চৌদ্দগ্রামে মৎস্য সপ্তাহ উপলক্ষে পোনামাছ অবমুক্তকরণ
‘বেশি বেশি মাছ চাষ করি, বেকারত্ব দূর করি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২১ উপলক্ষে কুমিল্লার চৌদ্দগ্রামে উপজেলা মৎস্য অফিসের উদ্যোগে বিভিন্ন প্রজাতির পোনামাছ অবমুক্ত করা হয়েছে। রোববার (২৯ আগস্ট) সকালে উপজেলা পরিষদসংলগ্ন একটি পুকুরে পোনামাছ অবমুক্তকরণের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম মনজুরুল হক।
উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. মুরাদ হোসেন প্রামাণিকের সভাপতিত্বে পোনামাছ অবমুক্তকরণ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- চৌদ্দগ্রাম উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রাশেদা আখতার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হাসিবুর রহমান, উপজেলা ইঞ্জিনিয়ার নুরুজ্জামান, কুষি কর্মকর্তা নাসির উদ্দীন, প্রাণিসম্পদ কর্মকর্তা কৃষিবিদ মুজিবুর রহমান, সমবায় কর্মকর্তা শাহিনুর রহমান ভূঁইয়া, খামার ব্যবস্থাপক তাজুল ইসলাম, মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা সজীব কুমার চৌধুরী, সহকারী মৎস্য কর্মকর্তা মাকসুদ আহমেদ, ক্ষেত্র সহকারী নাজমুন নাহার, আব্দুল কাইয়ুম খন্দকার প্রমুখ।
এ সময় উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত মৎস্যচাষি-খামারিসহ স্থানীয় গণ্যমাণ্য ব্যক্তিবর্গ উপিস্থিত ছিলেন।
এমএসএম / জামান