ঢাকা বৃহষ্পতিবার, ৭ আগস্ট, ২০২৫

ফরিদপুর-১ আসন এলাকায় সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য নিদর্শন স্থাপন করলেন বিএনপি নেতাকর্মীরা


জাকির হোসেন, বোয়ালমারী photo জাকির হোসেন, বোয়ালমারী
প্রকাশিত: ১৩-১০-২০২৪ দুপুর ৩:২৪

ফরিদপুর-১ আসন তথা বোয়ালমারী, আলফাডাঙ্গা ও মধুখালী উপজেলায় সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গোৎসব নির্বিঘ্ন ও সফলভাবে সম্পন্ন করতে ব্যাপক তৎপরতা চালিয়েছে স্থানীয় বিএনপি। তিন উপজেলায় সাড়ে তিন শতাধিক পূজামণ্ডপকে ঘিরে কড়া নজরদারির পাশাপাশি সর্বাত্মক সাহায্য-সহযোগিতার ব্যবস্থা করেন দলটির নেতাকর্মীরা।

কোনো দুষ্কৃতকারী যাতে পূজামণ্ডপ ঘিরে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটাতে পারে, সে লক্ষ্যে সার্বক্ষণিক সতর্ক অবস্থানে ছিলেন তারা। নিয়মিত মন্দিরে গিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে যোগাযোগ রক্ষা করেছেন, খোঁজখবর নিয়েছেন। দিয়েছেন আর্থিক সহায়তা। বলা যায়, সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে মিলেমিশে একাকার হয়ে এ এলাকায় দুর্গোৎসব সম্পন্ন করেন বিএনপি নেতাকর্মীরা।

গত ৫ আগস্ট ছাত্র-জনতার বিপ্লবের পর দেশজুড়ে এমন গুজব ছড়িয়ে পড়ে- হিন্দু সম্প্রদায়ের আসন্ন দুর্গাপূজাকে কেন্দ্র করে ক্ষমতাচ্যুত ফ্যাসিস্টদের দোসররা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটিয়ে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের সাম্প্রদায়িক ভাবমূর্তি নষ্ট করতে পারে। এর পরিপ্রেক্ষিতেই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে এবং এ অঞ্চলে দলের শীর্ষ নেতা সাবেক এমপি খন্দকার নাসিরুল ইসলামের সার্বিক তত্ত্বাবধানে দুর্গোৎসবকেন্দ্রিক সম্প্রীতির এ নিদর্শন গড়ে তোলা হয়।

খন্দকার নাসিরুল ইসলাম নিজে গত ১০, ১১ ও ১২ অক্টোবর তিন দিনব্যাপী তিন উপজেলার অধিকাংশ পূজামণ্ডপ ঘুরে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছাবিনিময় করে তাদের সার্বিক খোঁজখবর নিয়েছেন। পাশাপাশি নিজ তহবিল থেকে মন্দির কমিটির হাতে তুলে দিয়েছেন নগদ অর্থ সহায়তা। তিন উপজেলার সবগুলো মন্দিরের জন্যই অর্থ বরাদ্দ করেন নাসিরুল ইসলাম।

পূজামণ্ডপ পরিদর্শনকালে সনাতন ধর্মাবলম্বীদের উদ্দেশে তিনি বলেন, বিএনপি সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিশ্বাসী একটি রাজনৈতিক দল। অতীতে এই দলের কোনো লোকের দ্বারা সংখ্যালঘু তথা হিন্দু সমাজ ক্ষতিগ্রস্ত হয়েছে এমন নজির কেউ দেখাতে পারবে না। বরং আওয়ামী লীগ সম্প্রীতির নামে হিন্দুদের ঘরবাড়ি লুট, জমি দখল ও মন্দির ভাংচুর করেছে। সনাতনীদের সম্পত্তিকে তারা নিজেদের সম্পদ মনে করে। সে কারণে বিগত হাসিনা সরকারের আমলে যতগুলো সংখ্যালঘু নির্যাতন, তাদের সম্পত্তি জবরদখলের ঘটনা ঘটেছে। তার একটিরও বিচার হয়নি। কেননা সব ঘটনার সঙ্গেই আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতাকর্মীরা জড়িত ছিল।

তিনি আরো বলেন, আমরা হিন্দু-মুসলিম একই বাংলা মায়ের দুটি সন্তান। এই মাটিতে আমারও যে অধিকার আছে, আপনারও সে অধিকার আছে। আমরা হিন্দু-মুসলিম ভাই-ভাই, মিলেমিশে থাকতে চাই। আগামীতে বিএনপি ক্ষমতায় এলে এ দেশের হিন্দুসমাজ আরো বেশি নিরাপত্তা, শান্তি, স্বস্তি ও আড়ম্বরতায় ধর্মীয় অনুষ্ঠানাদি পালন করতে পারবে বলে আশাবাদ ব্যক্ত করেন খন্দকার নাসিরুল ইসলাম।

বোয়ালমারীতে মন্দির পরিদর্শনকালে অন্যদের মধ্যে যারা শুভেচ্ছা বক্তব্য রাখেন তারা হলেন- বোয়ালমারী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সিরাজুল ইসলাম, পৌর বিএনপির সভাপতি শেখ আফসার উদ্দিন, সহ-সভাপতি খান আতাউর রহমান, সাবেক পৌর মেয়র আব্দুর শুকুর শেখ, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক জহুর ইকবাল পিন্টু, সদস্য সচিব রবিউল ইসলাম সম্রাট, ফরিদপুর জেলা যুবদলের যুগ্ম-সাধারণ সম্পাদক মোহা. ইমরান হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সঞ্জয় কুমার সাহা, যুগ্ম-আহ্বায়ক মোহাম্মদ দেলোয়ার হোসেন, পৌর যুবদলের আহ্বায়ক মোহাম্মদ আমিনুল ইসলাম, সদস্য সচিব মো. আলামিন হুসাইন, সাবেক সভাপতি লুৎফর রহমান, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব বায়জিদ খান রাব্বি, যুগ্ম-আহ্বায়ক সাহদাফ বিন ফিরোজ, পৌর ছাত্রদলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক মো. সাকিব হোসেন, যুগ্ম-আহ্বায়ক পুলক সাহা প্রমুখ।

এমএসএম / জামান

টিসিবি'র কার্ডের কথা বলে নারী-পুরুষদের মানববন্ধনে দাঁড় করালেন প্যানেল চেয়ারম্যান, ক্ষিপ্ত এলাকাবাসী

শিবির কর্মী থেকে বিএনপি নেতা, কে এই জাকির হোসেন সরকার

রৌমারীতে বিয়ের প্রলোভনে তরুনীকে ধর্ষণের ঘটনায় মামলা

মান্দায় ছয় মাস ধরে এসিল্যান্ড শূন্য

পঞ্চগড়ে বিএনপির বিজয় র‌্যালি

প্রশাসনিক অনুমতিতে মরহুম বীর মুক্তিযোদ্ধা আমির হোসেনের দাফন সম্পন্ন

সড়ক দুর্ঘটনায় সুবিপ্রবি শিক্ষার্থী নিহতের ঘটনায় বিশ্ববিদ্যালয়ের শোক

পটুয়াখালীতে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের এক বছর পূর্তিতে জেলা বিএনপির বিজয় র‍্যালি ও সমাবেশ

গণ-অভ্যুত্থানের এক বছর পূর্তিতে ঠাকুরগাঁওয়ে বিজয় র‌্যালী

ঝিনাইদহে আওয়ামী ফ্যাসিবাদের পতন ও ছাত্র-জনতার বিজয়ের বর্ষপূর্তিতে আনন্দ শোভাযাত্রা

ফ্যাসিবাদ পতনের বর্ষপূর্তিতে ফটিকছড়িতে বিজয় মিছিল-আলোচনা সভা

আর কোন স্বৈরাচারের জন্ম হতে দিবেনা বিএনপি

নোয়াখালী -৪ আসন থেকে দুটি ইউনিয়ন বাদ দেওয়ার প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ