নদীয়ার ইসলাম বলতে আলাদা কোনো ইসলাম নেই

পৃথিবীতে ইসলাম একটাই। অঞ্চল ভেদে ইসলামে কখনো পরিবর্তন হয় না। নদীয়ার ইসলাম বলতে আলাদা কোনো ইসলাম নেই বলে জানিয়েছেন শায়খ আহমাদুল্লাহ। মঙ্গলবার (৮ অক্টোবর) বেলা ১১টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেইজে তিনি এসব কথা বলেন।
ফেসবুক স্ট্যাটাসটি হুবহু তুলে ধরা হল-
পৃথিবীতে ইসলাম একটাই। অঞ্চল ভেদে ইসলামে কখনো পরিবর্তন হয় না। নদীয়ার ইসলাম বলতে আলাদা কোনো ইসলাম নেই। কোনটা ইসলাম আর কোনটা ইসলাম নয়, সেটা নির্ণয় করার মূলনীতি কুরআন ও সুন্নাহ। এটা বিশ্বজুড়ে মুসলমানদের কাছে স্বীকৃত বিষয়।
ইসলামের বেলায় আজ যারা প্রকৃত ইসলামের কথা না বলে নদীয়ার ইসলামের কথা বলেন, সব ক্ষেত্রে কি তারা সেটা করেন? গণতন্ত্রের বেলায় তারা প্রকৃত গণতন্ত্র খোঁজেন, নাকি মামলা-হামলা দিয়ে প্রতিপক্ষকে দমন ও রাতের ভোটের প্রচলিত দেশীয় গণতন্ত্রের কথা বলেন?
গণতন্ত্রের জন্ম আমেরিকায়। কিন্তু আমাদের দেশের প্রচলিত গণতন্ত্র আর আমেরিকার গণতন্ত্রের মাঝে রয়েছে বিস্তর ফারাক। যারা ইসলামকে আঞ্চলিকতায় বিভাজিত করেন, তারা কি আমেরিকার প্রচলিত গণতন্ত্রের বিপরীতে বাংলাদেশের প্রচলিত আঞ্চলিক গণতন্ত্রের কালচারকে ধারণ করার কথা বলেন?
তাছাড়া, এদেশে নদীয়ার তথাকথিত ইসলামকে ধারণ করা মানুষের সংখ্যা ১শতাংশও হবে না। এর বিপরীতে প্রায় ৯৯ শতাংশ মুসলমান আরবের ইসলাম তথা কুরআন-হাদিস বর্ণিত ইসলামে বিশ্বাস করেন। এই বিপুল সংখ্যক মানুষের ওপর তারা কোন ইসলাম চাপিয়ে দিতে চান?
কেউ যদি ব্যক্তিগতভাবে নদীয়ার কথিত ও বিকৃত ইসলামকে ধারণ করেন, সেটা তার ব্যাপার। কিন্তু সেই ইসলামকে যদি সবার ওপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হয় এবং সেটাকেই বাংলাদেশের ইসলাম বলা হয়, তবে তা বিনোদনের আইটেম হতে পারে, কিন্তু ইসলাম নয়।
T.A.S / T.A.S

মক্কা ও মদিনার ইমামদের ফেসবুক আইডি নিয়ে যা জানা যাচ্ছে

ইফতারির আনন্দ ভাগ করে নেই

মসজিদের ফান্ডের টাকায় ইফতার আয়োজন করা যাবে?

পবিত্র শবে বরাত আজ

কাল থেকে শুরু হচ্ছে বিশ্ব ইজতেমা, আসতে শুরু করেছেন মুসল্লিরা

২৯ ডিসেম্বর : আজকের নামাজের সময়সূচি

২৮ ডিসেম্বর : আজকের নামাজের সময়সূচি

আজকের নামাজের সময়সূচি

শরীর ও মনকে রমজানের জন্য প্রস্তুত করুন এই উপায়ে

আজকের নামাজের সময়সূচি

০৮ ডিসেম্বর : নামাজের সময়সূচি

০৫ ডিসেম্বরঃ আজকের নামাজের সময়সূচি
