ইউনিয়ন পরিষদে ডেকে এনে ধর্ষণের অভিযোগ

মানিকগঞ্জের হরিরামপুরের লেছড়াগঞ্জ ইউনিয়নের নটাখোলা এলাকার এক সন্তানের জননীকে (২৬) ইউনিয়ন পরিষদে ডেকে এনে ধর্ষণের অভিযোগ উঠেছে। ভুক্তভোগী ওই নারী শুক্রবার (২৭ আগস্ট) রাতে আবুল কালাম আজাদ ওরফে বাবু (৩৫) নামে এক যুবকের বিরুদ্ধে হরিরামপুর থানায় অভিযোগ করেছেন। বাবু লেছড়াগঞ্জ ইউনিয়নের ৭নং ওয়ার্ডের রুস্তুমপুর গ্রামের মৃত হামেদ আলীর ছেলে।
অভিযোগপত্র সূত্রে জানা যায়, লেছড়াগঞ্জ ইউনিয়ন পরিষদের বিভিন্ন কাজ করে আবুল কালাম আজাদ (বাবু)। চেয়ারম্যানের ব্যক্তিগত কাজ, চরাঞ্চলে যাতাযাতের জন্য মোটরসাইকেলে আনা-নেয়া এবং ইউনিয়ন পরিষদেই থাকে বাবু। ওই নারীর বাড়িও ইউনিয়ন পরিষদের পেছনে হওয়ায় বাবু ওই নারীর বাড়িতে যাতায়াত করত। তাকে নানা সময়ে প্রেমের প্রস্তাব দিলে সুসম্পর্ক গড়ে ওঠে। নারীকে একদিন বাবু ইউনিয়ন পরিষদের কম্পিউটার কক্ষে ডেকে নিয়ে বিয়ের প্রলোভন দেখিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। এরপরও বিয়ের প্রলোভন দেখিয়ে তার সাথে একাধিকবার শারীরিক সম্পর্ক স্থাপন করে।
অভিযোগপত্রে আরো জানা যায়, বাবু ওই নারীকে তার স্বামীকে ডিভোর্স দেয়ার কথা জানায়। ডিভোর্স দিলে বিয়ে করবে বলেও জাানায়। ডিভোর্স দেয়ার পরও বিয়ের প্রলোভনে একাধিকবার শারীরিক সম্পর্ক করার পর ওই নারী অন্তঃসত্ত্বা হয়ে পড়েন। একদিন ঘুরে বেড়ানোর কথা বলে ওই নারীকে ফরিদপুর নিয়ে গিয়ে বাচ্চা নষ্ট না করলে তার ছেলেকে মেরে ফেলার হুমকি দেয় বাবু। ভয় পেয়ে এবং বাধ্য হয়ে ওই নারী বাচ্চাটি নষ্ট করা হয় বলেও অভিযোগে উল্লেখ করা হয়। পরবর্তীতে ওই নারী বাবুকে বিয়ের চাপ দিলে বাবু তার সাথে শারীরিক সম্পর্কের কথা অস্বীকার করে। এজন্য ওই নারী শুক্রবার রাতে বাবুর বিরুদ্ধে হরিরামপুর থানায় অভিযোগ করেন।
অভিযোগ ভিত্তিহীন এবং বানোয়াট জানিয়ে বাবু মোবাইল ফোনে বলেন, আমি চেয়ারম্যানের সাথে থাকি। চেয়ারম্যান এলাকায় উন্নয়ন করছেন। সে কাজ আমি দেখভাল করছি। আমার বিরোধী পক্ষ ওই মেয়েকে দিয়ে আমার বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ করিয়েছে।
লেছড়াগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ হোসেন ইমাম সোনা মিয়া বলেন, ছেলেটি ১০ বছর যাবৎ বাইক নিয়ে পদ্মাপাড় থেকে পরিষদ পর্যন্ত আমাকে আনা-নেয়া করে। আমার জানামতে ছেলেটা খারাপ না। তবে দু-এক দিন হলো এ বিষয়ে শুনেছি।
হরিরামপুর থানার ওসি সৈয়দ মিজানুর ইসলাম বলেন, ধর্ষণের অভিযোগ পেয়েছি। মামলা রুজু করা হয়েছে। আসামিকে গ্রেফতারে অভিযান চলছে।
এমএসএম / জামান

বড়লেখায় জীবননাশ ও গুমের আশঙ্কায় আতংকিত ব্যবসায়ী

নাসা গ্রুপের কর্মরত শ্রমিকদের পাওনা বেতন প্রাপ্তির লক্ষ্যে যৌথ আলোচনা সভা

অ্যাকুয়াকালচার নীতির প্রয়োজনীয়তা বিষয়ে বিভাগীয় কর্মশালা অনুষ্ঠিত

মোরেলগঞ্জে চার লাখ মানুষের সুপেয় খাবার পানির অভাব

রৌমারী উপজেল্ াস্বাস্থ্য কমপ্লেক্সেও ছের গাছের কি দোশ

দুর্গাপূজায় কোন ঝুকি নাই, নিরাপত্তা আমরা দিব, দুর্গাপূজা শুধু একটি উৎসব নয়, এটি বাঙালির সম্প্রীতি ও মহোৎসব

টেকনাফে যৌথ অভিযানে ১ লাখ ২০ হাজার ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার ১

হাটহাজারী সাব রেজিস্টার অফিসে মূল দলিলের পাতা গায়েব করে ভুয়া পাতা সংযুক্ত

রাঙামাটিতে বিশ্ব পর্যটন দিবস উদযাপন

বিশ্ব পর্যটন দিবসে পরিচ্ছন্ন অষ্টগ্রাম গড়ার শপথ

কাশিয়ানীতে বাস ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষ নিহত-৪, আহত-৩

কেশবপুরের সাংবাদিক কন্যা সোনালী মল্লিক পেলেন ইয়েস কার্ড'
