বিপদসীমা ছুঁই ছুঁই তিস্তার পানি, নিম্নাঞ্চল প্লাবিত
ভারি বর্ষণ ও উজানের ঢলে ফের বাড়ছে তিস্তার পানি। পানি ক্রমেই বৃদ্ধি পেয়ে তিস্তা ব্যারাজ পয়েন্টে বিপদসীমা ছুঁই ছুঁই। হঠাৎ তিস্তার পানি বৃদ্ধি পাওয়ায় হাতিবান্ধার গড্ডিমারী, আদিতমারী উপজেলার গোবরধন, গরীবুল্লাহপাড়াসহ নদীতীরবর্তী নিম্নাঞ্চলে পানি প্রবেশ করতে শুরু করেছে। এতে আতঙ্কিত হয়ে পড়েছেন তিস্তাপারের বাসিন্দারা। এছাড়া নদীর চরাঞ্চল ও নিম্নাঞ্চলের অন্তত ১০ হাজার হেক্টর আমনের ক্ষেত তলিয়ে গেছে।
শনিবার (২৮ সেপ্টেম্বর) সকাল ৯টায় দেশের বৃহত্তম সেচ প্রকল্প তিস্তা ব্যারাজের ডালিয়া পয়েন্টে পানির প্রবাহ রেকর্ড করা হয় ৫২ দশমিক ১০ মিটার, যা বিপদসীমার মাত্র ৫ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।
লালমনিরহাট সদর উপজেলার হরিণচওড়ার বাসিন্দা মশিয়ার রহমান জানান, শুক্রবার তিস্তার পানি বেশ কম ছিল। হঠাৎ রাত থেকে পানি বৃদ্ধি পেতে শুরু করে। পানি আরো বাড়লে বাড়িঘরে প্রবেশ করবে।
একই এলাকার কৃষক সাইফুল হুদা জানান, গত চার দিনের বৃষ্টির জন্য মানুষ প্রয়োজন ব্যতীত ঘর ছাড়েনি। গবাদিপশুর খাবার সংগ্রহ করতেও বেগ পেতে হয়েছে। এরমধ্যে চরের জমিত চাষ করা ধান আর মিষ্টি কুমড়া তলিয়ে গেছে।
জেলার কালীগঞ্জে, ভোটমারী ও শৈলমারী চরাঞ্চলের বাসিন্দা রিফাত হোাপন জানান, প্রচুর বৃষ্টির কারণে কৃষকের ধান তলিয়ে গেছে। পানি স্থায়ী হলে উৎপাদনে প্রভাব পড়বে।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর লালমনিরহাটের প্রশিক্ষণ কর্মকর্তা শাহ আলম বলেন, অসময়ে টানা বৃষ্টির কারণে আমনের ক্ষতি হয়। বেশকিছু নিম্নাঞ্চল ও চরের ধান তলিয়ে গেছে। এটি স্থায়ী হলে ক্ষতিগ্রস্ত হবে কৃষক। তবে কী পরিমাণ ধান তলিয়ে গেছে, তা এখনই নির্দিষ্ট করে বলা যাচ্ছে না।
লালমনিরহাট পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী শুনীল কুমার রায় বলেন, টানা বৃষ্টি ও উজানের ঢলের কারণে তিস্তার পানি বৃদ্ধি পেয়েছে। চরাঞ্চল ও নদীতীরবর্তী নিম্নাঞ্চলের কিছু এলাকা প্লাবিত হয়েছে। বৃষ্টিপাত কমে গেলে নদীর পানি কমে যাবে।
আবহাওয়া অধিদপ্তরের বরাত দিয়ে এই কর্মকর্তা জানান, আগামী ২৪ ঘণ্টায় ভারি বৃষ্টিপাতের শংকা কমে এসেছে। নদীর পানি কমে গেলে ভাঙন দেখা দিতে পারে। ভাঙন শুরু হলে জিওব্যাগ ফেলে ভাঙন প্রতিরোধে কাজ করা হবে।
এমএসএম / জামান
মহম্মদপুরে জমি নিয়ে বিরোধে ছোট ভাইয়ের হামলায় বড় ভাই গুরুতর আহত
বার্ষিক পরীক্ষার সময় কুড়িগ্রামে বিসিক উদ্যোক্তা মেলার নামে চলছে বাণিজ্য মেলা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ
চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের সার্বিক তত্ত্বাবধানে ৩৪তম আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস ও ২৭তম জাতীয় প্রতিবন্ধী দিবস পালিত
কাপ্তাই লেক থেকে অবৈধভাবে মাছ নিধনের সরঞ্জাম ও নৌকা জব্দ
ছাতকে মৎস্য ব্যবসায়ীদের জন্য নতুন শেড ঘর উদ্বোধন
গাজীপুরে খালেদা জিয়ার সুস্থতা কামনায় গণদোয়া
বাগেরহাটের বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় জমায়েতে দোয়া মাহফিল
আজ কুমিল্লায় কেন্দ্রীয় ঈদগাহ আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলন ---আসবেন ৫ দেশের কারি
আদমদীঘিতে বেগম খালেদা জিয়ার সুস্থ্যতা কামনায় মুক্তিযোদ্ধাদের দোয়া মাহফিল
লালমনিরহাটে বাস–অটো সংঘর্ষে নিহত ১, আহত ৩
বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় সুনামগঞ্জে খতমে কোরআন ও দোয়া-মিলাদ মাহফিল অনুষ্ঠিত
বন্ধুর বাড়িতে বেড়াতে এসে ব্যবসায়ীর মৃত্যু