কৃষি অফিসের দায়িত্বহীনতায় বিপাকে মান্দার সবজিচাষিরা
কৃষি অফিসের দায়িত্বহীনতায় চরম বিপাকে পড়েছেন নওগাঁর মান্দা উপজেলার হাজিগবিন্দপুর মাঠের সবজিচাষিরা। আগাম আইসবল জাতের শীতকালীন সবজি (ফুলকপি) চাষ করে হতাশা ও বিড়ম্বনায় পড়েছেন ওই মাঠের কৃষকরা। কোনোভাবেই তারা পচানী ও ঢলানী রোগ প্রতিরোধে সুপরামর্শ পাচ্ছেন না। এতে মাঠজুড়ে আগাম এ জাতের শীতকালীন সবজি (ফুলকপি) মরে সয়লাভ হয়ে যাচ্ছে। এনিয়ে মাথাব্যথা নেই সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও স্থানীয় কৃষি অফিসের।
গত শুক্রবার সরেজমিন উপজেলার হাজিগবিন্দপুর সবজি মাঠে পচানী ও ঢলানী রোগের দৃশ্য দেখা যায়। এ সময় হাজিগবিন্দপুর বিলের কৃষক আজাদ হোসেন জানান, কৃষি কর্মকর্তাদের সাথে একাধিকবার মোবাইল ফোনে ও সরাসরি যোগাযোগ করা হলেও তারা মাঠে আসেননি। সবজির রোগের কথা শুনে বিভিন্ন কোম্পানির নিম্নমানের ওষুধ লিখে দেয়। কিন্তু সেগুলো প্রয়োগ করে কোনো কাজে আসছে না। এমন দায়সারা পরামর্শের ওষুধ ব্যবহার করে শুধু অর্থনৈতিক ক্ষতির সম্মুখীন হয়েছি।
আজিজুল হক ও সুলতান আহমেদ নামে দুই কৃষক বলেন, উন্নতজাতের আইসবল জাতীয় ১০ গ্রাম বীজ ১ হাজার থেকে ১২০০ টাকায় ক্রয় করতে হয়। এক বিঘা মাটিতে উৎপাদন খরচ পড়ে গড়ে ৪০-৫০ হাজার টাকা। অথচ রোগের বিষয়ে কৃষি অফিসের কর্মকর্তাদের জানানো হলে তারা পরামর্শন দেননি। এমনকি মাঠ ভিজিটও করেননি। এ রোগের বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা শায়লা শারমিনের কছে গিয়েও কোনো প্রতিকার বা সুপরামর্শ মেলেনি আমাদের। আমাদের ব্লকের দায়িত্বপ্রাপ্ত উপ-সহকারী কৃষি কর্মকর্তাকে ডেকেও পাওয়া যায় না।
জানা গেছে, ওই ব্লকের উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোজাফ্ফর হোসেন পরিবার নিয়ে রাজশাহী শহরে থাকেন। এ কারণে মাঠে তেমন যেতে পারেন না তিনি। এসব তদারকির দায়িত্বে উপজেলা কৃষি কর্মকর্তা থাকলেও তিনি নিজেও স্টেশনে না থাকার কারণে ভোগান্তির শিকার হচ্ছেন উপজেলার কৃষকরা।
কৃষক ফারুক হোসেন মাস্টার জানান, পচানী ও ঢলানী রোগে মাঠ সয়লাভ হয়ে যাচ্ছে। লোকসানে পড়ছেন কৃষকরা। অথচ নাকে তেল দিয়ে ঘুমাচ্ছেন সরকারের নিয়োগপ্রাপ্ত কৃষি কর্মকর্তারা। তাদের দায়িত্বহীনতায় আমাদের যা ক্ষতি হয়েছে তার দায়ভার উপজেলা কৃষি কর্মকর্তাকে বহন করতে হবে।
এ বিষয়ে মান্দা উপজেলা কৃষি কর্মকর্তা শায়লা শারমিনকে একাধিকবার ফোন করা হলেও তিনি রিসিভ করেননি। জানা গেছে, সরকারি ছুটির দিনে তিনি ফোন রিসিভ করেন না।
নওগাঁ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. আবুল কালাম আজাদকে জানালে তিনি বলেন, বিষয়টি আমি দেখছি। সেই সাথে মান্দা কৃষি কর্মকর্তাকেও আমি বলে দিচ্ছি।
T.A.S / জামান
বাঘায় তারুণ্যের সমাবেশ ও বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য বিশেষ দোয়া অনুষ্ঠিত
ভূঞাপুরে দ্বিতীয় দফায় টেকনোলজিস্ট-ফার্মাসিস্টদের কর্মবিরতি, চরম ভোগান্তিতে রোগীরা
আত্রাইয়ে তমালের মৎস্য খামারে বিষ প্রয়োগে প্রায় ২০ লাখ টাকার বেশি ক্ষতি
জয়পুরহাটে আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস পালিত
টাঙ্গাইলে মক্কা টাওয়ার'সহ অসংখ্য প্ল্যানবিহীন ভবন নির্মাণে প্রতিবেশীদের ভোগান্তি
চট্টগ্রামে রেলের স্ক্র্যাপ বিক্রি করছে বন্দর কর্তৃপক্ষ
মাদারীপুরে ক্লিনিকের বাথরুমে রক্তাক্ত নবজাতক উদ্ধার
গোসাইরহাট ও ডামুড্যায় ইসলামী আন্দোলন বাংলাদেশের গণসংযোগ
বাউফলে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে সাদকা হিসেবে গরু জবাই করে গোশত বিতরণ
রাণীনগরে নিয়োগবিধি বাস্তবায়নের দাবিতে পরিবার কল্যাণ কর্মীদের কর্মবিরতি
রাজশাহীতে এনজিও ফাউন্ডেশন দিবস উদযাপন
শার্শায় পরিবার পরিকল্পনা স্বাস্থ্য কর্মীদের অবস্থান কর্মসূচি