সহকারী শিক্ষকদের দশম গ্রেড বাস্তবায়নের দাবিতে মানববন্ধন
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের যোগ্যতা ও ন্যায্যতার আলোকে দশম গ্রেড বাস্তবায়নের দাবিতে শিক্ষা কর্মকর্তার মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান ও মানববন্ধন করেছেন সহকারী শিক্ষকরা। বুধবার (২ অক্টবর) বিকাল ৪টার দিকে বাংলাদেশ প্রাথমিক সহকারী শিক্ষক সমাজ সিংগাইর শাখার আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
প্রাথমিক সহকারী শিক্ষক সমাজের সভাপতি মো. সারোয়ার হোসেন সোহেলের সভাপতিত্বে ও সহকারী শিক্ষক মো. আহসান উদ্দিনের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন- সাধারণ সম্পাদক মো. জাকির হোসেন বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক বেলায়ত হোসেন জনি, উপদেষ্টা ওবাইদুর রহমান, মোহাম্মদ আলী, সহ-সভাপতি মো. খন্দকার সোহেল প্রমুখ।
বক্তারা বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এক দফা ঘোষণার পর ছাত্র-জনতা তীব্র আন্দোলনে ঝাঁপিয়ে পড়েন। ছাত্র জনতার তাজা রক্তের বিনিময়ে বৈষম্যবিহীন রাষ্ট্র বিনির্মাণে ও বাকস্বাধীনতা ফেরার নতুন সূর্যোদয়ের মাধ্যমে আমরা পেয়েছি বৈষম্যবিরোধী অন্তর্বর্তীকালীন সরকার। শিক্ষাই জাতির মেরুদণ্ড আর শিক্ষার ভিত্তি হলো প্রাথমিক শিক্ষা। প্রাথমিকের শিক্ষকরা শিক্ষার সুঁতিকাগারের কাণ্ডারি।
প্রাথমিক সহকারী শিক্ষক পদে নিয়োগ যোগ্যতা স্নাতক সমমান (২য় বিভাগ) বেতন গ্রেড ১৩তম, যেখানে অষ্টম শ্রেণি পাশ ড্রাইভার ভাইদের বেতন গ্রেড ১২তম। তাছাড়া জাতি গড়ার কারিগর প্রাথমিক শিক্ষকগণ এখনো ৩য় শ্রেণির কর্মচারী। তাই প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের শিক্ষাগত যোগ্যতা স্নাতক (২য় বিভাগ) হলেও দশম গ্রেড পেতে শুধুমাত্র আমলাতান্ত্রিক প্ৰতিবন্ধকতা। দাবির যৌক্তিকতা তুলে ধরে মাননীয় প্রধান উপদেষ্টা দাবি পূরণ করবেন বলে আশা করেন শিক্ষকরা।
এ সময় যুগ্ম-সম্পাদক নাসির উদ্দিন সামি, সহকারী শিক্ষক মো. আজানুর রহমান, মো. মাসুদ রানা, খায়রুন নাহার নিপা, শিউলি আক্তার হীরা, ফারহানা আক্তার, শাহনাজ মুন্নিসহ উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের তিন শতাধিক সহকারী শিক্ষক উপস্থিত ছিলেন।
এমএসএম / জামান
ঈশ্বরদীতে ট্রেনে কেটে এক ব্যক্তির মর্মান্তিক মৃত্যু
মসজিদের খতিব–ইমাম–মুয়াজ্জিনদের সুরক্ষায় নীতিমালা চূড়ান্তঃ কুমিল্লায় ধর্ম উপদেষ্টা
মেহেরপুর-১ আসনে বিএনপির মনোনয়ন পুনঃবিবেচনার দাবিতে গণজমায়েত
চর ওয়াশপুর প্রাথমিক বিদ্যালয় ভবনের ভিত্তিপ্রস্তর করেন জাতীয় বীর আমান উল্লাহ আমান
গাজীপুরের রাজনীতিতে ঝড় তুললেন ইরাদ সিদ্দিকী
ধুনটে বালুবাহী দুই ট্রাকের চাপে অটোরিকশাচালক নিহত
পটুয়াখালী প্রেসক্লাবের হীরক জয়ন্তী পালন
হৃদরোগে আক্রান্ত হয়ে চিলমারী মডেল থানার এসআই আসাদুজ্জামানের আকস্মিক মৃত্যু
কোম্পানীগঞ্জে সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের সম্মাননা ও সহায়তা প্রদান
দুমকিতে সশস্র বাহিনী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
দুমকিতে গাভী লুটপাটের অভিযোগ 'মিথ্যা', দাবি করে সংবাদ সম্মেলন
ভূমিকম্পকে আল্লাহর সতর্কবার্তা হিসেবে দেখার আহ্বান – মাওলানা আব্দুল ওয়াহাব (বড় হুজুর, কাছাইট)