ঢাকা বুধবার, ১২ মার্চ, ২০২৫

টাঙ্গাইলের বাসাইলে এলজিইডির রাস্তা নির্মাণের দুই মাসের মধ্যেই ধসে পড়ল


রাশেদ খান মেনন, টাঙ্গাইল photo রাশেদ খান মেনন, টাঙ্গাইল
প্রকাশিত: ২৮-৮-২০২১ বিকাল ৬:১৪

টাঙ্গাইলের বাসাইল উপজেলায় ৭০ লাখ টাকা ব্যয়ে নির্মিত সড়ক দুই মাসের মধ্যেই বিভিন্ন স্থানে ধসে পড়েছে। বাসাইল উপজেলার কাঞ্চনপুর ইউনিয়নের হালুয়াপাড়া-কর্মকারপাড়া সড়কের এমন দশার জন্য ঠিকাদারি প্রতিষ্ঠানকে দোষারোপ করছেন ভুক্তভোগী এলাকাবাসীসহ সংশ্লিষ্টরা। দুর্ঘটনা এড়াতে ওই সড়ক দিয়ে যান চলাচল বন্ধ করে দিয়েছেন স্থানীয়রা। অল্প দিনেই ধসে যাওয়ায় উপজেলাবাসীর আলোচনার বিষয়বস্তুতে পরিণত হয়েছে রাস্তাটি।

সংশ্লিষ্টরা জানান, সড়ক ধসে যাওয়ার ঘটনায় ঠিকাদারি প্রতিষ্ঠানের বিলও আটকে দিয়েছে কর্তৃপক্ষ। ২০১৯-২০ অর্থবছরে উপজেলার কাঞ্চনপুর হালুয়াপাড়া সেতু এলাকা থেকে কর্মকারপাড়া সেতু পর্যন্ত সড়কটির মাটি ভরাটসহ পাকাকরণের জন্য দরপত্র আহ্বান করে উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)। ৯৫০ মিটারের এই সড়ক নির্মাণের কাজ পায় মেসার্স নাইস এন্টারপ্রাইজ নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। ২০২০ সালের মধ্যে কাজ শেষ হওয়ায় কথা থাকলেও ঠিকাদারি প্রতিষ্ঠান তা করতে ব্যর্থ হয়। পরে ২০২১ সালের জুন মাসে প্রতিষ্ঠান তড়িঘড়ি করে কাজটি শেষ করে। ওই সময় সড়কে নিম্নমানের সামগ্রী দিয়ে কাজ করার অভিযোগ তুলে কয়েক দফা কাজ বন্ধ করে দেন স্থানীয়রা। পরে জনপ্রতিনিধিদের হস্তক্ষেপে স্থানীয়দের সঙ্গে সমঝোতা করে কাজ করে প্রতিষ্ঠানটি। প্রতিষ্ঠানটি স্থানীয়দের কথা তোয়াক্কা না করেই নিম্নমানের সামগ্রী দিয়ে কাজ শেষ করে। পাকাকরণের দুই মাসেই সড়কের দুইপাশের বিভিন্ন স্থানে ধসে গেছে। দিন যাচ্ছে আর ক্রমেই সড়কের বিভিন্ন স্থানে ভাঙনের তীব্রতা দৃশ্যমান হচ্ছে।

স্থানীয়দের অভিযোগ, এ সড়কটি নির্মাণে ঠিকাদার খরচ কমাতে মাটির পরিবর্তে ট্যাফে ট্রাক্টরের মাধ্যমে বালি ব্যবহার করেছেন। রাস্তার সোল্ডারের জন্য তিন ফিট মাটি ধরা থাকলেও এক ফিট সোল্ডারও করা হয়নি। সাববেইস, ম্যাকাডামেও নিম্নমানের কাজ করেছে প্রতিষ্ঠানটি। সড়কে বালু ভরাটের সঙ্গে সঙ্গেই পাকাকরণের কাজ চালিয়েছে ঠিকাদারি প্রতিষ্ঠান। রোলার দিয়েও পেটানো হয়নি সড়কটি। স্থানীয় বাসিন্দারা বলেন, একদিক দিয়ে বালু ফেলেছে আরেক দিক দিয়ে পাকাকরণের কাজ করেছে। সাইটে মাটি না ফেলেই তারা পাকাকরণের কাজ শেষ করেছে। আগলা মাটির মধ্যে পাকা করায় সড়ক ভেঙে যাচ্ছে। ওই সময় প্রকৌশলী এসে কাজ বন্ধ করেছিল। পরে আবার কাজ চালু করে। আমরা বাধা দিয়েছিলাম, কিন্তু ঠিকাদারি প্রতিষ্ঠানের লোক কথা শোনেনি। পুরো সড়কটির দুপাশেই ভেঙে গেছে।

কাঞ্চনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মামুনুর রশিদ খান বলেন, ঠিকাদারি প্রতিষ্ঠান সড়কের সাইটে মাটিগুলো সঠিকভাবে দেয়নি। এ ছাড়া কনফেকশনও ভালোভাবে করেনি, রোলারও মারেনি। একদিকে মাটি ফেলেছে আরেক দিক দিয়ে পাকা করেছে। বালু মাটি হওয়ায় সামান্য বৃষ্টিতেই ধসে গেছে।

এ বিষয়ে মেসার্স নাইস এন্টারপ্রাইজের কর্ণধার নাইস মিয়া বলেন, সড়ক নির্মাণে কোনো ধরনের অনিয়ম হয়নি। সঠিকভাবেই কাজটি শেষ করা হয়েছে। বালু মাটির ওপর কার্পেটিং করায় বৃষ্টির কারণে ধসে পড়েছে। কাজের পর এক বছর পর্যন্ত সড়কে কোনো ক্ষতি হলে আমরা আবার ঠিক করে দেই। এ সড়কও বর্ষার শেষে আমরা ঠিক করে দেব।

উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) প্রকৌশলী মো. আব্দুল জলিল বলেন, ৯৫০ মিটার সড়কে মাটি ভরাট ও পাকাকরণের কাজ পায় মেসার্স নাইস এন্টারপ্রাইজ নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। সড়ক ধসে পড়ার বিষয়টি জানতে পেরে আমরা সড়কটি পরিদর্শন করেছি। আমরা ঠিকাদারি প্রতিষ্ঠানের ২২ লাখ টাকার বিল আটকে দিয়েছি। বর্ষা শেষে তারা নতুন করে মাটি ফেলে কাজটি করে দেবে। কাজ সন্তোষজনক হলে ওই ঠিকাদারি প্রতিষ্ঠানকে বিল পরিশোধ করা হবে।

এমএসএম / জামান

শান্তিগঞ্জে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে সভা

পটুয়াখালীর রাঙ্গাবালীতে ওএমএসের চালে অনিয়ম, যৌথ বাহিনীর অভিযানে যুবদল নেতা আটক

নারীর প্রতি সহিংসতা ও ধর্ষকদের বিচারের দাবিতে কুড়িগ্রামে মহিলা পরিষদের মানববন্ধন

মেহেরপুরে সড়ক দুর্ঘটনায় একজন নিহত

মানিকগঞ্জে তিন বছরের শিশুকে ধর্ষনের অভিযোগ: গ্রেফতার ১

দাগনভূঞায় সৌদি আরবস্থ ফেনী প্রবাসী ফোরামের ইফতার ও খাদ্য সামগ্রী বিতরণ

গাজীপুরে হোটেল হ্যাঁভেনে পুলিশের অভিযানে ৮ জন আটক, গণবিক্ষোভে ভাঙচুর-অগ্নিসংযোগ

শ্রীপুরে টুরিস্ট পুলিশ কমিউনিটি পুলিশিং সদস্যদের মতবিনিময় সভা

আক্কেলপুরে বাজার মনিটরিংয়ে ইউএনও

নবীনগর তিতাস নদীতে অজ্ঞাত ব্যাক্তির ভাসমান মরদেহ উদ্ধার

৭ দফা দাবিতে সারাদেশে ইট বিক্রি বন্ধ ঘোষনা বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

খালিয়াজুরীতে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে আটক ২

দাউদকান্দিতে পুলিশের বিশেষ অভিযানে রিফাত হত্যা মামলার আসামী গ্রেফতার