশাদুল আলম, বিকেসির ডিরেক্টর গোলাম কিবরিয়া, সিনিয়র ম্যানেজার এডমিন শিব্বির আহমেদ ও নজরুল ইসলাম, দ্বীপ নিটের মুসাব্বির হোসেন নিবির, ইন্ডোসোর সোয়েটার লিমিটেডের ম্যানেজার এডমিন শফিকুল ইসলাম, ফিন বাংলার এইচ আর এডমিন শাহিনুর রহমান শাহিন প্রমুখ। স্থানীয়দের মাঝে উপস্থিত ছিলেন মোকলেছুর রহমান, শাহজাহান সরকার, হাজী কফিলউদ্দিন ও ওসমান খান সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এমএসএম / এমএসএম