ঢাকা মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৫

নরসিংদী জেলাজুড়ে তীব্র লোডশেডিং


শান্ত বণিক, নরসিংদী photo শান্ত বণিক, নরসিংদী
প্রকাশিত: ১১-৯-২০২৪ দুপুর ১১:৫১

সপ্তাহখানেক ধরে নরসিংদীতে প্রচণ্ড গরম অনুভূত হচ্ছে। একদিকে প্রচণ্ড গরম, অন্যদিকে ক্রমাগত বিদ্যুতের লোডশেডিং। বিদ্যুতের তীব্র লোডশেডিংয়ে জনজীবন অতিষ্ঠ হয়ে উঠেছে। প্রতি ঘণ্টায় কমপক্ষে এক থেকে দুবার করে লোডশেডিং হচ্ছে। রাতে অসহনীয় লোডশেডিংয়ে ঘুমাতে পারছেন না জেলাবাসী।

জেলা বা পৌর শহরে বিদ্যুৎ কিছুটা সময় থাকলেও গ্রামগঞ্জের অবস্থা চরম পর্যায়ে। চলতি আমন মৌসুমে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের কথা থাকলেও থেমে নেই লোডশেডিং। গেল মাসে লোডশেডিংয়ের পরিমাণ কম হলেও গত এক সপ্তাহ ধরে তা মাত্রাতিরিক্ত বেড়েছে।

জানা গেছে, জাতীয় পর্যায়ে উৎপাদন সংকটের কারণে চাহিদার তুলনায় কম বিদ্যুৎ সরবরাহ করায় লোডশেডিংয়ের পরিমাণও বেড়েছে। নরসিংদী পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ বলছে, তাদের চাহিদার তুলনায সরবরাহ অনেক কম পাওয়ার এই লোডশেডিং। সরবরাহ যা পাওয়া যায়, তারা সেটা প্রতিদিন সমান পায় না। তবে যতটুকুই পাওয়া যায়, কর্তৃপক্ষ চায় তার সমবণ্টন করতে।

এদিকে ঘন ঘন বিদ্যুত আসা-যাওয়ার কারণে ফ্রিজ, টেলিভিশন, ফ্যানসহ মূল্যবান ইলেক্ট্রনিক্সসামগ্রী নষ্ট হয়ে যাচ্ছে, যা নরসিংদীবাসীর জন্য মরার উপর খাঁড়ার ঘা হয়ে দাঁড়িয়েছে। তাছাড়া অসহ্য গরমে বিদ্যুৎ না থাকায় চরম ক্ষোভ প্রকাশ করছেন গ্রাহকরা। শিক্ষার্থীদের লেখাপড়ার পাশাপাশি ব্যাহত হচ্ছে ব্যবসা-বাণিজ্যসহ স্বাভাবিক জীবনযাত্রা।

তীব্র এই গরমে লোডশেডিংয়ের ফলে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছে নিম্ন আয়ের মানুষ। সারাদিন পরিশ্রমের পর রাতে পরিপূর্ণ বিশ্রাম করতে না পারায় অতিষ্ঠ হয়ে উঠেছে তাদের জীবন। অনেকেই তীব্র দাবদাহ এবং লোডশেডিংয়ের কারণে খোলা জায়গায় হাতপাখা দিয়ে নিজেকে বাতাস করছেন। আবার কেউ কেউ খালি গায়ে গামছা গলায় বিদ্যুতের অপেক্ষায়। গরম আর লোডশেডিংয়ের মাঝে একটু স্বস্তির খোঁজে মধ্যরাতেও ঘরের বাইরে দেখা যায় অনেককে।

এ ব্যাপারে নরসিংদী শহরের ব্যাটারিচালিত অটোরিকসাচালক রমজান আলী বলেন, ‘দিনের বেলায় রাস্তায় থাহি। গরম হজম হইয়্যা গ্যাছে। এতদিন রাইতে একটু আরামে ঘুমাইছিলাম, এহন রাইতের ঘুমও হারাম হইয়্যা গ্যাছে। রাইতে তিন-চাইরবার কারেন যায়, ঘুমামু ক্যামনে।’

গ্রাহকদের অভিযোগ, মনোহরদী উপজেলার রামপুর, চালাকচর, সাগরদী, শরীফপুর, খিদিরপুর, পীরপুরসহ অন্যান্য গ্রামে রাত-দিন ২৪ ঘণ্টার মধ্যে অর্ধক সময়ও মিলছে না বিদ্যুৎ। অন্যান্য উপজেলায়ও একই চিত্র। এরমধ্যে প্রায় সব এলাকায় বিদ্যুৎ আসলে থাকে আধা ঘণ্টা আর গেলে দুই ঘণ্টায়ও আসে না। বিদ্যুতের এমন বেহালদশায় গ্রাহকরা বলছেন, বিদ্যুতের ভেলকিবাজি আমাদের সহ্যসীমা অতিক্রম করেছে। বিবেকহীনভাবে ঘণ্টার পর ঘণ্টা চলছে বিদ্যুতের ডিগবাজি।

এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে গ্রাহকরা পল্লী বিদ্যুৎকে নিয়ে উপহাসসহ অকথ্য ভাষায় ক্ষোভ প্রকাশ করছেন। নিরবচ্ছিন্ন বিদ্যুৎসেবার দাবি করে এলেও ভোগান্তি থেকে মুক্তি মিলছে না জেলার গ্রাহকদের। ঝড়-বৃষ্টিতে বিদ্যুৎ না থাকা স্বাভাবিক ঘটনা হলেও আকাশে মেঘ উঠতেই বিদ্যুৎ চলে যাওয়ার নিয়ম চালু রয়েছে নরসিংদীর বিভিন্ন উপজেলায়। এককথায় বলা চলে, নরসিংদীতে বিদ্যুৎ নিয়ে চরম ভোগান্তিতে রয়েছেন গ্রাহকরা।

এ ব্যাপারে নরসিংদী পল্লী বিদ্যুৎ সমিতি-২-এর পক্ষ থেকে কর্তৃপক্ষ জানিয়েছে, তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) সরবরাহের একটি টার্মিনাল (সামিটের মালিকানাধীন) তিন মাস ধরে বন্ধ। এতে গ্যাসের সরবরাহ বাড়ছে না। গ্যাসভিত্তিক বিদ্যুৎকেন্দ্র থেকে ১০০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন কমেছে। বিল বকেয়া থাকায় আদানির বিদ্যুৎকেন্দ্র থেকে সরবরাহ কমেছে ৫০০ মেগাওয়াট।

কর্তৃপক্ষ আরো জানিয়েছে, ত্রুটির কারণে দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লাভিত্তিক ৫২৫ মেগাওয়াট তাপ বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন পুরোপুরি বন্ধ হয়ে গেছে। বেসরকারি খাতের তেলচালিত বিদ্যুৎকেন্দ্র থেকেও সর্বোচ্চ চাহিদায় বিদ্যুৎ উৎপাদন হচ্ছে না। জাতীয় পর্যায়ে বিদ্যুৎ উৎপাদন কম হওয়ায় লোডশেডিং বৃদ্ধি পেয়েছে। আশা করা যাচ্ছে শিগগিরই এ অবস্থার অবসান হবে। গ্রাহকগণকে ধৈর্যসহকারে তাদের সহযোগিতা করার অনুরোধ জানায় তারা। 

এমএসএম / জামান

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সংগঠকদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগের প্রতিবাদে সংবাদ সম্মেলন

চন্দনাইশে বিএনপির শীত বস্ত্র বিতরন

পার্বত্য সমতল আমরা সবাই বাংলাদেশি: দুদু

নানা আয়োজনে বারহাট্টায় সরস্বতী পূজা উদযাপন

মধুপুরে জমি বিক্রির পর ফের দখলের চেষ্টা, দোকানপাট ভাংচুর ও প্রাণনাশের হুমকির অভিযোগ

রূপগঞ্জে অসহায় লোকদের ২০ লাখ টাকা নিয়ে উধাও

জমি বিরোধের উসিলায় লুটপাটের অভিযোগ ওঠেছে সাতকানিয়া সদরে

খাগড়াছড়িতে উৎসাহ-উদ্দীপনায় পালিত হচ্ছে সরস্বতী পূজা

গজারিয়ায় মাদক সহ আটক ২জন

কাশিমপুরে ভুয়া ঋণের ফাঁদ: কোটি টাকা আত্মসাৎ, ভুক্তভোগীদের মানববন্ধন।

নেত্রকোনায় বিশ্ব জলাভূমি উপলক্ষে বিভিন্ন সামাজিক সংগঠনের উদ্যোগে উদযাপন

মানিকগঞ্জে অ‌বৈধ দুই ইট ভাটায় অ‌ভিযান

৮ বছরেও বিচারকার্য শুরু না হওয়ায় মনে আর প্রবোধ দিতে পারছি নাঃ শিমুলের স্ত্রী